ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম ( Fleming’s right hand rule ) : চৌম্বকক্ষেত্রে কোন পরিবাহী গতিশীল হলে ঐ পরিবাহীতে আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ ফ্লেমিং – এর ডানহস্ত নিয়ম থেকে পাওয়া যায় । এই নিয়মানুসারে ডান হাতে প্রথম তিনটি আঙুল – বৃদ্ধাঙ্গুলি , তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চুম্বকক্ষেত্রের অভিমুখ এবং বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে তা হলে মধ্যমা আবিষ্ট তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করবে । ডায়নামো বা জেনারেটার ডানহস্ত নিয়ম প্রয়োগে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্ণয় করা যায় ।
ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম টি কি??
1 Answers