আজ আমরা এই পোস্টটিতে জানবো লীনতাপ সম্পর্কে, জানবো লীন তাপ কি?, গলনের লীন তাপ, কঠিনীভবনের লীন তাপ কি, বাষ্পীভবনের লীন তাপ কি, ঘনীভবনের লীন তাপ কি ইত্যাদি।
লীনতাপ কি? ( What is Latent heat)
লীনতাপ (Latent heat) : একক ভরের কোনো পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয়, তাকে ওই পদার্থের অবস্থান্তরের লীনতাপ বা লীনতাপ বলা হয়।
লীন তাপের একক: SI পদ্ধতিতে লীন তাপের একক জুল/কেজি, CGS পদ্ধতিতে লীন তাপের একক ক্যালোরি/গ্রাম।
লীন তাপ কয় প্রকার ও কি কি
অবস্থাস্তরের সম্ভাবনার ওপর নির্ভর করে লীনতাপের চার রকম প্রকারভেদ বর্তমান
(1) গলনের লীন তাপ,
(2) কঠিনীভবনের লীন তাপ,
(3) বাষ্পীভবনের লীন তাপ ও
(4) ঘনীভবনের লীন তাপ।
গলনের লীন তাপ ( Latent heat of fusion ) : প্রমাণ চাপে কোনো কঠিন পদার্থের একক ভরের উন্নতা স্থির রেখে সমগ্র কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয়, সেই পরিমাণ তাপকে ওই পদার্থের গলনের লীন তাপ বলে যেমন — বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি / গ্রাম বা 336 × 10^6জুল/কেজি।
কঠিনীভবনের লীন তাপ (Latent heat of solidification): প্রমাণ চাপে একক ভরের কোনো তরল পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র তরল পদার্থকে কঠিনে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত হয়, তাকে ওই পদার্থের কঠিনীভবনের লীন তাপ বলে। যেমন- জলের কঠিনীভবনের লীন তাপ 80 ক্যালোরি / গ্রাম।
আরও পড়ুন:
- তাপ সঞ্চালন কাকে বলে? | তাপ সঞ্চালনের কয়টি প্রক্রিয়া ও কি কি
- আয়ন কাকে বলে? আয়ন কত প্রকার ও কি কি | আয়োনাইজেশন শক্তি
- ঘর্ষণ কাকে বলে? ঘর্ষনের প্রকারভেদ | ঘর্ষণের সুবিধা ও অসুবিধা
- আলোর প্রতিসরণ | প্রতিফলনের নিয়ম ও সূত্র | প্রতিসরাঙ্ক ও স্নেলের সূত্র
বাষ্পীভবনের লীন তাপ (Latent heat of vaporisation): প্রমাণ চাপে কোনো তরল পদার্থের একক ভরের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র তরলকে বাষ্পে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, তাকেই ওই পদার্থের বাষ্পীভবনের লীন তাপ বলা হয়। যেমন — বিশুদ্ধ জলের বাষ্পীভবনের লীনতাপ 537 ক্যালোরি/গ্রাম বা মতান্তরে 540 ক্যালোরি/গ্রাম বা 2268 x 10^3 জুল/কেজি।
ঘনীভবনের লীন তাপ (Latent heat of condensation): প্রমাণ চাপে একক ভরের কোনো গ্যাসীয় পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে সমগ্র গ্যাসীয় পদার্থকে তরলে রূপান্তরিত করতে যে পরিমাণ তাপ নিষ্কাশিত হয়, তাকে ওই পদার্থের ঘনীভবনের লীন তাপ বলে। যেমন — জলীয়বাষ্পের ঘনীভবনের লীনতাপ 537 ক্যালোরি/গ্রাম ।
**জেনে রাখো : লীন তাপ গ্রহণ বা বর্জনে অণুগুলির বিন্যাস পরিবর্তিত হয়। এই তাপ পদার্থের উষ্ণতা বাড়ায় না বা কমায় না, তাই থার্মোমিটার দ্বারা লীনতাপ মাপা যায় না। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে লীনতাপ পরিমাপ করা হয়।
লীন তাপ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
বাষ্পের লীনতাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝায়?
উত্তর: বাষ্পের লীনতাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে বোঝায়- প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 100°C উষ্ণতায় 1 গ্রাম জলকে 100°C উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপ লাগে।
বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে কি বোঝায়?
উত্তর: বরফ গলনের লীনতাপ 80 ক্যালোরি/গ্রাম বলতে বোঝায়- প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফ কে 0°C উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে।
So nice sir