সমগোত্রীয় শ্রেণী কাকে বলে ?
সমগণীয় বা সমগোত্রীয় শ্রেণী (Homologous series): একই সাধারণ আণবিক সংকেত দ্বারা প্রকাশযোগ্য, একই কার্যকরী গ্রুপবিশিষ্ট সমধর্মী যৌগসমূহকে আণবিক ভর বৃদ্ধির ক্রমানুযায়ী সাজিয়ে প্রাপ্ত যে শ্রেণির পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের মধ্যে –CH2, পরমাণু জোটের পার্থক্য হয়, সেই শ্রেণিকে সমগণীয় শ্রেণি বা সমগোত্রীয় শ্রেণী বলে।
সমগোত্র কাকে বলে?
সমগণ (Homologous) : একই উপাদান মৌলসমূহ দ্বারা গঠিত এবং একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য, অভিন্ন কার্যকরী গ্রুপবিশিষ্ট সমধর্মী যৌগসমূহকে পরস্পরের সমগণ বলে। যেমন – কার্বক্সিলিক অ্যাসিড সমগণীয় শ্রেণির যৌগগুলির সাধারণ আণবিক সংকেত CnH2n + 1 COOH এবং এই শ্রেণির প্রতিটি যৌগই C, H ও O পরমাণু দ্বারা গঠিত। এদের মধ্যে একই কার্যকরী মূলক – COOH উপস্থিত ও পরপর অবস্থিত দুটি যৌগের আণবিক সংকেতে – CH2, পরমাণুপুঞ্জের পার্থক্য আছে। এরা সকলেই সমধর্মী যৌগ।
সমগোত্রীয় শ্রেণীর বা সমগণীয় শ্রেণীর বৈশিষ্ট্যগুলি
সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণির বৈশিষ্ট্যগুলি হল :
i) একই সমগণীয় শ্রেণির অন্তর্গত প্রতিটি যৌগ একটি সাধারণ সংকেতবিশিষ্ট এবং একই মৌল দ্বারা গঠিত।
ii) কোনো সমগণীয় শ্রেণির অন্তর্গত পরপর দুটি যৌগের আণবিক সংকেতে সর্বদা – CH2 পরমাণুপুঞ্জের পার্থক্য হয়।
iii) কোনো একটি নির্দিষ্ট সমগণীয় শ্রেণির অন্তর্ভুক্ত সবকটি যৌগে একই কার্যকরী মূলক থাকে। তাই এদের রাসায়নিক ধর্ম প্রায় একই।
iv) আণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে সমগণীয় শ্রেণির অন্তর্গত যৌগগুলির ভৌত ধর্ম( যেমন স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা) একটি নিয়মিত ক্রমে পরিবর্তিত হয়।
v) একই রাসায়নিক প্রক্রিয়ায় একটি সমগণীয় শ্রেণির প্রতিটি যৌগকে প্রস্তুত করা যায়।
সমগোত্রীয় শ্রেণী র তালিকা
নিচেই সমগোত্রীয় শ্রেণী এর একটি সুন্দর তালিকা দেওয়া হল
আরও পড়ুন:-
- তড়িৎ প্রবাহের তাপীয় ফল কাকে বলে | তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার | জুলের সূত্র Class10
- তড়িৎ বিশ্লেষণ (Electrolysis) কাকে বলে | জলের তড়িৎ বিশ্লেষণ বর্ণনা কর
- তড়িৎ চালক বল কাকে বলে ? এর একক কী? তড়িৎচালক বল ও বিভব প্রভেদের পার্থক্য
সমগোত্রীয় শ্রেণী বা সমগণীয় শ্রেণীর গুরত্ব
সমগোত্রীয় শ্রেণীর গুরুত্ব : কোনো সমগণীয় শ্রেণির অন্তর্গত যৌগগুলির প্রস্তুতি ও ধর্ম প্রায় একই হয় । তাই অসংখ্য জৈব যৌগকে কয়েকটি সমগণীয় শ্রেণিতে ভাগ করে প্রতিটি শ্রেণির একটি প্রতিনিধি স্থানীয় যৌগের প্রস্তুতি , ধর্ম আলোচনা দ্বারা শ্রেণিটির অন্যান্য যৌগ সম্পর্কে একটি সামগ্রিক ধারণা লাভ করা সম্ভব সুতরাং , সমগণীয় শ্রেণির অস্তিত্ব জৈব রসায়নের চর্চা অনেক সহজ করে দিয়েছে।
sonnibes bondhon sompokre bistarito boliyen please