hello বন্ধুরা আজ আমরা এসেছি ভৌতবিজ্ঞানে এর আবার একটি নতুন অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আজ আমরা এই পোস্ট এ আলোচনা করবো তরলের চাপ, তরলের ঘাত, চাপ ও ঘাতের সম্পর্ক, ইত্যাদি।
তরলের চাপ কাকে বলে?
তরলের চাপ (Pressure of liquid): তরলের মধ্যে কোনাে বিন্দুতে একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই ক্ষেত্রের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়ােগ করে, তাকেই ওই বিন্দুতে তরলের চাপ বলে।
ধরা যাক, প্রদত্ত চিত্রে P তরলের মধ্যে P একটি বিন্দু নিয়ে এর চারদিকে একক ক্ষেত্রফল কল্পনা তরলের ওপর প্রযুক্ত চাপ করা হল। ওই ক্ষেত্রের ওপর তরল যদি F বল প্রয়ােগ করে। তবে প্রদত্ত চাপ , P =F/A= F [ A = 1 ]।
- আর্কিমিডিসের নীতি ব্যাখা | আর্কিমিডিসের সূত্রের প্রয়োগ
- প্লবতা (Buoyancy) কাকে বলে | প্লবতার বৈশিষ্ট্য | প্লবতার সূত্র
- জলের ব্যতিক্রান্ত প্রসারণ কি? (Anomalous Expansion of water)
তরলের ঘাত বলতে কী বোঝ?
তরলের ঘাত (Thrust) : কোনাে তরলসংলগ্ন তলের ওপর তরলের দ্বারা লম্বভাবে প্রযুক্ত মােট বলকেই বলা হয় ওই তলে প্রযুক্ত ঘাত। অনুভূমিক তলে রাখা বস্তুর ক্ষেত্রে ওজনই হল , বস্তুটি যে অনুভূমিক তলে রাখা হয়েছে তার ওপর ওই বস্তু দ্বারা প্রযুক্ত ঘাতের পরিমাপ।
তরলের চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক কী ?
তরলের চাপ ও ঘাতের সম্পর্ক :
সংজ্ঞানুসারে ,
তরলের চাপ (P)
= প্রযুক্ত বল (F)/ক্ষেত্রফল (A)
= ঘাত (F)/ক্ষেত্রফল (A)
বা, ঘাত (F) = তরলের চাপ (P) x ক্ষেত্রফল (A)।
অর্থাৎ , ক্ষেত্রফলের মান ধ্রুবক হলে ঘাত চাপের সমানুপাতিক।
তরলের চাপ এর একক
CGS পদ্ধতিতে, তরলের চাপের একক ডাইন/সেমি2 (dyn/cm2)।
SI- তে একক নিউটন/মি2 (N/m2) বা পাস্কাল।
তরলের মধ্যে কোনাে বিন্দুতে তরলের চাপ এর রাশিমালা:
মনে করি, একটি পাত্রে d ঘনত্বের একটি তরল আছে। তরলের h গভীরতায় S একটি বিন্দু নেওয়া হল। S বিন্দুকে কেন্দ্র করে একটি ক্ষেত্রফল A কল্পনা করা হল। A ক্ষেত্রকে ভূমি ধরে তরলের উপরিতল পর্যন্ত একটি খাড়া স্তম্ভ কল্পনা করা হল যার দৈর্ঘ্য h।
এই তরলস্তম্ভের ওজনই হল A তলের ওপর প্রযুক্ত বল।
A তলে প্রযুক্ত বল h উচ্চতাবিশিষ্ট তরলস্তম্ভের ওজন
=তরলস্তম্ভের ভর × অভিকর্ষজ ত্বরণ
=তরলস্তম্ভের আয়তন × তরলের ঘনত্ব × অভিকর্ষজ ত্বরণ
= Ah×d×g [ : ভর = আয়তন × ঘনত্ব ]
A তলে প্রযুক্ত তরলের চাপ(P)
= তরলের দ্বারা প্রযুক্ত বল÷ক্ষেত্রফল
={Ah×d×g}÷A
= h×d×g
h গভীরতার কোনো বিন্দুতে তরলের চাপ = গভীরতা× ঘনত্ব×অভিকর্ষজ ত্বরণ।
তরলের ওপর প্রযুক্ত চাপ যেহেতু , তরলের উপরিস্থ বায়ুমণ্ডল তরলের উপর চাপ প্রদান করে , তাই তরলের মধ্যে h গভীরতায় মােট চাপ = বায়ুমণ্ডলীয় চাপ (P) + তরলস্তম্ভের দেওয়া চাপ(hdg)
তরলের চাপের বৈশিষ্ট্য (Properties of liquid Préssure) :
১) অভ্যন্তরে থাকা যে – কোনাে বিন্দুতে তরল উর্ধ্বচাপ , নিম্নচাপ ও পার্শ্বচাপ দেয়।
২) স্থির তরলের মধ্যে যে-কোনাে গভীরতায় অবস্থিত কোনাে বিন্দুতে চাপ সবদিকে সমান হয়।
৩) স্থির তরলের মধ্যে যে – কোনাে বিন্দুতে ওই তরলের ওপর দেওয়া চাপ বিন্দুটির গভীরতা (h) , তরলের ঘনত্ব (p) এবং সংশ্লিষ্ট স্থানের অভিকর্ষজ ত্বরণের ( g ) মানের ওপর নির্ভর করে।
৪) তরলের মধ্যে একই অনুভূমিক রেখায় বা তলে সব বিন্দুতে চাপ সমান হয়।
৫) আবদ্ধ পাত্রে স্থির তরলে প্রযুক্ত চাপ তরলের মধ্যে চতুর্দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং ওই চাপ তরলসংলগ্ন পাত্রের দেয়ালে লম্বভাবে ক্রিয়া করে । ।
Pingback: কোলয়েডীয় দ্রবণ | প্রকৃত দ্রবণ | প্রলম্বন কি? – Studious
Thoralar chap kisar upor nirvor khora