নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি Most 100 Important GK যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 100 টি General Knowledge দেওয়া আছে । আশা করি ( GK PDF In Bengali ) এই GK DOSE গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন।
➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf ৫১। প্রশ্ন : কার সময়ে ‘ রাওলাট আইন ’ পাশ হয়েছিল ? উত্তর : লর্ড চেমসফোর্ড । ৫২। প্রশ্ন : বাণভট্ট কার সভাকবি ছিলেন ? উত্তর : হর্ষবর্ধন । ৫৩। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য ? উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত । ৫৪। প্রশ্ন : হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ? উত্তর : পুষ্যভূতি । ৫৫। প্রশ্ন : সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের মাধ্যমে পরাজিত ও নিহত হয়েছিলেন ? উত্তর : দাহির । ৫৬। প্রশ্ন : কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মহম্মদ ঘােরীকে পরাজিত করেছিলেন ? উত্তর : পৃথ্বীরাজ চৌহান । ৫৭। প্রশ্ন : মহম্মদ ঘােরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন ? উত্তর : বখতিয়ার খিলজী । ৫৮। প্রশ্ন : ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ? উত্তর : নেপােলিয়ন বােনাপার্ট । ৫৯। প্রশ্ন : লােদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ? উত্তর : বহলুল লােদী । ৬০। প্রশ্ন : কোন গির্জাকে কেন্দ্র করে ‘ ক্রিমিয়ার যুদ্ধ ’ হয়েছিল ? উত্তর : জেরুজালেমের গ্রোটোর গির্জা । ৬১। প্রশ্ন : স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন ? উত্তর : ব্যাভেরিয়া রাজবংশের প্রথম অটো । ৬২। প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় তাদের প্রথম ঘাঁটি স্থাপন করে ? উত্তর : মসুলিপত্তন । ৬৩। প্রশ্ন : ১৯৩৭ সালে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর কখন তারা পদত্যাগ করে ? উত্তর : ১৯৩৯ । ৬৪। প্রশ্ন : ‘ পূর্ণ মানবতাবাদ ’এর সঙ্গে কে জড়িত ছিলেন ? উত্তর : মানবেন্দ্রনাথ রায় । ৬৫। প্রশ্ন : ‘ নাট্যাভিনয় আইন ’ কে পাশ করেছিলেন ? উত্তর : লিটন । ৬৬। প্রশ্ন : মােহনদাস করমচাদ গান্ধী তার ‘ কাইজার – ই – হিন্দ ’ পদক ফিরিয়ে দিয়েছিলেন কেন ? তুরস্কের প্রতি সুবিচার না করতে চাওয়া । ৬৭। প্রশ্ন : ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তেল পাওয়া যায় ? উত্তর : উত্তর পূর্ব অসমে । ৬৮। প্রশ্ন : গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হয় ? উত্তর : গােলাকার । ৬৯। প্রশ্ন : মের প্রদেশের কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে কী বলে ? উত্তর : উচ্চ অক্ষাংশ । ৭০। প্রশ্ন : ভাবরের দক্ষিণে জঙ্গলে ঢাকা জলাভূমিকে কী বলে ? তউত্তর : রাই । ৭১। প্রশ্ন : স্টিভেনসন স্ক্রিনের সাহায্যে কী করা হয় ? উত্তর : বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় । ৭২। প্রশ্ন : তির্যক বালিয়াড়ির আরেক নাম কী ? উত্তর : বারখন । ৭৩। প্রশ্ন : বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ , ঝড় – ঝঞ্জা ইত্যাদি সৃষ্টি হয় ? উত্তর : ট্রপপাস্ফিয়ার । ৭৪। প্রশ্ন : শাল , সেগুন , চন্দন ইত্যাদি গাছ কী জাতীয় বনভূমির অন্তর্গত ? উত্তর : পর্ণমােচী বনভূমি । ৭৫। প্রশ্ন : কালবৈশাখীর সময় উত্তর – পশ্চিম আকাশে কী মেঘ দেখা যায় ? উত্তর : কিউমুলাে – নিম্বাস । আরও পড়ুন ……………… Current Affairs In Hindi ( 02 February 2022 ) Current Affairs In Hindi ( 03 February 2022 ) Current Affairs In Hindi ( 04 February 2022 ) Current Affairs In Hindi (05 February 2022) Class 9 Physical Science Model Activity Task January 2022 SSC GD Question Paper 2021 In Hindi केन्द्र सरकार द्वारा घोषित कुछ योजनाएँ २०१४-२०१६ ৭৬। প্রশ্ন : জার্মানির ‘ ব্ল্যাক ফরেস্ট ’ কী জাতীয় পর্বত ? উত্তর : ধ্রুপ পর্বত । ৭৭। প্রশ্ন : কোন মৃত্তিকায় ধাতব উপাদান বেশি থাকে ? উত্তর : পার্বত্য মৃত্তিকায় । ৭৮। প্রশ্ন : দক্ষিণ ভারতের সর্বোচচ পর্বতশৃঙ্গটির নাম কী ? উত্তর : আনাইমুদি । ৭৯। প্রশ্ন : ভারতের দীর্ঘতম খাল কোনটি ? উত্তর : ইন্দিরা গান্ধী খাল ( রাজস্থানে আছে ) । ৮০। প্রশ্ন : ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদের নাম কী ? উত্তর : চিল্কা । ৮১. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যাবুদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে । ( A ) ভারতের রাষ্ট্র পতি ( B ) লােকসভা ( C ) ভারতের প্রধান বিচারপতি ( D ) আইন কমিশন । ৮২. Hausla 2018 সম্পকীয় নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করাে – 1. It is an initiative of Ministry of Minority Affairs 2. It provides a platform to children living in Child Care Institutions ( CCls ) to showcase their skills . এই বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ? ( A ) কেবলমাত্র 1 ( B ) কেবলমাত্র 2 ( C ) 1 ও 2 উভয়ই ( D ) 1 বা 2 কোনােটিই নয় , ৮৩. অতি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক প্রকাশিত ‘ Ease of Doing Business Report 2019 ‘ অনুযায়ী ভারতের স্থান । ( A ) 67 তম ( B ) 77 তম ( C ) 87 তম ( D ) 100 তম ৮৪. PCA শব্দসংক্ষেপটি কী- মূল শব্দ বােঝায় ? ( A ) Public Current Account ( B ) Principles of Corporate Accounting ( C ) Prompt Corrective Action ( D ) Public Channel Agency ৮৫. Regional Comprehensive Economic Programme ( RCEP ) সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করাে । 1. It is an economic cooperation for the Chinaled free trade 2. It is a counter cooperation for the America led trans- Pacific partnership 3. In the countries involved in this cooperation Indian Professionals will have job market . E নিম্নলিখিত code ব্যবহার করে সঠিক উত্তর নির্দেশ করাে । ( A ) কেবলমাত্র 1 ও 2 ( B ) কেবলমাত্র 1 ও 3 ( C ) কেবলমাত্র 2 ও 3 ( D ) উপরের সবগুলি ৮৬. সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন , যখন থেকে ভারতীয় সংবিধান আরােপিত কার্যকর হয়েছিল ? ( A ) 15th August , 1947 ( B ) 24th July , 1948 ( C ) 20th January , 1951 ( D ) 26th January , 1950 ৮৭. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে ( লােকসভার টেবিলে ) উপস্থাপন করা নিম্নলিখিতগুলি – 1. Recommendations of Union Finance Commission ( কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি ) 2. Public Accounts Committee – 47 Report 3. Comptroller and Auditor General 43 report 4. National Scheduled Caste Commission – 45 Report Which of the statements given above is / are correct ? ( A ) কেবলমাত্র 1 ( B ) 2 ও 4 ( C ) 1 , 3 ও 4 ( D ) 1 , 2 , 3 ও 4 ৮৮. নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে – 63 – ‘ Agricultural Marketing and Farm Friendly Reforms Index ‘ ? ( A ) NITI Aayog ( B ) Ministry of Agriculture ( C ) Commission for Agricultural Costs and Prices ( CACP ) ( D ) কোনটিই নয় ৮৯. ‘ United Sovereign Bengal ‘ -97 advocate ( 75 CU একজন ছিলেন । ( A ) H.S. Surhawardi ( B ) Shyamaprasad Mukherjee ( C ) Maulana Abdul Kalam Azad- ( D ) উপরের কেউই নন । ৯০. সকল নাগরিকের কথা বলাও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article এ নিশ্চিত করা হয়েছে ? ( A ) Article 16 ( B ) Article 17 ( C ) Article 18 ( D ) Article 19 ৯১. ECF কী ? ( A ) Economic Capital Framework ( B ) Equity Cash Flow ( C ) Entity Concept Fund ( D ) উপরের কোনটিই নয় ৯২. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন করেছে ? ( A ) First Schedule ( B ) Second Schedule ( C ) Sixth Schedule ( D ) Seventh Schedule ৯৩. ভারতীয় সংবিধানের ৪6 নং সংশােধনে Directive Principle -এ পরিবর্তন করা হয়েছে । কোনটির জন্য ? ( A ) early childhood care and education for all children until they complete the age of six years ( B ) the state to provide free legal aid ( C ) encouraging village panchayats ( D ) prohibiting intoxicating drinks and drugs injurious to health ৯৪. কোন রাজ্যে- District Judge নিযুক্ত হন ? ( A ) Governor দ্বারা ( B ) High Court – এর প্রধান বিচারক দ্বারা । ( C ) রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা ( D ) রাজ্যের Advocate General দ্বারা । ৯৫. ভারতের রাষ্ট্র পতির ক্ষেত্রে অভিযােগ যায় । ( A ) পালামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ( B ) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ যৌথ অধিবেশনে । ( C ) লােকসভায় এককভাবে ( D ) রাজ্যসভায় এককভাবে ৯৬. নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর : Public Accounts এর উপর Parliamentary Committee 1. লােকসভায় 25 জন সদস্য -এর অধিক গঠিত হয় । 2. কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে public expenditure পরীক্ষা করে না । কোনরকম technical অনিয়ম আছে কিনা । জানার জন্য , উপরন্ত অথনৈতিক , স্বচ্ছতা , জ্ঞান ও যথার্থতা দেখার জন্যও পরীক্ষিত হয় 3. ভারতের Comptroller এবং Auditor General – এর রিপাের্ট পরীক্ষার জন্য উপরিউল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক ? ( A ) কেবলমাত্র 1 ( B ) 2 ও 3 ( C ) কেবলমাত্র 3 ( D ) 1 , 2 ও 3 ৯৭. নিম্মলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ? ( A ) রাষ্ট্রপতি ( B ) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের ( C ) রাজ্যপালের ( D ) ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য বা প্রধান বিচারকের ৯৮. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ? ( A ) পরিকল্পনা কমিশন ( B ) আন্তঃরাজ্য কাউন্সিল ( C ) নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল ( D ) অর্থ কমিশন । ৯৯. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার- ( A ) একস্তরে ( B ) দ্বিস্তরে ( C ) তিনস্তরে ( D ) চারস্তরে । ১০০. ভারতীয় , সংবিধানের সংশােধনগুলির মধ্যে কোন সংশােধন লােকসভা ও রাজ্যে বিধানসভায় SC ও ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত আর অ্যাংলাে ভারতীয়দের প্রতিনিধি লােকসভায় ও রাজ্যে বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ? ( A ) 54 তম সংশােধন ( B ) 63 তম সংশােধন ( C ) 111 তম সংশােধন ( D ) 79 তম সংশােধন আশা করি এই ( GK PDF In Bengali ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই ( GK PDF In Bengali ) GK DOSE টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে ( GK PDF In Bengali ) এই PDF টির লিংক । তাই বেশি দেরি না করে PDF ( GK PDF In Bengali ) টি Download করে নিন। File Details : Name : Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali Language : Bengali Size : 225.4KB No of Page : 10/10 Download Link : Click Here For Download
Most 100 Important GK
১। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে ‘ পরমাণু টেক ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : নয়াদিল্লি । ২। প্রশ্ন : ভারতের কোন রাজ্য সরকার ‘ জিরাে ফেসিলিটি করিডর ’ ( ZFC ) চালু করেছে ? উত্তর : দিল্লি । ৩। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন রাজ্যে ৪৬২ তম ‘ কন্দুরি উৎসব ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : তামিলনাড়ু । ৪। প্রশ্ন : ২০১৯ সালে ‘ ইউএস চেম্বারস ইন্টারন্যাশনাল আইপি ইনডেক্স ’এ ভারতের স্থান কত ? উত্তর : ৩৬ । ৫। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে ‘ এশিয়া এলপিজি সামিট ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : নয়াদিল্লি । ৬। প্রশ্ন : ২০১৯ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ এশিয়া এলপিজি সামিট ’এর থিম কী ছিল ? উত্তর : এলপিজি – এনার্জি ফর লাইফ । ৭। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে ‘ এশিয়ান – ইন্ডিয়া যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : গুয়াহাটি । ৮। প্রশ্ন : ব্রিটিশ অভিনেতা আলবার্ট ফিম্নে জুনিয়র ( ৮২ বছর ) কবে মারা যান ? উত্তর : ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি । ৯। প্রশ্ন : ‘ Let’s Talk On Air : Conversations with Radio Presenters ‘ বইটির লেখক কে ? উত্তর : রাকেশ আনন্দ বক্সি । ১০। প্রশ্ন : ‘ কর্পোরেশন ব্যাঙ্ক ’এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে ? উত্তর : পি.ভি.ভারতী । ১১। প্রশ্ন : ‘ Law , Justice and Judicial Power – Justice PN Bhagwati’s Approach ‘ বইটির লেখক কে ? উত্তর : মুল চাদ শর্মা । ১২। প্রশ্ন : পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান উপদেষ্টা পদে কে যােগ দিতে চলেছেন ? উত্তর : রীনা মিত্র । ১৩। প্রশ্ন : ২০১৯ সালে ৬১ তম ‘ গ্র্যামি পুরস্কার ’এ কোন অ্যালবাম ‘ বছরের সেরা অ্যালবাম এর সম্মান পেল ? উত্তর : গােল্ডেন আওয়ার ( কেসি মুসগ্রেভস ) । ১৪। প্রশ্ন : কোন ভারতীয় ঐতিহাসিক ২০১৯ সালে ইজরায়েলের ‘ ড্যান ডেভিড পুরস্কার ’ পেলেন ? উত্তর : সঞ্জয় সুভ্রমনিয়াম । ১৫। প্রশ্ন : জাতীয় ইউনানি দিবস কবে পালিত হয় ? উত্তর : ১১ ফেব্রুয়ারি । ১৬। প্রশ্ন : ২০১৯ সালে ‘ জাতীয় ইউনানি দিবস ’এর থিম কী ছিল ? উত্তর : ইউনানি মেডিসিন ফর পাব্লিক হেলথ । ১৭। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন রাজ্যের কোন শহরে তৃতীয় ‘ স্বচ্ছ শক্তি ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : হরিয়ানার কুরুক্ষেত্র শহরে । ১৮। প্রশ্ন : ‘ হলং মডিউলার গ্যাস প্রসেসিং প্ল্যান্ট ’ ( HMGPP ) ভারতের কোন রাজ্যে আছে ? উত্তর : অসম । ১৯। প্রশ্ন : ২০১৯ সালে কোন দেশের কোন শহরে ‘ বিশ্ব সরকারি সম্মেলন ’ ( WGS ) অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই । ২০। প্রশ্ন : ২০১৯ সালে ‘ আকাদেমি অফ কানাডিয়ান সিনেমা টেলিভিশন ’এ কে ‘ জীবনকৃতি সম্মান ’ পেলেন ? উত্তর : ইন্দো – কানাডিয়ান চলচ্চিত্র পরিচালক দীপা মেহতা । ২১। প্রশ্ন : ২০১৯ সালে তাইল্যান্ডে অনুষ্ঠিত ‘ ইগাট কাপ ’এ ৪৮ কেজি বিভাগে কে সােনার পদক পেলেন ? উত্তর : ভারতীয় ভারােত্তোলক সাইখােম মীরাবাঈ চালু । ২২। প্রশ্ন : ২০১৯ সালে রঞ্জি ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হল ? উত্তর : বিদর্ভ ( সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে ) । ২৩। প্রশ্ন : ২০১৯ সালে ‘ বাংলাদেশ প্রিমিয়র লিগ ’এ কোন দল চ্যাম্পিয়ন হল ? উত্তর : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ( ঢাকা ডিনামাইটসকে ১৭ রানে হারিয়ে ) । ২৪। প্রশ্ন : কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা সম্প্রতি চিনের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘ লি নিং ’ এর সঙ্গে ৪ বছরের চুক্তি করলেন ? উত্তর : পুসারলা ভেঙ্কটা সিন্ধু ( চুক্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা ) । ২৫। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে নবম ‘ সিনিয়র উওমেনস হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : হরিয়ানার হিসার শহরে । ২৬। প্রশ্ন : ২০১৯ সালে ‘ সিনিয়র জাতীয় পুরুষ হকিতে ’ কোন দল চ্যাম্পিয়ন হল ? উত্তর : রেলওয়ে স্পাের্টস প্রমােশন বাের্ড ( পঞ্জাবকে ৩-২ গােলে হারিয়ে ) । ২৭। প্রশ্ন : ২০১৯ সালে তাই ল্যান্ডে অনুষ্ঠিত ‘ ইগাট কাপ আন্তর্জাতিক ভারােত্তোলক চ্যাম্পিয়নশিপ ’এ ৬৭ কেজি বিভাগে কে রুপপার পদক পেলেন ? উত্তর : ভারতের জেরেমি লালরিননুঙ্গা । ২৮। প্রশ্ন : ইংল্যান্ডের কোন প্রাক্তন মিডফিল্ডারের মূর্তি বসতে চলেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির স্টেডিয়ামে ? উত্তর : ডেভিড রবার্ট জোসেফ বেকহ্যাম ( মেজর সকার লিগ’এ খেলা প্রথম কোনাে ফুটবলারের মূর্তি বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ) । ২৯। প্রশ্ন : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেরা পারফরমার হিসাবে ২০১৯ সালে ‘ অ্যালান বর্ডার ’ পুরস্কার পেলেন কে ? উত্তর : প্যাট জেমস কামিন্স । ৩০। প্রশ্ন : ইংল্যান্ডের সর্বকালের সেরা গােলরক্ষক গর্ডন ব্যাঙ্কস ( ৮১ বছর ) কবে মারা যান ? উত্তর : ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি । ৩১। প্রশ্ন : বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ? উত্তর : হাইড্রোজেন । ৩২। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কী ? উত্তর : বক্সাইট । ৩৩। ‘ ক্লোরােফর্ম ’এর রাসায়নিক নাম কী ? উত্তর : ট্রাইক্লোরােমিথেন । ৩৪। প্রশ্ন : ‘ ডি.এন.এ ’এর গঠন কারা আবিষ্কার করেন ? উত্তর : জেমস ডেওয়ে ওয়াটসন ও ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক । ৩৫। প্রশ্ন : মানব হৃদপিণ্ডে ক’টি চেম্বার বা , প্রকোষ্ঠ থাকে ? উত্তর : ৪ টি । ৩৬। প্রশ্ন : মানবদেহের একক বৃহত্তম অঙ্গের নাম কী ? উত্তর : ত্বক । ৩৭ । মানবদেহে কতগুলি ক্রোমােজোম থাকে ? উত্তর : ৪৬ টি । ৩৮। প্রশ্ন : রক্ততঞ্চনের জন্য কোন প্রােটিন দায়ী ? উত্তর : ফাইব্রিনােজেন । ৩৯। প্রশ্ন : প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কী মিশানাে হয় ? উত্তর : সালফার । ৪০। প্রশ্ন : নক্ষত্রের আলাে মিটমিট করে কেন ? উত্তর : অপবর্তন । ৪১। প্রশ্ন : বন্ধ ঘরে কাঠকয়লা বা , গ্যাসস্টোভ ব্যবহার করতে নিষেধ করার কারণ কী ? উত্তর : কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে । ৪২। প্রশ্ন : কোনাে সাঁতারু সাধারণ জলের থেকে সমুদ্র জলে সাঁতার কাটতে সুবিধাজনক মনে করেন কেন ? উত্তর : সমুদ্রের জলের ঘনত্ব বেশি । ৪৩। প্রশ্ন : দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ? উত্তর : ল্যাকটোমিটার । ৪৪। প্রশ্ন : ‘ ত্বরণ ’ বলতে কী বােঝায় ? উত্তর : গতি পরিবর্তনের হার । ৪৫। প্রশ্ন : পেট্রোলের প্রধান উপাদান কী ? উত্তর : অক্টেন । ৪৬। প্রশ্ন : ওজন গ্যাসের অণুতে ক’টি পরমাণু থাকে ? উত্তর : ৩ টি । ৪৭। প্রশ্ন : কোন ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন অপসারিত করে ? উত্তর : তামা । ৪৮। প্রশ্ন : ভারতের প্রথম ভাইসরয়ের নাম কী ? উত্তর : লর্ড ক্যানিং । ৪৯। প্রশ্ন : ভারতে কে প্রথম সংবাদপত্র চালু করেন ? উত্তর : জেমস হিকি । ৫০। প্রশ্ন : সিন্ধু সভ্যতার লােকেরা কোন ধাতুর ব্যবহার জানতাে না ? উত্তর : লােহা । আরও পড়ুন ………………➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf ৫১। প্রশ্ন : কার সময়ে ‘ রাওলাট আইন ’ পাশ হয়েছিল ? উত্তর : লর্ড চেমসফোর্ড । ৫২। প্রশ্ন : বাণভট্ট কার সভাকবি ছিলেন ? উত্তর : হর্ষবর্ধন । ৫৩। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য ? উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত । ৫৪। প্রশ্ন : হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ? উত্তর : পুষ্যভূতি । ৫৫। প্রশ্ন : সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের মাধ্যমে পরাজিত ও নিহত হয়েছিলেন ? উত্তর : দাহির । ৫৬। প্রশ্ন : কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মহম্মদ ঘােরীকে পরাজিত করেছিলেন ? উত্তর : পৃথ্বীরাজ চৌহান । ৫৭। প্রশ্ন : মহম্মদ ঘােরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন ? উত্তর : বখতিয়ার খিলজী । ৫৮। প্রশ্ন : ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ? উত্তর : নেপােলিয়ন বােনাপার্ট । ৫৯। প্রশ্ন : লােদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ? উত্তর : বহলুল লােদী । ৬০। প্রশ্ন : কোন গির্জাকে কেন্দ্র করে ‘ ক্রিমিয়ার যুদ্ধ ’ হয়েছিল ? উত্তর : জেরুজালেমের গ্রোটোর গির্জা । ৬১। প্রশ্ন : স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন ? উত্তর : ব্যাভেরিয়া রাজবংশের প্রথম অটো । ৬২। প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় তাদের প্রথম ঘাঁটি স্থাপন করে ? উত্তর : মসুলিপত্তন । ৬৩। প্রশ্ন : ১৯৩৭ সালে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর কখন তারা পদত্যাগ করে ? উত্তর : ১৯৩৯ । ৬৪। প্রশ্ন : ‘ পূর্ণ মানবতাবাদ ’এর সঙ্গে কে জড়িত ছিলেন ? উত্তর : মানবেন্দ্রনাথ রায় । ৬৫। প্রশ্ন : ‘ নাট্যাভিনয় আইন ’ কে পাশ করেছিলেন ? উত্তর : লিটন । ৬৬। প্রশ্ন : মােহনদাস করমচাদ গান্ধী তার ‘ কাইজার – ই – হিন্দ ’ পদক ফিরিয়ে দিয়েছিলেন কেন ? তুরস্কের প্রতি সুবিচার না করতে চাওয়া । ৬৭। প্রশ্ন : ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তেল পাওয়া যায় ? উত্তর : উত্তর পূর্ব অসমে । ৬৮। প্রশ্ন : গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হয় ? উত্তর : গােলাকার । ৬৯। প্রশ্ন : মের প্রদেশের কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে কী বলে ? উত্তর : উচ্চ অক্ষাংশ । ৭০। প্রশ্ন : ভাবরের দক্ষিণে জঙ্গলে ঢাকা জলাভূমিকে কী বলে ? তউত্তর : রাই । ৭১। প্রশ্ন : স্টিভেনসন স্ক্রিনের সাহায্যে কী করা হয় ? উত্তর : বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় । ৭২। প্রশ্ন : তির্যক বালিয়াড়ির আরেক নাম কী ? উত্তর : বারখন । ৭৩। প্রশ্ন : বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ , ঝড় – ঝঞ্জা ইত্যাদি সৃষ্টি হয় ? উত্তর : ট্রপপাস্ফিয়ার । ৭৪। প্রশ্ন : শাল , সেগুন , চন্দন ইত্যাদি গাছ কী জাতীয় বনভূমির অন্তর্গত ? উত্তর : পর্ণমােচী বনভূমি । ৭৫। প্রশ্ন : কালবৈশাখীর সময় উত্তর – পশ্চিম আকাশে কী মেঘ দেখা যায় ? উত্তর : কিউমুলাে – নিম্বাস । আরও পড়ুন ……………… Current Affairs In Hindi ( 02 February 2022 ) Current Affairs In Hindi ( 03 February 2022 ) Current Affairs In Hindi ( 04 February 2022 ) Current Affairs In Hindi (05 February 2022) Class 9 Physical Science Model Activity Task January 2022 SSC GD Question Paper 2021 In Hindi केन्द्र सरकार द्वारा घोषित कुछ योजनाएँ २०१४-२०१६ ৭৬। প্রশ্ন : জার্মানির ‘ ব্ল্যাক ফরেস্ট ’ কী জাতীয় পর্বত ? উত্তর : ধ্রুপ পর্বত । ৭৭। প্রশ্ন : কোন মৃত্তিকায় ধাতব উপাদান বেশি থাকে ? উত্তর : পার্বত্য মৃত্তিকায় । ৭৮। প্রশ্ন : দক্ষিণ ভারতের সর্বোচচ পর্বতশৃঙ্গটির নাম কী ? উত্তর : আনাইমুদি । ৭৯। প্রশ্ন : ভারতের দীর্ঘতম খাল কোনটি ? উত্তর : ইন্দিরা গান্ধী খাল ( রাজস্থানে আছে ) । ৮০। প্রশ্ন : ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদের নাম কী ? উত্তর : চিল্কা । ৮১. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যাবুদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে । ( A ) ভারতের রাষ্ট্র পতি ( B ) লােকসভা ( C ) ভারতের প্রধান বিচারপতি ( D ) আইন কমিশন । ৮২. Hausla 2018 সম্পকীয় নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করাে – 1. It is an initiative of Ministry of Minority Affairs 2. It provides a platform to children living in Child Care Institutions ( CCls ) to showcase their skills . এই বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ? ( A ) কেবলমাত্র 1 ( B ) কেবলমাত্র 2 ( C ) 1 ও 2 উভয়ই ( D ) 1 বা 2 কোনােটিই নয় , ৮৩. অতি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক প্রকাশিত ‘ Ease of Doing Business Report 2019 ‘ অনুযায়ী ভারতের স্থান । ( A ) 67 তম ( B ) 77 তম ( C ) 87 তম ( D ) 100 তম ৮৪. PCA শব্দসংক্ষেপটি কী- মূল শব্দ বােঝায় ? ( A ) Public Current Account ( B ) Principles of Corporate Accounting ( C ) Prompt Corrective Action ( D ) Public Channel Agency ৮৫. Regional Comprehensive Economic Programme ( RCEP ) সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করাে । 1. It is an economic cooperation for the Chinaled free trade 2. It is a counter cooperation for the America led trans- Pacific partnership 3. In the countries involved in this cooperation Indian Professionals will have job market . E নিম্নলিখিত code ব্যবহার করে সঠিক উত্তর নির্দেশ করাে । ( A ) কেবলমাত্র 1 ও 2 ( B ) কেবলমাত্র 1 ও 3 ( C ) কেবলমাত্র 2 ও 3 ( D ) উপরের সবগুলি ৮৬. সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন , যখন থেকে ভারতীয় সংবিধান আরােপিত কার্যকর হয়েছিল ? ( A ) 15th August , 1947 ( B ) 24th July , 1948 ( C ) 20th January , 1951 ( D ) 26th January , 1950 ৮৭. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে ( লােকসভার টেবিলে ) উপস্থাপন করা নিম্নলিখিতগুলি – 1. Recommendations of Union Finance Commission ( কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি ) 2. Public Accounts Committee – 47 Report 3. Comptroller and Auditor General 43 report 4. National Scheduled Caste Commission – 45 Report Which of the statements given above is / are correct ? ( A ) কেবলমাত্র 1 ( B ) 2 ও 4 ( C ) 1 , 3 ও 4 ( D ) 1 , 2 , 3 ও 4 ৮৮. নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে – 63 – ‘ Agricultural Marketing and Farm Friendly Reforms Index ‘ ? ( A ) NITI Aayog ( B ) Ministry of Agriculture ( C ) Commission for Agricultural Costs and Prices ( CACP ) ( D ) কোনটিই নয় ৮৯. ‘ United Sovereign Bengal ‘ -97 advocate ( 75 CU একজন ছিলেন । ( A ) H.S. Surhawardi ( B ) Shyamaprasad Mukherjee ( C ) Maulana Abdul Kalam Azad- ( D ) উপরের কেউই নন । ৯০. সকল নাগরিকের কথা বলাও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article এ নিশ্চিত করা হয়েছে ? ( A ) Article 16 ( B ) Article 17 ( C ) Article 18 ( D ) Article 19 ৯১. ECF কী ? ( A ) Economic Capital Framework ( B ) Equity Cash Flow ( C ) Entity Concept Fund ( D ) উপরের কোনটিই নয় ৯২. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন করেছে ? ( A ) First Schedule ( B ) Second Schedule ( C ) Sixth Schedule ( D ) Seventh Schedule ৯৩. ভারতীয় সংবিধানের ৪6 নং সংশােধনে Directive Principle -এ পরিবর্তন করা হয়েছে । কোনটির জন্য ? ( A ) early childhood care and education for all children until they complete the age of six years ( B ) the state to provide free legal aid ( C ) encouraging village panchayats ( D ) prohibiting intoxicating drinks and drugs injurious to health ৯৪. কোন রাজ্যে- District Judge নিযুক্ত হন ? ( A ) Governor দ্বারা ( B ) High Court – এর প্রধান বিচারক দ্বারা । ( C ) রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা ( D ) রাজ্যের Advocate General দ্বারা । ৯৫. ভারতের রাষ্ট্র পতির ক্ষেত্রে অভিযােগ যায় । ( A ) পালামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ( B ) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ যৌথ অধিবেশনে । ( C ) লােকসভায় এককভাবে ( D ) রাজ্যসভায় এককভাবে ৯৬. নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর : Public Accounts এর উপর Parliamentary Committee 1. লােকসভায় 25 জন সদস্য -এর অধিক গঠিত হয় । 2. কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে public expenditure পরীক্ষা করে না । কোনরকম technical অনিয়ম আছে কিনা । জানার জন্য , উপরন্ত অথনৈতিক , স্বচ্ছতা , জ্ঞান ও যথার্থতা দেখার জন্যও পরীক্ষিত হয় 3. ভারতের Comptroller এবং Auditor General – এর রিপাের্ট পরীক্ষার জন্য উপরিউল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক ? ( A ) কেবলমাত্র 1 ( B ) 2 ও 3 ( C ) কেবলমাত্র 3 ( D ) 1 , 2 ও 3 ৯৭. নিম্মলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ? ( A ) রাষ্ট্রপতি ( B ) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের ( C ) রাজ্যপালের ( D ) ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য বা প্রধান বিচারকের ৯৮. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ? ( A ) পরিকল্পনা কমিশন ( B ) আন্তঃরাজ্য কাউন্সিল ( C ) নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল ( D ) অর্থ কমিশন । ৯৯. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার- ( A ) একস্তরে ( B ) দ্বিস্তরে ( C ) তিনস্তরে ( D ) চারস্তরে । ১০০. ভারতীয় , সংবিধানের সংশােধনগুলির মধ্যে কোন সংশােধন লােকসভা ও রাজ্যে বিধানসভায় SC ও ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত আর অ্যাংলাে ভারতীয়দের প্রতিনিধি লােকসভায় ও রাজ্যে বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ? ( A ) 54 তম সংশােধন ( B ) 63 তম সংশােধন ( C ) 111 তম সংশােধন ( D ) 79 তম সংশােধন আশা করি এই ( GK PDF In Bengali ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই ( GK PDF In Bengali ) GK DOSE টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে ( GK PDF In Bengali ) এই PDF টির লিংক । তাই বেশি দেরি না করে PDF ( GK PDF In Bengali ) টি Download করে নিন। File Details : Name : Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali Language : Bengali Size : 225.4KB No of Page : 10/10 Download Link : Click Here For Download
Pingback: ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ – Studious
Pingback: বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF – Studious
Pingback: ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা পিডিএফ – Studious
Pingback: ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ – Studious
Pingback: ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ – Studious
Pingback: গুরুত্বপূর্ণ দিবস সমূহ তালিকা | Imporatant days and dates - Practice Set – Studious
Pingback: গুরুত্বপূর্ণ দিবস সমূহ তালিকা | Imporatant days and dates - Practice Set – Studious
Pingback: ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি - Historic treaty / agreement of India – Studious
Pingback: পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর - List of Riverside Towns – Studious
Pingback: পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম - List of Districts of West Bengal – Studious
Pingback: ভারতের সমস্ত প্রধানমন্ত্রীর নাম - India's All Prime Minister Name – Studious
Pingback: বিভিন্ন ধাতুর আকরিকের নাম - List of Metals and Their Ores – Studious
Pingback: সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম - CM List of India 2021 PDF – Studious
Pingback: সংবহন প্রশ্ন উত্তর - Circulation Related Questions Answer – Studious
Pingback: ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা – Studious
Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব - Festivals of different states of India – Studious
Pingback: FST 2nd Year Question Answer – Studious
Pingback: WBP Constable main exam gk question in bengali – Studious
Pingback: ভারতের রাষ্ট্রীয় প্রাণীর তালিকা - List of State Animals of India – Studious
Pingback: পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF – Studious
Pingback: processbuild48083.wixsite.comsdehnkys