Skip to content

পকেট ভেটো কি? (Pocket Veto)

All Questions Listপকেট ভেটো কি? (Pocket Veto)
Mohibul Staff asked 1 year ago
1 Answers
Rahul answered 1 year ago

রাষ্ট্রপতিকে কতদিনের মধ্যে বিলে সম্মতি দিতে হবে বা অসম্মতি জ্ঞাপন করতে হবে বা ফেরত দিতে হবে, সংবিধানে সে ব্যাপারে কোনো সময়সীমা ধার্য করা হয় নি। সুতরাং রাষ্ট্রপতি এই ভেটো প্রয়োগ করে অনির্দিষ্টকাল কোনো বিল আটকে দিতে পারেন। কিন্তু মন্ত্রীসভা শক্তিশালী হলে রাষ্ট্রপতির পক্ষে এটা করা সম্ভব নয়।

১৯৮৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জ্ঞানী জৈল সিং পোস্টাল বিল – এর ক্ষেত্রে পকেট ভেটো প্রয়োগ করেছিলেন।