Skip to content

মৌলিক কর্তব্য – Fundamental duties of Indian Citizen

ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য

ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য (Fundamental duties) অংশটি পূর্বতন সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত। ভারতের মূল সংবিধানে কোনো মৌলিক কর্তব্য গুলি(Fundamental duties) উল্লেখ ছিল না। সরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী 1976 খ্রিস্টাব্দে 42 তম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের জন্য এই কর্তব্যগুলি (Fundamental duties) যোগ করা হয়। ভারতীয় নাগরিকদের বিভিন্ন অসংবিধানিক ক্রিয়া কলাপ থেকে বিরত রাখতে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত করা হয়।  গুলি Non-justiciable অর্থাৎ পালন না করা আইনত দণ্ডনীয় অপরাধ নয়। প্রথমে 10 টি মৌলিক কর্তব্য (Fundamental duties)যোগ করা হয়। পরবর্তীকালে 2002 খ্রিস্টাব্দে আবারও যোগ করা হয়। বর্তমানে মোট মৌলিক কর্তব্যের সংখ্যা 11।

মৌলিক কর্তব্যের তালিকা

অনুচ্ছেদ 51A অনুসারে ভারতের প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য গুলি হল—

সংবিধান মান্য করা এবং সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠানসমূহ , জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন

স্বাধীনতা সংগ্রামের মহান আদর্শগুলি সযত্নে লালন ও অনুসরণ।

ভারতের সার্বভৌমত্ব , ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ।

দেশরক্ষা ও আহ্বান জানানো হলে জাতীয় সেবামূলক কার্যে যোগদান।

ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিক বিভিন্নতার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের মধ্যে সৌভ্রাতৃত্বের বিকাশ এবং নারীর সম্মানহানিকর প্রথাগুলির বিলোপসাধন।

জাতির মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যের মূল্যায়ন ও সংরক্ষণ।

বনভূমি , হ্রদ , নদী ও বন্যপ্রাণ-সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন।

বিজ্ঞানমনস্কতা, মানবিকতা, অনুসন্ধিৎসা ও সংস্কারধর্মী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন।

সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা পরিহার।

জাতির ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কার্যকলাপে উৎকর্ষ লাভ।

6-14 বছর বয়সি ছেলেমেয়েদের শিক্ষাদানের ব্যবস্থা করা ( 2002 খ্রিস্টাব্দের ৪6 তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই কর্তব্যটি যোগ করা হয় )।

আরও পড়ুন:

 

জাস্টিস ভার্মা কমিটি এবং মৌলিক কর্তব্য : ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের শিক্ষা দিতে 1999 খ্রিস্টাব্দে জাস্টিস ভার্মা কমিটি গঠন করা হয় । 2000 খ্রিস্টাব্দে এই কমিটি তার রিপোর্ট পেশ করে । সংবিধানের কার্যাবলি পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিশন 2002 খ্রিস্টাব্দে ভার্মা কমিশনের সুপারিশগুলির বাস্তবায়নের সুপারিশ করে।

মৌলিক কর্তব্য সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

1) মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

উত্তর: মৌলিক কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে।

2) মৌলিক কর্তব্য গুলি সংবিধানের কত নম্বর সংশোধনী অনুযায়ী গৃহীত হয়েছে।

উত্তর: সরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী 1976 খ্রিস্টাব্দে 42 তম সংবিধান সংশোধনের মাধ্যমে নাগরিকদের জন্য মৌলিক কর্তব্যগুলি (Fundamental duties)যোগ করা হয়।

3) মৌলিক কর্তব্য কয়টি?

উত্তর: মৌলিক কর্তব্যের সংখ্যা হলো 11 টি।

5) ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য এর উল্লেখ রয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ?

উত্তর: 51 নম্বর ধারা

6) বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কত ?

উত্তর: 11 টি

7) সংবিধানের মৌলিক কর্তব্য ধারণার অন্তর্ভুক্তির প্রধান কারণ কি ?

উত্তর: অসাংবিধানিক কার্যকলাপ সংযত করা ।

8) কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ধারণা অন্তর্ভুক্ত হয় ?

উত্তর: সরণ সিং কমিটি অনুযায়ী।

Covered Topics: মৌলিক কর্তব্যের উপর একটি টিিকা, What are the 11 Fundamental Duties?, Fundamental duties in India, Which Committee proposed to add Fundamental Duties in the Indian Constitution?,

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page