Skip to content

ভারতের গভর্নর জেনারেল, ভাইসরয় ও তাদের সময়কালের তালিকা

ভারতের বিভিন্ন গভর্ণর জেনারেল ও ভাইসরয় তালিকা

হ্যালো ভিজিটর, আজ আমরা আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা উপস্থাপন করছি ভারতের গভর্নর, গভর্নর জেনারেল ও ভারতের ভাইসরয় এর pdf টি। বিভিন্ন চাকরি পরীক্ষা যেমন wbcs, psc, ssc তে ভারতের গভর্ণর, গভর্নর জেনারেল, ও ভারতের ভাইসরয় ও তাদের সময়কাল এই বিষয় টি থেকে বিভিন্ন প্রশ্ন তুলে ধরে। উদাহরণ স্বরুপ বলা যেতে পারে,

ভারতের প্রথম গভর্নর জেনারেল কে?
ভারতের শেষ গভর্নর জেনারেল কে?
ভারতের প্রথম ভাইসরয় কে?
ভারতে শেষ ভাইসরয় কে? ইত্যাদি

 

ভারতের গভর্নর ও গভর্নর জেনারেল ও তাদের সময় কাল

ভারতের গভর্নর/গভর্নর জেনারেল সময়কাল
১। রবার্ট ক্লাইভ (বাংলার প্রথম গভর্নর) ১৭৫৬-১৭৬০ এবং ১৭৬৫-১৭৬৭
২। ওয়ারেন হেষ্টিং (বাংলার শেষ গভর্নর এবং বাংলার প্রথম গভর্নর জেনারেল) ( ১৭৭৪-১৭৮৫ )
৩। স্যার জন ম্যাক কারসন ( ১৭৮৫-৮৬ )
৪। লর্ড কর্নওয়ালিস ( ১৭৮৬-৯৩ )
৫। লর্ড ওয়েলেসলী ( ১৭৯৩-৯৮ )
৬। লর্ড কর্নওয়ালিস ( ১৮০৫ ) অস্থায়ী
৭। স্যার জন বার্লো ১৮০৫-১৮০৭
৮। আল অফ মিন্টো ( ১৮০৭-১৮১৩ )
৯। মার কুইস হেস্টিং (১৮১৩ – ১৮২৩)
১০। লর্ড আমহার্স্ট ১৮২৩-১৮২৮
১১। লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক (বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল) ( ১৮২৮-১৮৩৫ )
১২। লর্ড চালর্স মেটকাফ ( ১৮৩৬-১৮৪২ )
১৩। লর্ড অকল্যান্ড ( ১৮৩৬-১৮৪২ )
১৪। লর্ড এলেন বেরাে ( ১৮৪২-১৮৪৪ )
১৫। লর্ড হার্ডিজ্ঞ ( ১৮৪৪-১৮৪৮ )
১৬। লর্ড ডালহৌসী ( ১৮৪৮-১৮৫৬ )
১৭। লর্ড ক্যানিং ( প্রথম ভাইসরয় ও ভারতের শেষ গর্ভনর জেনারেল ) ( ১৮৫৬-৫৭ )

ভারতের ভাইসরয় ও তাদের সময়কাল

ভারতের ভাইসরয় সময়কাল
১। লর্ড ক্যানিং ( ভারতের প্রথম ভাইসরয়) ( ১৮৫৮-১৮৬২ )
২। লর্ড এলগিন ( ১৮৬২-১৮৬৩ )
৩। স্যার রবার্ট নেপিয়ার ( ১৮৬৩-১৮৬৪ )
৪। স্যার উইলিয়াস ডেনিসন ( ১৮৬৩-৬৪ )
৫। স্যার জন লরেন্স ( ১৮৬৪-৬৮ )
৬। লর্ড মেয়ো ( ১৮৬৯-১৮৭২ )
৭। স্যার জন স্ট্রাচি ( ১৮৭২ ) অস্থায়ী
৮। লর্ড লর্থব্রুক ( ১৮৭২-৭৬ )
৯। লর্ড লিটন ( ১৮৭৬-৮০ )
১০। লর্ড রিপন ( ১৮৮০-৮৪ )
১১। লর্ড ডাফরিন ( ১৮৮৪-৮৮ )
১২। লর্ড ল্যান্স ডাউন ( ১৮৮৮-৯৩ )
১৩। লর্ড এলগিন ( দ্বিতীয়) ( ১৮৯৪-৯৯ )
১৪। লর্ড কার্জন ( ১৮৯৯-১৯০৫ )
১৫। লর্ড অ্যাম্পাহিল ( ১৯০৪)
১৬। লর্ড মিন্টো ( ১৯০৫-১০ )
১৭। লর্ড হার্ডিঞ্জ ( ১৯১০-১৬ )
১৮। লর্ড চেমসফোর্ড ( ১৯১৬-২১ )
১৯। লর্ড রিডিং ( ১৯১৬-২১ )
২০। লর্ড লিটন ( ১৯২৫-২৬ )
২১। লর্ড আরউইন ( ১৯২৬-৩১ )
২২। লর্ড উইলিংডন ( ১৯৩১-৩৬ )
২৩। লর্ড লিনলিথগাে ( ১৯৩৬-৩৮ )
দ্বিতীয়বার ( ১৯৩৮-৪৩ )।
২৪। লর্ড ওয়েভেল ( ১৯৪৩-৪৭ )
২৫। লর্ড মাউন্টব্যাটেন ( ভারতের শেষ ভাইসরয়) ( ফ্রেবুয়ারি ১২, ১৯৪৭- আগষ্ট ১৫, ১৯৪৭)

স্বাধীন ভারতের গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গােপালাচারীর কার্যকাল ( ১৯৪৮-৫০ ) ১৯৫০ – এর ২৬ শে জানুয়ারী থেকে স্বাধীন ভারতের রাষ্ট্র প্রধানের উপাধি হয় রাষ্ট্রপতি । ডঃ রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ।

আরও পড়ুন:

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page