Skip to content

ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর

  • by
ভারতের স্বাধীনতা সংগ্রাম

আজ আমরা আলোচনা করবো ইতিহাসের “ভারতের স্বাধীনতা সংগ্রাম” অধ্যায় থেকে কিছু গুরুত্তপূর্ণ mcq প্রশ্ন যেগুলি বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভবনা খুব বেশি। ভারতের স্বাধীনতা সংগ্রাম অধ্যায় থেকে নির্বাচিত প্রশ্ন গুলি হল——-

1857 সালের বিদ্রোহের মূল কেন্দ্র কোথায় ছিল?- দিল্লি,কানপুর, বেরেলী, বিহারের আরা।

দিল্লিতে সিপাহী বিদ্রোহ বিদ্রোহীদের সেনাপতি কে ছিলেন?- বখত খান।

সিপাহী বিদ্রোহ কাকে সম্রাট বলে ঘোষণা করেন?- দ্বিতীয় বাহাদুর শাহ।

দ্বিতীয় বাহাদুর শাহ এর পরিবার এর মধ্যে কারা ইংরেজদের সঙ্গে যোগাযোগ রাখতেন?- দ্বিতীয় বাহাদুর শাহ এর স্ত্রী বেগম জিনৎ মহল ও ছেলেরা।

কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন?- নানাসাহেব।

নানা সাহেবের অনুচর আজিমুল্লাহ কিসের নিপুন ছিলেন?- রাজনৈতিক প্রচারে।

মুসলিম লীগ কোথায় কোন বছর পাকিস্তান প্রস্তাব ঘোষণা করেন?- মুসলিম লীগের লাহোর অধিবেশনের, 1940 সাল।

ভারতের স্বাধীনতা সংগ্রাম

ক্রিপস মিশন ভারতে আসেন কবে?- 1942 সালে 23 শে মার্চ।

স্বাধীনতার আগে অন্তবর্তী সরকার কোন বছর তৈরি হয়?- 1946 সালে।

স্বাধীনতা সংগ্রাম লাভের সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন?- জে পি কৃপালিনী।

সুভাষচন্দ্র বসু কবে ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে ফরওয়ার্ড ব্লক গড়ে তোলেন?- 1939 সালে 3 মে।

ক্যাবিনেট মিশনের সুপারিশ কবে ঘোষিত হয়?- 1946 সালে।

কী উদ্দেশ্যে ব্রাহ্মসমাজ গড়ে তোলা হয়?-  একেশ্বরবাদ প্রচারের জন্য।

1931 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকের পরে জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকারের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়?- গান্ধী-আরউইন চুক্তি।

নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে মহানিষ্ক্রমণ করেন ?- 1941 সালে।

কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা ঘোষণা হয়?- লাহোর অধিবেশন 1929 সালে।

কোন নেতাকে লাল কুর্তা নেতা বলা হয়?- খান আবদুল গফফর খান।

কোন সময়কাল কে গণবিদ্রোহের যুগ বলা হয়? 1920 – 1947 সাল পর্যন্ত সময়কালকে।

মাউন্টব্যাটেন কবে ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেন – 1947 জুন মাসে।

বরদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন?- সরদার বল্লভ ভাই প্যাটেল।

সর্বোদয় আন্দোলন কে শুরু করে?- মোহনদাস করমচাঁদ গান্ধী।

“সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি” প্রতিষ্ঠা কে?-  গোপালকৃষ্ণ গোখলে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যথাযথ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ সরকার কাকে “কেশরি হিন্দ”  পদক দিয়েছিলেন?- মোহনদাস করমচাঁদ গান্ধীকে।

হান্টার কমিশন কোন ঘটনার তদন্তের জন্য তৈরি হয়েছিল?- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা স্নাতক যিনি কংগ্রেসের অধিবেশনে ভাষণ দিয়েছিলেন তার নাম কি?- কাদম্বিনী গাঙ্গুলী।

কাদম্বিনী গাঙ্গুলী কোন কলেজ থেকে স্নাতক পাস করেন?- বেথুন কলেজ।

কোন বছর বেথুন কলেজ তৈরি হয়েছিল?- 1949 সালে।

বেথুন  কলেজ প্রতিষ্ঠা করেন- এলিয়ট ড্রিংক ওয়াটার বেথুন।

গান্ধীজীর লবণ সত্যাগ্রহের চূড়ান্ত লক্ষ্য কী ছিল?- ভারতের জন্য পূর্ণ স্বরাজ আদায়।

বেঙ্গলি প্রতিকার পত্রিকার সম্পাদক কে ছিলেন?- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

1905 সালে বেঙ্গল ন্যাশনাল কলেজ এন্ড স্কুল এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন?- অরবিন্দ ঘোষ।

কোন বছর নীল বিদ্রোহ সংঘটিত হয়?- 1959 সালে।

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কাকে বাংলার মুকুটহীন রাজা বা “সারেন্ডার নট” বলা হয়?- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষিতে অভিনব ভারত মেলা কি?- একটি বিপ্লবাত্মক কাব্যগ্রন্থ।

প্রথম নৌ বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেই জাহাজের নাম কি?- তালওয়ার।

ভারতের প্রথম প্রকাশিত ইংরেজি সংবাদপত্র কে প্রকাশ করেন?- জেমস অগাস্টাস হিকি।

কোন শিক্ষা কমিশন ভারতে ইংরেজি শিক্ষার “ম্যাগনাকার্টা” নামে পরিচিত?- উডের ডেসপ্যাচ।

বালগঙ্গাধর তিলককে কে “ফাদার অফ ইন্ডিয়ান এন্ড রেস্ট” বলে অভিহিত করেন?- ভ্যালেন্টাইন চিরল।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন?- বদরুদ্দীন তায়েবজি।

“ধুন্ধু পন্থ”  ইতিহাসে কি নামে পরিচিত?- নানাসাহেব।

জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী আন্দোলন সিদ্ধান্ত গৃহীত হয়?- কলকাতা অধিবেশনে হাজার 1906 সালে।

ইংল্যান্ডে অধিকারীদের হত্যার অভিযোগে কোন দুজন ভারতীয় দের ফাঁসি হয়?- মদন লাল ধিংরা ও উধম সিং।

উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ব্রাসেলস অধিবেশন কোন বছর অনুষ্ঠিত হয়?- 1960 সালে।

লাহোর ষড়যন্ত্র মামলার সঙ্গে কার নাম যুক্ত ছিল?- শুকদেব।

খুদাই-খিদমতগার দলের প্রতিষ্ঠাতা কে?- খান আবদুল গফফর খান।

আজমল হাকিম খান কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন?- আহমেদাবাদ অধিবেশনে 1921 সালে।

গান্ধীজীর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত দান্ডি স্থানটি গুজরাটের কোন জেলায় অবস্থিত?- নৌসারি জেলায়।

মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?- সলিমুল্লাহ।

“ইন্ডিয়া ডিভাইডেড” গ্রন্থের লেখক কে?- রাজেন্দ্র প্রসাদ।

শ্যামাপ্রসাদ মুখার্জী কোথায় মারা যায়?- শ্রীনগরে।

কোন কর্মসূচির মাধ্যমে আইন অমান্য আন্দোলন শুরু হয়?- লবণ অমান্য আন্দোলন।

“Economic Drain Theory” গ্রন্থের প্রবক্তা কে ছিলেন?- দাদাভাই নওরোজি।

কোন ব্রিটিশ অফিসর রাজস্ব নির্ধারণের বিখ্যাত ছিলেন?- ওয়ারেন হেস্টিংস।

বিহারের সংগৃহীত কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন?- স্বামী সহজানন্দ।

রায়তওয়ারি প্রথা প্রথম কোথায় কার্যকরী হয়?- চেন্নাই, মুম্বাই।

ভিভি গীরি, দেওয়ান চমনলাল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?- শ্রমিক আন্দোলন।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?- অ্যালান অক্টোভিয়ান হিউম।

ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে কোথায় হয়েছিল?- 1858 সালের 28 থেকে 31 শে ডিসেম্বর মাত্র 72 জন প্রতিনিধি কে নিয়ে পুনাই।

আরও পড়ুন : Top 50 answer question set for Railway Group-D in Bengali

ভারতের মোট জাতীয় আয় বের করার পদ্ধতি পথপ্রদর্শক কে?- দাদাভাই নওরোজি।

জাতীয়তাবাদের প্রচারে al-hilal সংবাদপত্রটি প্রকাশ কে শুরু করেন?- আব্দুল কালাম আজাদ।

ব্রিটিস্ হাউস অফ কম্মন্স এর প্রথম নির্বাচিত ভারতীয় সদস্য কে?- দাদাভাই নওরোজি।

1854 সালের স্যার চার্লস উডের ডেসপ্যাচ কোনটি সঙ্গে সম্পর্কিত ছিল- শিক্ষাসংক্রান্ত সংস্কার।

ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর বিভাজন ঘটে?- সুরাট অধিবেশন 1907 খ্রিস্টাব্দে।

ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থী দল মিশে যায়?- লক্ষৌ অধিবেশনে 1916 সালে।

চম্পারন জেলার সদর শহর এর নাম কি ছিল?’-
মতিহারি।

মোহনদাস করমচাঁদ গান্ধী কবে “নিখিল ভারত হিন্দু সাহিত্য সম্মেলন” এর অধিবেশনে সভাপতিত্ব করেন?- 1918 সাল।

1918 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে কে সভাপতিত্ব করেন?- ব্যারিস্টার সৈয়দ হাসান ইমাম।

ব্রিটিশ আমলে ভারত সচিব পদটি আসলে কোন মর্যাদার ছিল?- ব্রিটিশ পার্লামেন্ট কে ভারতের জন্য ভারপ্রাপ্ত মন্ত্রী।

ভারতবর্ষে যথার্থ রাজনৈতিক আন্দোলন কবে শুরু হয় হাজার- 1917 সালে।

হোমরুল লীগের উদ্দেশে ভারতবর্ষে স্বায়ত্তশাসনের দাবিতে প্রথম কোন রাজনৈতিক দল আন্দোলন শুরু করে?- অ্যানি বেসান্ত হোমরুল লীগ, 1917 সালে।

ভারতের স্বায়ত্তশাসন দেওয়ার কথা প্রথম কে ঘোষণা করেন?- ভারত সচিব মন্ত্রী মন্টেগু।

সরদার বল্লভ ভাই প্যাটেলের জন্মভূমি কোথায়?’- গুজরাটের কামসদেও গ্রামে। 

যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন এবং pdf টি পেতে নীচেই click করুন —-

File name: ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন ও উত্তর.pdf

File Size: 345 KB

Get the link here: CLICK HERE