নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি General Knowledge For West Bengal Police যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি General Knowledge দেওয়া আছে। আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই General Knowledge Practice Set টির উত্তর রয়েছে Option গুলির মধ্যে ।
General Knowledge For West Bengal Police
১. ‘ রাজতরঙ্গিনী ’ র রচয়িতা কে ?
( a ) কৌটিল্য
( b ) কলহন
( c ) মেগাস্থিনিস
( d ) বানভট্ট
২. কোন গুপ্ত সম্রাট ‘ শকারি ’ উপাধি গ্রহণ করেন ?
( a ) প্রথম চন্দ্রগুপ্ত
( b ) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
( c ) সমুদ্রগুপ্ত
( d ) স্কন্দগুপ্ত
৩. পেরিয়ার অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত ?
( a ) পশ্চিমবঙ্গ
( b ) উত্তরাঞ্চল
( c ) কেরল
( d ) মধ্যপ্রদেশ
৪. কোন পরিবর্তনটি মােমবাতির দহনে ঘটে ?
( a ) ভৌত পরিবর্তন
( b ) রাসায়নিক পরিবর্তন
( c ) ভৌত ও রাসায়নিক পরিবর্তন
( d ) এদের কোনােটিই নয়
৫. বেরিবেরি রােগ কোন ভিটামিনের অভাবে হয় ?
( a ) ভিটামিন B1
( b ) ভিটামিন K
( c ) ভিটামিন C
( d ) ভিটামিন D
৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থার ( WHO ) নির্দেশিকা অনুযায়ী পানীয় জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
( a ) 0.01 mg / litre
( b ) 0.1 mg / litre
( c ) 0.001 mg / litre
( d ) 1 mg / litre
৭. এশিয়াটিক সােসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
( a ) উইলিয়াম জোনস
( b ) ম্যাক্স মুলার
( c ) জেমস প্রিন্সেপ
( d ) রাজেন্দ্রলাল মিত্র
৮. বৃক্কের গঠনগত ও কার্যগত একক কে কী বলে ?
( a ) নেফ্রিডিয়া
( b ) নেফ্রন
( c ) নিউরােন
( d ) ম্যাল – পিজিয়ান নালিকা
৯. কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল ?
( a ) আকবর
( b ) জাহাঙ্গীর
( c ) শাহজাহান
( d ) ঔরঙ্গজেব
১০. দ্রোণাচার্য পুরস্কার যে বিষয়ে পারদর্শিতার জন্য দেওয়া হয় তার নাম কী ?
( a ) তীরন্দাজী
( b ) কুস্তি
( c ) ক্রীড়া প্রশিক্ষণ
( d ) মুষ্টিযুদ্ধ
১১. দিল্লির কোন সুলতান বাজার ও মূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করেন ?
( a ) ইলতুৎমিস
( b ) বলবন
( c ) আলাউদ্দিন খিলজি
( d ) মহম্মদ বিন তুঘলক
১২. যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হল-
( a ) নাইট্রোজেন
( b ) হাইড্রোজেন
( c ) হিলিয়াম
( d ) নিয়ন
১৩. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
( a ) অ্যানি বেসান্ত
( b ) সরােজিনী নাইডু
( c ) নেলি সেনগুপ্ত
( d ) অরুণা আসফ আলি
১৪. নর্মদা নদীর উৎপত্তি কোন পর্বত থেকে ?
( a ) সাতপুরা
( b ) মহাদেব পাহাড়
( c ) অমরকন্টক
( d ) মহেন্দ্রগিরি
১৫. ব্যাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরম্যালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায় ?
( a ) ক্লোরােফর্ম
( b ) বেঞ্জিন
( c ) ফেনল
( d ) ন্যাপথলিন
১৬. ভারতে কোন শস্য সর্বাধিক পরিমাণ জমিতে চাষ করা হয় ?
( a ) গম
( b ) ধান
( c ) আখ
( d ) তুলা
১৭. সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত ?
( a ) হিমালয়
( b ) কারাকোরাম
( c ) শিবালিক
( d ) সিঙ্গালিলা
১৮. উত্তরপ্রদেশের রাজধানীর নাম কী ?
( a ) এলাহাবাদ
( b ) বেনারস
( c ) পাটনা
( d ) লক্ষৌ
১৯. ভারতের সংবিধান কার্যকরী হয় কত সালে ?
( a ) 26 শে জানুয়ারি , 1950
( b ) 15 ই আগস্ট , 1947
( c ) 26 শে নভেম্বর , 1949
( d ) 15 ই জুন , 1952
২০. ভারতে কোন রাজ্যের উপকূলরেখা দীর্ঘতম ?
( a ) গুজরাট
( b ) অন্ধ্রপ্রদেশ
( c ) কেরল
( d ) ওড়িশা
২১. C.GS. পদ্ধতিতে বরফ গলনের লীন তাপ কত ?
( a ) 540 ক্যালরি / গ্রাম
( b ) 250 ক্যালরি / গ্রাম
( c ) 100 ক্যালরি / গ্রাম
( d ) 80 ক্যালরি / গ্রাম
২২. ডুরাণ্ড কাপ নিম্নের কোন খেলার সাথে যুক্ত ?
( a ) ক্রিকেট
( b ) টেনিস
( c ) হকি
( d ) ফুটবল
২৩. যার উপর ক্লোরিন চালনা করে ব্লিচিং পাউডার তৈরি হয় , তার নাম কী ?
( a ) ক্যালসিয়াম কার্বনেট
( b ) ম্যাগনেসিয়াম কার্বনেট
( c ) ক্যালসিয়াম হাইড্রক্সাইড
( d ) ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড
২৪. পলিপেপটাইড শৃঙ্খল হল –
( a ) অ্যামিনাে অ্যাসিড গ্রুপের শৃঙ্খল
( b ) ফসফেট গ্রুপের শৃঙ্খল
( c ) পলিইথিলিন গ্রুপের শৃঙ্খল
( d ) পলিএস্টার গ্রুপের শৃঙ্খল
২৫. ‘ ডাবল ফল্ট ’ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
( a ) টেনিস
( b ) ফুটবল
( c ) ক্রিকেট
( d ) হকি
আরও পড়ুন ………………
➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
২৬. রাজ্যসভার সভাপতি হলেন কে ?
( a ) প্রধানমন্ত্রী
( b ) উপ – রাষ্ট্রপতি
( c ) লােকসভার অধ্যক্ষ
( d ) রাষ্ট্রপতি
২৭. ভারতের সুপ্রীম কোর্ট , বিচারিক পুনর্বিবেচনার ক্ষমতা লাভ করেছে । কোন দেশের সংবিধান থেকে এই বৈশিষ্ট্যটি গ্রহণ করা হয়েছে ?
( a ) ব্রিটেন
( b ) আমেরিকা
( c ) সুইজারল্যান্ড
( d ) ফ্রান্স
২৮. নাইট্রোজেন ডাই – অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কী উৎপন্ন করে ?
( a ) HNO2
( b ) HNO3
( c ) HNO2 + HNO3
( d ) কোনােটিই নয়
২৯. কেলকার কমিটির প্রতিবেদনের বিষয় হল –
( a ) কৃষি ঋণ
( b ) শেয়ার বাজার কেলেঙ্কারি
( c ) ভারতের কর ব্যবস্থা
( d ) বহির্বাণিজ্য
৩০. নিম্নলিখিত কোন উপাদানটি কেবমাত্র RNA- তে থাকে ?
( a ) অ্যাডেনিন
( b ) গুয়ানিন
( c ) ইউরাসিল
( d ) সাইটোসিন
৩১. ‘ আনা কারেনিনা ’ নামক বিখ্যাত বইটির লেকক কে ?
( a ) ভিক্টর হুগাে
( b ) বরিস পস্তারনক
( c ) লুইস ক্যারল
( d ) লিও টলস্টয়
৩২. বেকিং সােডার রাসায়নিক সংকেত হল –
( a ) CaCl2
( b ) CaCO3
( c ) NaHCO3
( d ) Ca ( OH )2
৩৩. রাজ্যসভার সদস্যের আয়ুষ্কাল কত ?
( a ) 5 বছর
( b ) 2 বছর
( c ) 6 বছর
( d ) 4 বছর
৩৪. কোন বছরে ‘ সমাজতান্ত্রিক ’ শব্দটি প্রস্তাবনায় সংযােজিত হয়েছে ?
( a ) 1952
( b ) 1976
( C ) 1950
( d ) 1978
৩৫. দেশীয় সংবাদপত্র আইন ( Vernacular Press Act ) কে জারী করেন ?
( a ) লর্ড ডালহৌসি
( b ) লর্ড লিটন
( c ) লর্ড ওয়েলেসলি
( d ) লর্ড কার্জন
৩৬. প্রয়ােজনাতিরিক্ত জল যে প্রক্রিয়ায় উদ্ভিদের দেহ থেকে পরিত্যক্ত হয় তাকে কী বলে ?
( a ) শ্বসন
( b ) সালােকসংশ্লেষ
( c ) বাম্পমােচন
( d ) রেচন
৩৭. ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয় কারণ এর-
( a ) গলনাঙ্ক অতি উচ্চ
( b ) রােধাঙ্ক খুব বেশি
( c ) ঘনত্ব বেশি
( d ) কঠিনতা বেশি
৩৮. ভারতে কবে থেকে স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরােজগার যােজনা চালু হয়েছে ?
( a ) 1995
( b ) 1997
( c ) 1999
( d ) 2001
৩৯. নিম্নলিখিত কোন গ্যাসটি চুনজলকে ঘােলা করে ?
( a ) CO2
( b ) SO
( c ) CO2 এবং SO2 উভয়ই
( d ) CO
৪০. নেলাপু পাখিরালয়টি কোন রাজ্যে অবস্থিত ?
( a ) কর্নাটক
( b ) কেরলক্ষ
( c ) তামিলনাড়ু
( d ) অন্ধ্রপ্রদেশ
৪১. নরওয়ের রাজধানী কোনটি ?
( a ) ঘানা
( b ) অসলাে
( c ) হার্ন
( d ) লাওস
৪২. পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয় ?
( a ) মার্চ 1959
( b ) মার্চ 1951
( c ) মার্চ 1950
( d ) এপ্রিল 1953
৪৩. হীরাকুঁদ বাঁধ কোন নদীতে নির্মান করা হয়েছে ?
( a ) মহানদী
( b ) মহানন্দা
( c ) তুঙ্গভদ্রা
( d ) ঝিলম
৪৪. ‘ অর্থনীতি হল সম্পদের বিজ্ঞান ’ সজ্ঞাটি কে দিয়েছেন ?
( a ) রবিনস
( b ) জে এস মিল
( c ) এডাম স্মিথ
( d ) কেইনস
৪৫. সেন্ট্রাল ব্যুরাে অফ ইনভেস্টিগেশন ( CBI ) কবে প্রতিষ্ঠা হয় ?
( a ) 1963
( b ) 1964
( c ) 1965
( d ) 1966
৪৬. কোন ভারতীয় – আমেরিকান ব্যক্তিত্বকে ইউএনডিপি এর নতুন গুডউইল রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করা হয়েছে ?
( a ) কাল গেন
( b ) আল্পনা সিং
( c ) পদ্মা লক্ষ্মী
( d ) মিরা নায়ার
৪৭. ‘ স্বচ্ছ জরিপ 2019 ’ – এর নীরিখে কোন শহরটিকে পরিচ্ছন্ন শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে ?
( a ) ইন্দোর
( b ) মহীশুর
( c ) রায়পুর
( d ) আহমেদাবাদ
৪৮. কোন ভারতীয় সংস্থা স্কুল শিশুদের জন্য ‘ যুব বিজ্ঞানী ’ কার্যক্রম চালু করেছে ?
( a ) ইসরাে ( ISRO )
( b ) সি এস আই আর ( CSIR )
( c ) ডিআরডিও ( DRDO )
( d ) বি এ আর সি ( BARC )
৪৯. ভারত – বাংলাদেশ যৌথ সামরিক অনুশীলন ‘ সম্প্রীতি -2019’ কোন স্থানে শুরু করা হয়েছে ?
( a ) টাঙ্গাইল
( b ) হুললি
( c ) বরগুণা
( d ) সিলেট
৫০. 91 তম অস্কার পুরস্কার অনুষ্ঠানে কে সেরা প্রধান অভিনেতার খেতাব পেয়েছেন ?
( a ) রামি মালেক
( b ) উইলিয়াম ড্যাফো
( c ) স্পাইক লি
( d ) ব্র্যাডলি চার্লস কুপার
File Details :
Name : General Knowledge For West Bengal Police
Language : Bengali
Size : 197.5KB
No of Page : 7/7
Download Link : Click Here For Download
Pingback: wbp gk question answer 2021 – Studious