Skip to content

বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF

ভারতের বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনাম

বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF

 নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি বাংলা সাহিত্যের সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা | সাহিত্যিক ও তাঁদের ছদ্মনাম PDF সহ । যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে এই তালিকাটি বানানো হয়েছে। এই Topic টি থেকে প্রায় 1-2 টি প্রশ্ন এসে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায়। এটিকে সংগ্রহ করার জন্য পিডিএফ টির Download Link নিচে দেওয়া রয়েছে । তাই সময় নষ্ট না করে পিডিএফ টি Download করে নিন। 

সাহিত্যিক ও তাঁদের ছদ্মনাম
ছদ্মনাম লেখকের নাম ছদ্মনাম লেখকের নাম
পঞ্চানন ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কণিষ্ক রাম বসু
নবকুমার কবিরত্ন সত্যেন্দ্রনাথ দত্ত দিলদার সুজিত নাগ
অমিয়া দেবী অমৃতলাল বন্দ্যোপাধ্যায় বিবিদিষানন্দ / সচ্চিদানন্দ স্বামী বিবেকানন্দ
ত্রিলােচন কলমচি আনন্দ বাগচি পারাবত পরেশ ভট্টাচার্য
ইন্দ্রমিত্র অরবিন্দ গুহ অভয়ংকর ভবানী মুখােপাধ্যায়
বিজ্ঞান ভিক্ষু ললিত মুখােপাধ্যায় ব্যাঙাচি কাজী নজরুল ইসলাম
মহাস্থবির প্রেমাঙ্কুর আতর্থী হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
নীহারিকা দেবী অচিন্ত্য কুমার সেনগুপ্ত গৌড় মল্লার / চন্দ্রহাস শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
পাঁচু ঠাকুর পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় গ্রন্থকীট তারাপদ রায়
চিরঞ্জীব চিত্ত বিশ্বাস পঞ্চমুখ শক্তিপদ রাজগুরু
দীপক চৌধুরী নীহার ঘােষাল রসুল আলি অবন ঠাকুর
সমুদ্রগুপ্ত পূর্ণেন্দু পত্রী অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
কাকাবাবু প্রভাতকিরণ বসু বীরবল প্রমথ চৌধুরী
ময়ূখ চৌধুরী প্রসাদ রায় অ কৃ ব অজিত কৃষ্ণু বসু
বাণীকুমার বৈদ্যনাথ ভট্টাচার্য টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্র
বান্ধব উপাধ্যায় ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম রাজশেখর বসু
কমলাকান্ত /
দর্পনারায়ণ পুততুণ্ড
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নীললােহিত /
সনাতন পাঠক /
নীল উপাধ্যায়
সুনীল গঙ্গোপাধ্যায়
হুতােম প্যাঁচা কালিপ্রসন্ন সিংহ অপরাজিতা দেবী রাধারাণী দেবী
ভানুসিংহ /
আন্নাকালী পাকড়াশী
রবীন্দ্রনাথ ঠাকুর হরিবল্লভ দাস বিশ্বনাথ চক্রবর্তী
কালকূট / ভ্রমর সমরেশ বসু বাণভট্ট নীহাররঞ্জন গুপ্ত
জরাসন্ধ চারুচন্দ্র চক্রবর্তী বিকর্ণ নারায়ণ সান্যাল
যাযাবর বিনয় মুখােপাধ্যায় সত্যপীর সৈয়দ মুজতবা আলি
মৌমাছি বিমল ঘােষ কালপুরুষ সুবােধ ঘােষ
স্বপন বুড়াে অখিল নিয়ােগী অমিতাভ সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়
বিরূপাক্ষ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র শ্ৰীম মহেন্দ্রনাথ গুপ্ত
শ্ৰীনিরপেক্ষ অমিতাভ চৌধুরী দাদাঠাকুর শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উদয়ভানু প্রাণতােষ ঘটক দৃষ্টিহীন মধুসূদন মজুমদার
যুবনাশ্ব মণীশ ঘটক নীলকণ্ঠ দীপ্তেন্দ্র সান্যাল
প্র না বি প্রমথনাথ বিশী শঙ্কু মহারাজ জ্যোতির্ময় ঘােষদস্তিদার
ধনঞ্জয় বৈরাগী তরুণ রায় সুমিত্রা দেবী মহাশ্বেতা দেবী
রূপদর্শী গৌরকিশাের ঘােষ আবােল তাবােল সেন সজনীকান্ত দাস
চাণক্য সেন ভবানী সেনগুপ্ত মানিক বন্দ্যোপাধ্যায় প্রবােধকুমার বন্দ্যোপাধ্যায়
শ্রীপান্থ নিখিল সরকার অবধূত কালিকানন্দ মুখােপাধ্যায়
ভাস্কর জ্যোতির্ময় ঘােষ বনফুল বলাইচাঁদ মুখােপাধ্যায়
কালপেঁচা বিনয় ঘােষ শংকর মণিশংকর মুখােপাধ্যায়
বেদুইন দেবেশ চন্দ্র রায় সুনন্দ নারায়ণ গঙ্গােপাধ্যায়
বিক্রমাদিত্য অশােক গুপ্ত সত্যসুন্দর দাস মােহিতলাল মজুমদার
লীলাময় রায় অন্নদাশঙ্কর রায় শ্যাম রায় সুকুমার রায়
কাফি খাঁ প্রফুল্ল লাহিড়ী    

 

আরও পড়ুন: 
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf

আশা করি এই ( বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF ) GK DOSE টি থেকে আপনারা  খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা | সাহিত্যিক ও তাঁদের ছদ্মনাম pdf টি Offline এ মুখস্ত বা পড়ার জন্য নীচে রয়েছে এই  PDF টির Download  লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।

File Details :

Name : বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF | সাহিত্যিক ও তাঁদের ছদ্মনাম
Language : Bengali
Size : 148KB
No of Page : 03/03
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

2 thoughts on “বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF”

  1. Pingback: ভারতের উল্লেখযোগ্য  গিরিপথের তালিকা Pdf – Studious

  2. Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি | ভারতের উপজাতির তালিকা pdf – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page