নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP GK Bengali PDF 2021– WBP GK PDF 2021 ( General Knowledge practice set ) যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 50 টি General Knowledge দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই General Knowledge Practice Set টির উত্তর রয়েছে Option গুলির মধ্যে ।
WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021
1. ‘ ট্রিপল অ্যান্টিজেন ’ কী ?
( a ) ডিপথেরিয়া , টিবি ও হুপিং কাশির জন্য
( b ) ডিপথেরিয়া , লেপ্রসি ও হামের জন্য
( c ) ডিপথেরিয়া , টিটেনাস ও স্মল পক্সের জন্য
( d ) ডিপথেরিয়া , টিটেনাস ও হুপিং কাশির জন্য
2. ‘ DOTS ’ চিকিৎসা কোন রােগের সঙ্গে যুক্ত ?
( a ) লেপ্রসি
( b ) ম্যালেরিয়া
( c ) টিউবারকিউলােসিস
( d ) ডিপথেরিয়া
3. ভিটামিনের আকৃতিসম্পন্ন কিন্তু গুণসম্পন্ন নয় , তাদের কি বলা হয় ?
( a ) প্রাে ভিটামিন
( b ) অ্যান্টি ভিটামিন
( c ) সিউডাে ভিটামিন
( d ) অ্যাভিটোমিন
4. সবচেয়ে বেশি ভিটামিন – ‘ এ ’ পাওয়া যায় :
( a ) গাজরে
( b ) কুমড়ােয়
( c ) বাঁধাকপিতে
( d ) কাঁচা লঙ্কায়
5. ‘ আয়ােডিন ’ কে আবিষ্কার করেন ?
( a ) বার্নার্ড করটয়স
( b ) হেনিং ব্র্যান্ড
( c ) স্যার হামফ্রি ডেভি
( d ) জর্জ ব্র্যান্ড
6. দুধের মধ্যে যে অল্প পরিমাণ শর্করা থাকে তাকে কী বলা হয় ?
( a ) গ্লুকোজ
( b ) ফুকটোজ
( c ) সুক্রোজ
( d ) ল্যাকটোজ
7. কালমেঘ গাছের বিজ্ঞানসম্মত নাম হল –
( a ) ফিকাস বেঙ্গালেনসিস
( b ) অ্যান্ড্রেগ্রাফিস প্যানিকুলাটা
( c ) ওসিমাম স্যাঙ্কটাম
( d ) ভিটিস ভিনিফেরা
8. কেন্দ্রীয় সরকারের ‘ লক্ষ্য স্কিম ’ – এর উদ্দেশ্য হল –
( a ) কৃষিজ পণ্যের উন্নতি
( b ) শিশুশিক্ষার উন্নতি
( c ) মাতৃত্বকালীন স্বাস্থ্যের উন্নতি
( d ) দরিদ্রদের স্বাস্থ্যের উন্নতি
9. ডিসপােজাল হাইপােডারমিক সিরিঞ্জ আবিষ্কারক কলিন আলবার্ট মার্ডক কোন দেশের নাগরিক ছিলেন ?
( a ) নিউজিল্যান্ড
( b ) রাশিয়া
( c ) স্কটল্যান্ড
( d ) আমেরিকা
10. পােকামাকড় দেখে ভয় পাওয়াকে কী বলা হয় ?
( a ) গ্রাফোফোবিয়া
( b ) এন্টোমােফোবিয়া
( c ) হাইড্রোফোবিয়া
( d ) পাইরােফোবিয়া
11. ‘ অটোস্কোপ ’ যন্ত্রটি কোথায় ব্যবহার করা হয় ?
( a ) দাঁতের পরীক্ষায়
( b ) নাকের পরীক্ষায়
( c ) কানের পর্দার পরীক্ষায়
( d ) চোখের পরীক্ষায়
12. পাকা ফলে প্রচুর পরিমাণে কী পাওয়া যায় ?
( a ) কোলেস্টেরল
( b ) ল্যাকটোজ
( c ) কার্বোহাইড্রেড
( d ) ফুকটোজ
13. চোখের রড কোষ গঠনে কোন ভিটামিনের প্রয়ােজন হয় ?
( a ) ভিটামিন – এ
( b ) ভিটামিন – ডি
( C ) ভিটামিন – সি
( d ) ভিটামিন – ই
14. ‘ উইডাল টেস্ট ’ কোন রােগ নির্ণয় করার জন্য করা হয় ?
( a ) চিকেন পক্স
( b ) পােলিও
( c ) টাইফয়েড
( d ) ম্যালেরিয়া
15. যে সব যৌগ থেকে ভিটামিন সংশ্লেষিত হয় , তাদের কী বলে ?
( a ) অ্যাভিটোমিন
( b ) প্রােটিন
( c ) অ্যান্টিভিটামিন
( d ) প্রােভিটামিন
16. ফলিক অ্যাসিডের প্রধান উৎস কী ?
( a ) পালং শাক
( b ) গাজর
( c ) পেঁপে
( d ) কলা
17. আলফা কেরটিন প্রােটিনের উপস্থিতি কোথায় দেখা যায় ?
( a ) দুধে
( b ) রক্তে
( c ) ত্বকে
( d ) ডিমে
18. জন্মের পর শিশুর ওরাল পােলিও ভ্যাকসিনের ডােজকে কী বলা হয় ?
( a ) ফাস্ট ডােজ
( b ) জিরাে ডােজ
( c ) সিঙ্গল ডােজ
( d ) সেকেন্ড ভােজ
19. নীচের কোনটি একটি ভাইরাল অসুখ ?
( a ) রুবেলা
( b ) ডিপথেরিয়া
( c ) নিউমােনিয়া
( d ) মেনিনজিটাইটিস
20. কোন ভিটামিনকে আলফা টোকোফেরল বলা হয় ?
( a ) ভিটামিন – এ
( b ) ভিটামিন – বি
( c ) ভিটামিন – ই
( d ) ভিটামিন – কে
21. পশ্চিমবঙ্গের দরিদ্র মেয়েদের বিবাহের জন্য আর্থিক সাহায্যদানের প্রকল্পটির নাম হল কী ?
( a ) রূপশ্রী
( b ) সৌরশ্রী
( c ) রাজশ্রী
( d ) কন্যাশ্রী
22. পােলিও ভ্যাকসিন ভাওয়ালের মাঝে বর্গক্ষেত্রে কোন রংটি ভ্যাকসিনটি সঠিকভাবে সংরক্ষিত কিনা বুঝতে সাহায্য করে ?
( a ) সবুজ
( b ) গােলাপি
( c ) নীল
( d ) সাদা
23. ‘ বাটারফ্লাই ’ কথাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত ?
( a ) কুস্তি
( b ) ফুটবল
( c ) ভলিবল
( d ) সাঁতার
24. ‘ সতীশ ’ ও ‘ সাবিত্রী ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ?
( a ) নিষ্কৃতি
( b ) চরিত্রহীন
( c ) দেনাপাওনা
( d ) বড়দিদি
25. ‘ অ্যান্টিভেনিন ’ ওষুধটি ব্যবহৃত হয় –
( a ) ইঁদুর কামড়ালে
( b ) বিড়াল কামড়ালে
( c ) কুকুর কামড়ালে
( d ) সাপ কামড়ালে
আরও পড়ুন ………………
➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
26. নীচের কোনটি একটি ব্যাক্টেরিয়ার নাম ?
( a ) স্ট্রেপটোকোক্কাস
( b ) র্যাবিস
( c ) ম্যাক্সো
( d ) প্লাজমােডিয়াম ভাইভক্স
27. গঙ্গাসাগর মেলা কোন মাসে অনুষ্ঠিত হয় ?
( a ) মার্চ
( b ) জানুয়ারি
( c ) ফেব্রুয়ারি
( d ) ডিসেম্বর
28. ‘ স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে ’ এই বিখ্যাত পঙক্তিটি কার ?
( a ) কামিনী রায়
( b ) নেতাজি সুভাষচন্দ্র বােস
( c ) কাজী নজরুল ইসলাম
( d ) রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
29. নীচের কোন ভিটামিনটি চর্বি জাতীয় পদার্থে দ্রবণীয় ?
( a ) ভিটামিন- K
( b ) ভিটামিন- C
( c ) ভিটামিন- B1
( d ) ভিটামিন- B2
30. পুনম যাদব কোন খেলার সঙ্গে যুক্ত ?
( a ) বাস্কেটবল
( b ) স্কোয়াশ
(c ) কুস্তি
( d ) ভারােত্তোলন
31. প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান হল
( a ) নমনীয়
( b ) অনমনীয়
( c ) দুষ্পরিবর্তনীয়
( d ) অংশত নমনীয় , অংশত অনমনীয়
32. ‘ Government of the people , by the people , for the people ’ বিখ্যাত উক্তিটি কার ?
( a ) নেলসন মেন্ডেলা
( b ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
( c ) মহাত্মা গান্ধী
( d ) আব্রাহাম লিঙ্কন
33. UNESCO – এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
( a ) বার্ন
( b ) প্যারিস
( c ) জেনেভা
( d ) রােম
34. ‘ দিয়ারা ’ অঞ্চলটি পশ্চিমবঙ্গের কোন জেলায় ?
( a ) মর্শিদাবাদ
( b ) জলপাইগুড়ি
( c ) বীরভূম
( d ) মালদা
35. SNCU- এর পুরাে কথা হল :
( a ) Sick Newborn Care Unit
( b ) Sick Neonatal Care Unit
( c ) Special Newborn care Unit
( d ) None of these
36. নীচের কোন কমিটি স্বাস্থ্য সমীক্ষা ও উন্নয়ন কমিটি নামে খ্যাত ?
( a ) মুখার্জি কমিটি
( b ) মুদিলিয়ার কমিটি
( c ) বাজাজ কমিটি
( d ) ভােড় কমিটি
37. প্রােটিনের মূল গঠনগত একক হল :
( a ) ফরমিক অ্যাসিড
( b ) অ্যামাইনাে অ্যাসিড
( c ) ইউরিক অ্যাসিড
( d ) অ্যাসেটিক অ্যাসিড
38. কোন ভিটামিন মূত্রের সঙ্গে নির্গত হয় ?
( a ) ভিটামিন – এ
( b ) ভিটামিন – সি
( c ) ভিটামিন – ই
( d ) ভিটামিন – ডি
39. ভারত সরকারের First Law Officer ‘ কাকে বলা হয় ?
(a ) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
( b ) কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
( c ) অ্যাটর্নি জেনারেল
( d ) সলিসিটর জেনারেল
40. তথ্য জানার অধিকার ( Right to Information ) হল :
( a ) ব্যক্তিগত অধিকার
( b ) মৌলিক কর্তব্য
( c ) আইনত অধিকার
( d ) মৌলিক অধিকার
41. নীচের কোন যন্ত্রের সঙ্গে গ্যালিলিও – র নাম যুক্ত আছে ?
( a ) অ্যাভাপােমিটার
( b ) থার্মোমিটার
( c ) ব্যারােমিটার
( d ) ল্যাক্টোমিটার
42. IEDC- এর পুরাে কথা হল :
( a ) Integrated Education for Disabled Children
( b ) International Education for Disabled Children
( c ) Immunization Education Development of Children
( d ) Internal Emergency for Diseased Children
43. কোন নির্বাচনে মােট আসনের এক – তৃতীয়াংশ মহিলাদের জন্য সংরক্ষিত ?
( a ) লােকসভা
( b ) বিধানসভা
( c ) রাজ্যসভা
( d ) পঞ্চায়েত
44. ‘ ফেরারি কুইন ’ নামটি কীসের সঙ্গে যুক্ত ?
( a ) প্রতিরক্ষা
( b ) স্বাস্থ্য
( c ) রেল
( d ) খেলা
45. মিনারেল ওয়াটার ও বেবি ফুডে ভারতীয় মানক সংস্থার কোন ছাপটি থাকে ?
( a ) এফ এ ও
( b ) আই এস আই
( c ) আগমার্ক
( d ) হলমার্ক
46. CARA- এর পুরাে কথাটি কী ?
( a ) Central Adoption Resource Authority
( b ) Child Adoption Resource Authority
( c ) Child Adoption Recovery Authority
( d ) Central Adoption Resource Affairs
47. ভারতের সংবিধানের কত নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার ’ লিপিবদ্ধ :
( a ) 25-28 নম্বর
( b ) 19-24 নম্বর
( c ) 14-18 নম্বর
( d ) 29-34 নম্বর
48. রবীন্দ্রনাথ ঠাকুর নােবেল পুরস্কার পান :
( a ) 13 নভেম্বর 1913
( b ) 23 নভেম্বর 1913
( c ) 3 নভেম্বর 1913
( d ) 31 নভেম্বর 1913
49. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন :
( a ) ঈশ্বরদাস জালান
( b ) সুরেশচন্দ্র ব্যানার্জি
( c ) চক্রবর্তী রাজাগােপালাচারী
( d ) মােহিনী মােহন বর্মণ
File Details :
Name : WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021
Language : Bengali
Size : 252.1KB
No of Page : 10/10
Download Link : Click Here For DownloadRead More »WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021
50. ‘ সেই সময় ’ বইটির লেখক হলেন –
( a ) সুনীল গঙ্গোপাধ্যায়
( b ) সমরেশ বসু
( c ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
( d ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নয় ?
আশা করি এই ( WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021 ) প্র্যাক্টিস সেট টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই প্র্যাক্টিস সেট টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এর PDF লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
File Details :
Name : WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021
Language : Bengali
Size : 252.1KB
No of Page : 10/10
Download Link : Click Here For DownloadRead More »WBP GK Bengali PDF 2021- WBP GK PDF 2021