Skip to content

মানবদেহের বিভিন্ন হরমোন, উৎস ও কাজ তালিকা pdf

মানব দেহের বিভিন্ন হরমোন, উৎস, কাজ pdf তালিকা

নমস্কার বন্ধুরা, আজ আমারা আবার হাজির হয়েছি একটি সুন্দর টপিক এবং তার pdf নিয়ে। আজ আমাদের আলোচ্য বিষয় মানবদেহের বিভিন্ন হরমোন, তাদের উৎস এবং তাদের কাজ সম্পর্কে। বিভিন্ন চকারীর পরীক্ষায় এই সুন্দর টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরির পরীক্ষা বারংবার এসে থাকে। সুতরাং দেরি না করে নিচের দেওয়া link থেকে download করে নিন মানবদেহের বিভিন্ন হরমোন, উৎস ও কাজ তালিকা pdf

মানবদেহের বিভিন্ন হরমোন, উৎস ও কাজ তালিকা

হরমোনের নাম  হরমোনের উৎস  হরমোনের কাজ 
S.T.H (সোমাটো ট্রপিক হরমোন) পিট্যুইটারি বৃদ্ধিনিয়ন্ত্রক
T.S.H (থায়রয়েড স্টিমুলয়েটিং হরমোন) পিট্যুইটারি থাইরয়েড নিয়ন্ত্রক
A.C.T.H (অ্যাড্রিনোকর্টিকো ট্রফিক হরমোন) পিট্যুইটারি এড্রিনাল গ্রন্থি নিয়ন্ত্রক
F.S.H (ফলিক্যাল-স্টিমুলেটিং-হরমোন) পিট্যুইটারি ফলিকল নিয়ন্ত্রক হরমোন
L.H (লুটিনাইজিং হরমোন) পিট্যুইটারি শুক্রাশয় ও ডিম্বাশয় এর অন্ডকোষ নিয়ন্ত্রক
L.T.H (লিউটোট্রফিক হরমোন) পিট্যুইটারি  স্তনগ্রন্থি নিয়ন্ত্রক
A.D.H (অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন) পিট্যুইটারি বৃক্ক ও মূত্র নিয়ন্ত্রণ
থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি   B.M.R. নিয়ন্ত্রণ
ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড রক্তে ক্যালসিয়াম হ্রাস 
প্যারাথরমোন প্যারাথাইরয়েড রক্তে ক্যালসিয়াম বৃদ্ধি
এড্রিনালিন এড্রিনাল বিপাক , সংকটকালীন পরিস্থিতি
ইনসুলিন  অগ্নাশয়ের বিটা কোষ রক্ত শর্করার হ্রাস
গ্লুকাগণ  অগ্নাশয়ের আলফা কোষ রক্ত শর্করা বৃদ্ধি
ইসট্রোজেন গ্রাফিয়ান ফলিকল গৌণ যৌন বিকাশ ( মহিলা )
 টেসটোস্টেরন শুক্রাশয় গৌণ যৌন বিকাশ ( পুরুষ )
প্রোজেস্টেরণ করপাসলিউটিয়াম  মায়ের মাতৃত্ব এবং সন্তান সম্ভবা অবস্থার নিয়ন্ত্রণ

আরও পড়ুন:-

 

File Details:

File name: মানবদেহের বিভিন্ন হরমোন, উৎস ও কাজ তালিকা. pdf

File Language:- Bengali

File Size:- 125kb

File Download:- Click here to download

Covered Topics:- বিভিন্ন হরমোন উৎস ও কাজ তালিকা pdf, মানব দেহের বিভিন্ন হরমোনের নাম লেখো, হরমোনের তালিকা ও কাজ কি, বিভিন্ন হরমোনের উৎস ও কাজ লেখো।

 

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page