Skip to content

ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর-Questions on President of India

ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর

নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর  Questions on President of India যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর Questions on President of India সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন। 

1. নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ নিয়মতান্ত্রিক শাসক হিসাবে রাষ্ট্রপতির পদটি ব্রিটেন থেকে নেওয়া হয়েছে

2. কার অনুকরনে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃস্টি করা হয়েছে?
উত্তরঃ ব্রিটেনের রানীর অনুকরনে ভারতের রাষ্ট্রপতির পদটি সৃস্টি করা হয়েছে

3. সংবিধানের কোন অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে ?
উত্তরঃ সংবিধানের পঞ্চম অধ্যায়ে রাষ্ট্রপতির পদটির উল্লেখ আছে

4. ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে কে ?
উত্তরঃ একটি নির্বাচক সংস্থা ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করে

5. রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচক সংস্থার ধারনা মার্কিন যুক্ত রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে

6. রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা কাদের নিয়ে গঠিত হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থা নির্বাচিত MP ও MLA দের নিয়ে গঠিত হয়

7. কারা রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থার সদস্য নন ?
উত্তরঃ মনোনীত MP ও MLA গন রাষ্ট্রপতির নির্বাচনের নির্বাচক সংস্থার সদস্য নন

8. রাষ্ট্রপতি কার কাছে মনোনয়ন পত্র পেশ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি লোকসভার সচিবের কাছে মনোনয়ন পত্র পেশ করেন

9. রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির মনোনয়ন পত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হয়

10. রাষ্ট্রপতির মনোনয়ন পত্র কতজন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির মনোনয়ন পত্র অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্থিত হতে হয়

11. রাষ্ট্রপতির পদপ্রার্থীকে ন্যূনতম কতবছর বয়স্ক হতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতি পদ প্রার্থীকে ন্যূনতম 35 বছর বয়স্ক হতে হয়।

12. রাষ্ট্রপতির পদপ্রার্থীকে কতটাকা জামানত হিসাবে রাখতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির পদপ্রার্থীকে 15000 টাকা জামানত হিসাবে রাখতে হয়

13. কতশতাংশ ভোট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় ?
উত্তরঃ 1 / 6 অংশ ভোট না পেলে রাষ্ট্রপতি পদ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়

14. রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে কে ?
উত্তরঃ নির্বাচন কমিশন রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা ও তত্ত্বাবধান করে

15. রাষ্ট্রপতির নির্বাচনে কোন দুটি নীতি মেনে চলা হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্ব ও একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতি [ 53 ( 3 ) ] নীতি মেনে চলা হয়

16 রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের কোন পদ্ধতি মেনে চলা হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচনে সমানুপাতিক প্রতিনিধিত্বের হেয়ার পদ্ধতি মেনে চলা হয়

17. রাষ্ট্রপতির নির্বাচনে ভোটদাতাকে কোন পছন্দ অবশ্যই জানাতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচনে ভোটদাতাকে প্রথম পছন্দ অবশ্যই জানাতে হয়

18. রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে

19. রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর ধারনা মার্কিন যুক্ত রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে

20. রাষ্ট্রপতির পদচ্যুতির ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাষ্ট্রপতির পদচ্যুতির ধারনা মার্কিন যুক্ত রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে

27. রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাষ্ট্রপতির সেনাবাহিনীর সর্বাধিনায়কের ধারনা মার্কিন যুক্ত রাষ্ট্র থেকে নেওয়া হয়েছে

22. রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনোনয়নের ক্ষমতা কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্য মনোনয়নের ক্ষমতা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে

23. রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে কে ?
উত্তরঃ সুপ্রীম কোর্ট রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করে

24. রাষ্ট্রপতি কত শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতি একষষ্ঠাংশ বা 1 / 6 অংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়

25. রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার কে ?
উত্তরঃ লোকসভা ও রাজ্যসভার মহাসচিব হল রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার

26. রাষ্ট্রপতির নির্বাচনে প্রত্যেক ভোটদাতার কটি ভোট থাকে ?
উত্তরঃ রাষ্ট্রপতির নির্বাচনে প্রত্যেক ভোটদাতার যতজন প্রার্থী ততগুলি ভোট থাকে

27. দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন কে ?
উত্তরঃ দ্বিতীয় পছন্দের ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন V.V. গিরি ( 1969 – চতুর্থ রাষ্ট্রপতি )

28. প্রথম কে অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন ?
উত্তরঃ প্রথম সঞ্জীব রেড্ডি ( 1977 – ষষ্ঠ রাষ্ট্রপতি ) অকংগ্রেসী দলের প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন

29 . কোন রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে প্রথম সুপ্রীমকোর্টে মামলা হয় ?
উত্তরঃ ডি.ভি.গিরির নির্বাচনকে ( 1969 – চতুর্থ নির্বাচন ) কেন্দ্র করে প্রথম সুপ্রীমকোর্টে মামলা হয়

30. কোন রাষ্ট্রপতি পুন:নির্বাচিত / দুবার নির্বাচিত হন ?
উত্তরঃ রাজেন্দ্রপ্রসাদ ( 1952,1957 ) রাষ্ট্রপতি পুন:নির্বাচিত / দুবার নির্বাচিত হন

31. রাষ্ট্রপতির পদ শূন্য হলে কতদিনের মধ্যে নির্বাচন করতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে (62 নং ধারা) নির্বাচন করতে হয়

32. প্রথম রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয় ?
উত্তরঃ 1952 সালের ২ রা মে প্রথম রাষ্ট্রপতির নির্বাচন হয়

33. প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতির নির্বাচন কতসালে হয় ?
উত্তরঃ ( জাকির হোসেনের মৃত্যুর পর ) 1969 প্রথম অন্তর্বর্তী রাষ্ট্রপতির নির্বাচন হয়

34. ভারতে কতবার অন্তর্বর্তী রাষ্ট্রপতির নির্বাচন হয় ?
উত্তরঃ ভারতে দুবার ( 1969,1977 তে F.A. আহমেদের মৃত্যুর পর ) অন্তর্বর্তী রাষ্ট্রপতির নির্বাচন হয়

35 . ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে নিযুক্ত হন ?
উত্তরঃ প্রতিভা পাটিল ( 2007.12 তম ) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি নিযুক্ত হন

36. কতজন রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান ?
উত্তরঃ দুজন ( জাকির হোসেন -1969 , F.A. আহমেদ 1977 ) রাষ্ট্রপতি কর্মরত অবস্থায় মারা যান

37. ভারতে প্রথম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে ?
উত্তরঃ V.V. গিরি ( 1969 তে জাকির হোসেনের মৃত্যুর পর ) ভারতে প্রথম অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন

38. সুগ্রীমকোর্টের কোন প্রধানবিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
উত্তরঃ মহম্মদ হিদয়েতুল্লা ( 1969 . V.V. গিরি রাষ্ট্রপতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে ) প্রধানবিচারপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন

39. কতজন উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন ?
উত্তরঃ দুজন ( V.V. গিরি-1969.বি.ডি.জাত্তি -1977 তে ) উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন

40. রাষ্ট্রপতির অপসারন পদ্ধতির নাম কী ?
উত্তরঃ রাষ্ট্রপতির অপসারন পদ্ধতির নাম হল ইমপিচমেন্ট
ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর

41. কতনং ধারানুযায়ী রাষ্ট্রপতি অপসারিত হন ?
উত্তরঃ 61 নং ধারানুযায়ী রাষ্ট্রপতি অপসারিত হন

42. রাষ্ট্রপতির পদ শূন্য হবার কতদিনের মধ্যে মধ্যে নির্বাচন করতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির পদ শূন্য হবার 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়

43. রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্ব পালন করেন কে ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অবর্তমানে তার দায়িত্ব পালন করেন

44. কী কারনে / অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারন করা যায় ?
উত্তরঃ সংবিধান লঙ্ঘনের কারনে / অভিযোগে রাষ্ট্রপতিকে অপসারন করা যায়

45. রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন কে ?
উত্তরঃ সংশ্লিষ্ট কক্ষ রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘন করেছেন কিনা তা ঠিক করেন

46. রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের কতদিন আগে নোটিশ দিতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের 14 দিন আগে নোটিশ দিতে হয়

47. পার্লামেন্টের কোনকক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যায় ?
উত্তরঃ পার্লামেন্টের যেকোন কক্ষে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যায়

48. রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কতজন সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয় ?
উত্তরঃ রাষ্ট্রপতির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ দুই – তৃতীয়াংশ সদস্যের দ্বারা অনুমোদিত হতে হয়

49. রাষ্ট্রপতির অপসারনে কী মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন ?
উত্তরঃ হ্যাঁ, রাষ্ট্রপতির অপসারনে মনোনীত সদস্যরা অংশ নিতে পারেন

50. কোন রাষ্ট্রপতি প্রথম গার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন ?
উত্তরঃ রাজেন্দ্রপ্রসাদ ( 1961 ) প্রথম গার্লামেন্টের যৌথ অধিবেশন আহবান করেন

51.1962 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন ?
উত্তরঃ 1962 সালে রাধাকৃষ্ণান জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন

52.1971 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন ?
উত্তরঃ 1971 সালে V.V. গিরি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন

53. 1975 সালে কোন রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন ?
উত্তরঃ 1975 সালে F.A. আহমেদ জাতীয় জরুরী অবস্থা ঘোষনা করেছিলেন

54. জাতীয় জরুরী অবস্থা ঘোষনা প্রত্যাহার করেন কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি জাতীয় জরুরী অবস্থা ঘোষনা প্রত্যাহার করেন

55. কোন রাষ্ট্রপতি প্রথম ভারতরত্ন পান ?
উত্তরঃ রাজেন্দ্রপ্রসাদ ( 1962 ) প্রথম ভারতরত্ন পান

56. ভারতের দীর্ঘকালীন ( 12 বছর ) রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ রাজেন্দ্রপ্রসাদ ( 1950-62 সাল ) ভারতের দীর্ঘকালীন ( 12 বছর ) রাষ্ট্রপতি ছিলেন

57. জাকির হোসেন ( তৃতীয় রাষ্ট্রপতি ) কতসালে ভারতরত্ন পান ?
উত্তরঃ জাকির হোসেন 1963 সালে ( রাষ্ট্রপতি হবার আগে ) ভারতরত্ন পান

58 ভারতে কতজন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয় ?
উত্তরঃ ভারতে দুজন ( জাকির হোসেন ও F.A. আহমেদ ) রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয়

59. প্রথম কোন রাষ্ট্রপতির নিজ অফিসে মৃত্যু হয় ?
উত্তরঃ প্রথম রাষ্ট্রপতি জার্কির হোসেন ( 1959 সালে ) এর নিজ অফিসে মৃত্যু হয়

60 ভারতের স্বল্পকালীন রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ জাকির হোসেন (1967-69)

61. F.A. আহমেদের কত সালে নিজ অফিসে মৃত্যু হয় ?
উত্তরঃ 1977 সালে F.A. আহমেদের নিজ অফিসে মৃত্যু হয়

62. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন

63 কোন রাষ্ট্রপতির সময়ে ভারতের স্বাধীনতার 50 বছর ( Golden Jubilee ) পালিত হয় ?
উত্তরঃ শঙ্কর দয়াল শর্মা ( প্রধানমন্ত্রী ছিলেন- I.K. গুজরাল,1997 সাল ) সময়ে ভারতের স্বাধীনতার 50 বছর পালিত হয়

64. কোন রাষ্ট্রপতির সময়ে ভারতীয় প্রজাতন্ত্রের 50 বছর ( Golden Jubilee ) পালিত হয় ?
উত্তরঃ K.R. নারায়নন ( প্রধানমন্ত্রী ছিলেন – বাজপেয়ী, 2000 সাল )

65. কে প্রথম নির্দল প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন ?
উত্তরঃ ভি.ভি.গিরি ( 1969 ) প্রথম নির্দল প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন

66. রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি কাকে বলা হয় ?
উত্তরঃ ভি.ভি.গিরিকে বলা হয় রবার স্ট্যাম্প রাষ্ট্রপতি

67. কোন রাষ্ট্রপতির সময়ে প্রথম হ্যাং পার্লামেন্টের বিষয়টি দেখা যায় ?
উত্তরঃ সঞ্জীব রেড্ডি র ( 1979 সালে ) সময়ে প্রথম হ্যাং পার্লামেন্টের বিষয়টি দেখা যায়

68. কতজন রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুক্ষীন হন ?
উত্তরঃ চারজন ( সঞ্জীব, ভেঙ্কটরামন, শঙ্করদয়াল, নারায়নন ) রাষ্ট্রপতি হ্যাং পার্লামেন্টের সম্মুক্ষীন হন

69. কতজন ব্যক্তি রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান ?
উত্তরঃ তিনজন ( রাধাকৃষ্ণান-1954, জাকির হোসেন-1963, A.P.J.A. কালাম-1997 ) ব্যাক্তি রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান

70. প্রথম কে রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান ?
উত্তরঃ প্রথম রাধাকৃষ্ণান ( 1954 সালে ) রাষ্ট্রপতি হবার আগে ভারতরত্ন পান

71. একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার পদে আসীন ছিলেন তিনি কে ?
উত্তরঃ রাজেন্দ্রপ্রসাদ একমাত্র রাষ্ট্রপতি যিনি দুবার পদে আসীন ছিলেন
পড়তে থাকুন : ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর


72. দক্ষিন ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন কে ?
উত্তরঃ রাধাকৃষ্ণান দক্ষিন ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন

73. একমাত্র রাষ্ট্রপতি যিনি পদ্মবিভূষণ ও ভারতরত্ন পেয়েছেন তার নাম কী ?
উত্তরঃ জাকির হোসেন হলেন একমাত্র রাষ্ট্রপতি যিনি পদ্মবিভূষণ ও ভারতরত্ন পেয়েছেন

74. কে একমাত্র ব্যক্তি যিনি অস্থায়ী ও স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন ?
উত্তরঃ V.V. গিরি হলেন একমাত্র ব্যক্তি যিনি অস্থায়ী ও স্থায়ী রাষ্ট্রপতি নিযুক্ত হন

75. কে একমাত্র রাষ্ট্রপতি যিনি জোটনিরপেক্ষতার সভাপতি নিযুক্ত হন ?
উত্তরঃ জৈল সিং একমাত্র রাষ্ট্রপতি যিনি জোটনিরপেক্ষতার সভাপতি নিযুক্ত হন

76. কে একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেল বন্দী ছিলেন ?
উত্তরঃ R. ভেঙ্কটরামন একমাত্র রাষ্ট্রপতি যিনি ব্রিটিশ ভারতে জেল বন্দী ছিলেন

77. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন K.R. নারায়ণন

78. ভারতে জনগনের রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতে জনগনের রাষ্ট্রপতি ছিলেন A.P.J. আব্দুল কালাম

79. ভারতের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের প্রথম অবিবাহিত রাষ্ট্রপতি কে ছিলেন A.P.J. আব্দুল কালাম

80. কে ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি ?
উত্তরঃ প্রনব মুখোপাধ্যায় ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি

FILE DETAILS :
NAME : ভারতের রাষ্ট্রপতি সম্পর্কিত প্রশ্নোত্তর
LANGUAGE : BENGALI
SIZE : 599 KB
NO OF PAGE : 07
DOWNLOAD LINK : CLICK HERE FOR DOWNLOAD

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page