নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ । যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে এই তালিকাটি বানানো হয়েছে। এই Topic টি থেকে প্রায় প্রশ্ন এসে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষায়। আশা করি এই লেখাটি সকলের খুবই সাহায্যে আসবে।
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
রাজ্যের নাম | রাজ্যপাল | মুখ্যমন্ত্রী |
---|---|---|
অন্ধ্রপ্রদেশ | বিশ্বভূষণ হরিচন্দন | জগনমােহন রেড্ডি |
অরুণাচল প্রদেশ | বি.ডি. মিশ্র | পেমা খানডু |
অসম | জগদীশ মুখী | হিমন্ত বিশ্ব শর্মা |
বিহার | ফাগু চৌহান | নীতিশ কুমার |
ছত্তিশগড় | অনুসূইয়া উইকে | ভূপেশ বাঘেল |
গােয়া | ভগৎ সিং কস্যারী | প্রােমােদ সাওয়ান্ত |
গুজরাট | আচার্য্য দেবব্রত | ভূপেন্দ্র প্যাটেল |
হরিয়ানা | সত্যদেব নারায়ণ আর্য | মনােহরলাল খট্টার |
হিমাচল প্রদেশ | বন্দারু দত্তারেয় | জয়রাম ঠাকুর |
ঝাড়খন্ড | দ্রৌপদী মুর্মু | হেমন্ত সােরেন |
কর্ণাটক | বাজুভাই বালা | বি.এস.যেদিয়ুরাপ্পা |
কেরালা | আরিফ মহম্মদ খান | পিনারায়ী বিজয়ন |
মধ্যপ্রদেশ | আনন্দিবেন প্যাটেল | শিবরাজ সিং চৌহান |
মহারাষ্ট্র | ভগৎ সিং কস্যারী | উদ্ধব ঠাকরে |
মনিপুর | নাজমা হেপতুল্লা | এন . বিরেন সিং |
মেঘালয় | সত্যপাল মালিক | কনরাড সাংমা |
মিজোরাম | পি.এস.শ্রীধরণ পিল্লাই | জোরামথাঙ্গ |
নাগাল্যান্ড | আর.এন. রবি | নেফিউ রিও |
ওড়িশা | গনেশী লাল মাথুর | নবীন পটনায়েক |
পাঞ্জাব | ভি.পি. সিং | আমরিন্দার সিং |
রাজস্থান | কালরাজ মিশ্র | অশােক গেহলট |
সিকিম | গঙ্গাপ্রসাদ | প্রেম সিং তামাং |
তামিলনাড়ু | বনবারীলাল পুরােহিত | এম.কে. স্টালিন |
তেলাঙ্গানা | তামিলিসাই রাও সৌন্দরারাজন | কে. চন্দ্রশেখর রাও |
ত্রিপুরা | রমেশ বৈষ | বিপ্লব দেব |
উত্তরপ্রদেশ | আনন্দিবেন প্যাটেল | বিপ্লব কুমার দেব |
উত্তরাখন্ড | বেবী রানী মৌৰ্য্য | তিরথ সিং রাওয়াত |
পশ্চিমবঙ্গ | জগদীপ ধনকর | মমতা ব্যানার্জী |
কেন্দ্রশাসিত অঞ্চলগুলির তালিকা
কেন্দ্রশাসিত অঞ্চল | রাজ্যপাল |
---|---|
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | দেবেন্দ্র কুমার জোশি |
চণ্ডীগড় | ভি. পি. সিংহ বাদনর |
দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ | শ্রী প্রফুল প্যাটেল |
দিল্লি | অনিল বাইজল ও অরবিন্দ কেজরিওয়াল (মুখ্যমন্ত্রী) |
জম্মু ও কাশ্মীর | মনোজ সিনহা |
লাক্ষাদ্বীপ | শ্রী প্রফুল প্যাটেল |
পন্ডিচেরি | ডঃ তামিলিসাই সৌন্দরাজন ও এন. রাঙ্গস্বামী (মুখ্যমন্ত্রী) |
লাদাখ | রাধা কৃষ্ণ মাথুর |
বি. দ্র. তালিকাটির নাম গুলি পরবর্তীতে পরিবর্তন হতে পারে
আরও পড়ুন:
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
♦ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
♦ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
আশা করি এই ( ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা টি Offline এ মুখস্ত বা পড়ার জন্য নীচে রয়েছে এই PDF টির Download লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।
File Details :
Name : ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
Language : Bengali
Size : 164 KB
No of Page : 02/02
Download Link : Click Here For Download