Skip to content

আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা pdf

নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি আন্তর্জাতিক সীমারেখার তালিকা অর্থাৎ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines In The World। এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে। সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার মনে রাখার কৌশল হিসাবে নিচে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা সুন্দর ভাবে দেওয়া হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines

সীমানার নাম অবস্থান
র‍্যাডক্লিফ লাইন ( Radcliffe Line ) ভারত ও পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম
ম্যাকমােহন লাইন ( McMohan Line ) ভারত ও চীনের তিব্বতের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা
লাইন অব কন্ট্রেল ( LOC ) ভারত ও পাকিস্তানের কাশ্মীরের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম ।
লাইন অব একচুয়াল কন্ট্রেল ( LAC ) ভারতের লাদাখ ও চীনের মধ্যে সীমানা নিরুপণ কারী রেখা
ডুরান্ড লাইন ( Durand Line ) ভারত ও আফগানিস্তানের মধ্যে নিরুপিত সীমা রেখা ।
রডােলিফ লাইন ( Radoliff Line ) ভারত ও নেপালের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম
পক প্রণালী ( Palk Strait ) ভারত ও শ্রীলংকা কে পৃথক করেছে এবং সংযুক্ত করেছে
পূর্বাচল ( Purbachal ) ভারত ও বাংলাদেশের মধ্যে চিহ্নিত সীমা রেখার নাম
তিন বিঘা কড়িডর ভারত ও বাংলাদেশ মধ্যে অবস্থিত
স্যার ক্রিক লাইন ( Sir Creek Line ) ভারত ( গুজরাট ) ও পাকিস্তান ( সিন্ধ প্রদেশ ) এর মধ্যে অবস্থিত
২৪ তম সমান্তরাল লাইন
( 24th Parallel )
পাকিস্তানের মতে ভারত ও পাকিস্তানের সীমানা
( ভারত এই সীমানার স্বীকৃতি দেয়নি )
৪৯° অক্ষরেখা ( 49th Parallel ) কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা
১৭ তম সমান্তরাল লাইন ( 17th Parallel ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে চিহ্নিত সীমারেখা
৩৮ তম সমান্তরাল লাইন ( 38th Parallel ) উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে চিহ্নিত সীমারেখা
২২ তম সমান্তরাল লাইন ( 22th Parallel ) মিশর ও সুদান এর মধ্যে অবস্থিত
৩১ তম সমান্তরাল লাইন ( 31th Parallel ) ইরান ও ইরাক
৫২ তম সমান্তরাল লাইন ( 52th Parallel ) আর্জেন্টিনা ও চিলি
৮ তম সমান্তরাল লাইন ( 4th Parallel ) সােমালিয়া ও ইথিওপিয়া
হিন্ডার্স বার্গ লাইন ( Hindenburg Line ) জার্মানী ও পােল্যান্ডের দ্বীখন্ডিকরণ রেখা
সিগফ্রিড লাইন ( Siegfried Line ) জার্মানি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত সীমানা
ম্যাগিনট লাইন ( Maginot Line ) ফ্রান্স ও জার্মানি
মেডিসিন লাইন ( Medicine Line ) কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চিহ্নিত সীমারেখা
কার্জন লাইন ( Curzon Line ) পােল্যান্ড ও রাশিয়া
গ্রিন লাইন ( Green Line ) ইজরাইল ও তার পার্শ্ববর্তী দেশ
ফচ লাইন ( Foch Line ) পােল্যান্ড ও লিথুনিয়া
ম্যানারহেইম লাইন ( Mannerheim Line ) ফিনল্যান্ড ও রাশিয়া
বু লাইন ( Blue Line ) লেবানন ও রাশিয়া
নর্দান লিমিট লাইন ( Northern Limit Line ) উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
আলপাইন লাইন ( Alpine Line ) ইতালি ও ফ্রান্স এর মধ্যে অবস্থিত সীমানা
পার্পল লাইন ( Purple Line ) ইজরাইল ও সিরিয়া
ওডেরনীচ লাইন ( Oder-Neisse Line ) পূর্ব জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমানা
ম্যাকনামারা লাইন ( Mcnamara Line ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
সনােরা লাইন ( Sonora Line ) মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র
ম্যাসােন ডিক্সন লাইন ( Mason- dixon Line ) মার্কিন যুক্তরাষ্ট্রের চারটি রাজ্যের মধ্যে সীমাবদ্ধকরণের লাইন
ওয়ালেস লাইন ( Wales Line ) এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যে অবস্থিত কাল্পনিক রেখা
আন্তর্জাতিক সীমারেখার তালিকা

আরও পড়ুন:

ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
ভারতের হাইকোর্টের তালিকা PDF – List of High Courts of India
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf

আশাকরি বন্ধুরা আমাদের দেওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা টি পছন্দ হয়েছে। এবং এর pdf ফাইল টি নীচেই দেওয়া link এ ক্লিক করে Download করুন। আমাদের কমেন্ট করতে ভুলবেন না। আমাদের নিয়মিত এরকম pdf file পেতে যুক্ত হন আমাদের whatsapp/telegram channel এ। ধন্যবাদ।

File Details :

Name : গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
Language : Bengali
Size : 324 KB
No of Page : 1 
Download Link : Click Here For Download

Share this

Related Posts

Comment us

16 thoughts on “আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines”

  1. Pingback: ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি - Historic treaty / agreement of India – Studious

  2. Pingback: MCQ Questions and Answers in bengali | GK Practice Set – Studious

  3. Pingback: ভারতের কৃষি গবেষণাগার - List of agricultural laboratories – Studious

  4. Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF - Folk dances of different states – Studious

  5. Pingback: পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর - List of Riverside Towns – Studious

  6. Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF - Folk dances of different states – Studious

  7. Pingback: ভারতের জাতীয় উদ্যান তালিকা - List of National Parks of India – Studious

  8. Pingback: বিভিন্ন ধাতুর আকরিকের নাম - List of Metals and Their Ores – Studious

  9. Pingback: পশ্চিমবঙ্গের সমস্ত জেলার নাম - List of Districts of West Bengal – Studious

  10. Pingback: সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম - CM List of India 2021 PDF – Studious

  11. Pingback: সংবহন প্রশ্ন উত্তর - Circulation Related Questions Answer – Studious

  12. Pingback: ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা – Studious

  13. Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব - Festivals of different states of India – Studious

  14. Pingback: পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF – Studious

  15. Pingback: ভারতের বিভিন্ন জলপ্রপাত pdf-List of Indian waterfalls in Bengali – Studious

  16. Pingback: ভারতের অবস্থান,বিস্তার ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলির পরিচয় – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page