Most 100 Important GK
১। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে ‘ পরমাণু টেক ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : নয়াদিল্লি । ২। প্রশ্ন : ভারতের কোন রাজ্য সরকার ‘ জিরাে ফেসিলিটি করিডর ’ ( ZFC ) চালু করেছে ? উত্তর : দিল্লি । ৩। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন রাজ্যে ৪৬২ তম ‘ কন্দুরি উৎসব ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : তামিলনাড়ু । ৪। প্রশ্ন : ২০১৯ সালে ‘ ইউএস চেম্বারস ইন্টারন্যাশনাল আইপি ইনডেক্স ’এ ভারতের স্থান কত ? উত্তর : ৩৬ । ৫। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে ‘ এশিয়া এলপিজি সামিট ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : নয়াদিল্লি । ৬। প্রশ্ন : ২০১৯ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ এশিয়া এলপিজি সামিট ’এর থিম কী ছিল ? উত্তর : এলপিজি – এনার্জি ফর লাইফ । ৭। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে ‘ এশিয়ান – ইন্ডিয়া যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : গুয়াহাটি । ৮। প্রশ্ন : ব্রিটিশ অভিনেতা আলবার্ট ফিম্নে জুনিয়র ( ৮২ বছর ) কবে মারা যান ? উত্তর : ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি । ৯। প্রশ্ন : ‘ Let’s Talk On Air : Conversations with Radio Presenters ‘ বইটির লেখক কে ? উত্তর : রাকেশ আনন্দ বক্সি । ১০। প্রশ্ন : ‘ কর্পোরেশন ব্যাঙ্ক ’এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে ? উত্তর : পি.ভি.ভারতী । ১১। প্রশ্ন : ‘ Law , Justice and Judicial Power – Justice PN Bhagwati’s Approach ‘ বইটির লেখক কে ? উত্তর : মুল চাদ শর্মা । ১২। প্রশ্ন : পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রধান উপদেষ্টা পদে কে যােগ দিতে চলেছেন ? উত্তর : রীনা মিত্র । ১৩। প্রশ্ন : ২০১৯ সালে ৬১ তম ‘ গ্র্যামি পুরস্কার ’এ কোন অ্যালবাম ‘ বছরের সেরা অ্যালবাম এর সম্মান পেল ? উত্তর : গােল্ডেন আওয়ার ( কেসি মুসগ্রেভস ) । ১৪। প্রশ্ন : কোন ভারতীয় ঐতিহাসিক ২০১৯ সালে ইজরায়েলের ‘ ড্যান ডেভিড পুরস্কার ’ পেলেন ? উত্তর : সঞ্জয় সুভ্রমনিয়াম । ১৫। প্রশ্ন : জাতীয় ইউনানি দিবস কবে পালিত হয় ? উত্তর : ১১ ফেব্রুয়ারি । ১৬। প্রশ্ন : ২০১৯ সালে ‘ জাতীয় ইউনানি দিবস ’এর থিম কী ছিল ? উত্তর : ইউনানি মেডিসিন ফর পাব্লিক হেলথ । ১৭। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন রাজ্যের কোন শহরে তৃতীয় ‘ স্বচ্ছ শক্তি ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : হরিয়ানার কুরুক্ষেত্র শহরে । ১৮। প্রশ্ন : ‘ হলং মডিউলার গ্যাস প্রসেসিং প্ল্যান্ট ’ ( HMGPP ) ভারতের কোন রাজ্যে আছে ? উত্তর : অসম । ১৯। প্রশ্ন : ২০১৯ সালে কোন দেশের কোন শহরে ‘ বিশ্ব সরকারি সম্মেলন ’ ( WGS ) অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই । ২০। প্রশ্ন : ২০১৯ সালে ‘ আকাদেমি অফ কানাডিয়ান সিনেমা টেলিভিশন ’এ কে ‘ জীবনকৃতি সম্মান ’ পেলেন ? উত্তর : ইন্দো – কানাডিয়ান চলচ্চিত্র পরিচালক দীপা মেহতা । ২১। প্রশ্ন : ২০১৯ সালে তাইল্যান্ডে অনুষ্ঠিত ‘ ইগাট কাপ ’এ ৪৮ কেজি বিভাগে কে সােনার পদক পেলেন ? উত্তর : ভারতীয় ভারােত্তোলক সাইখােম মীরাবাঈ চালু । ২২। প্রশ্ন : ২০১৯ সালে রঞ্জি ট্রফিতে কোন দল চ্যাম্পিয়ন হল ? উত্তর : বিদর্ভ ( সৌরাষ্ট্রকে ৭৮ রানে হারিয়ে ) । ২৩। প্রশ্ন : ২০১৯ সালে ‘ বাংলাদেশ প্রিমিয়র লিগ ’এ কোন দল চ্যাম্পিয়ন হল ? উত্তর : কুমিল্লা ভিক্টোরিয়ান্স ( ঢাকা ডিনামাইটসকে ১৭ রানে হারিয়ে ) । ২৪। প্রশ্ন : কোন ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা সম্প্রতি চিনের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ‘ লি নিং ’ এর সঙ্গে ৪ বছরের চুক্তি করলেন ? উত্তর : পুসারলা ভেঙ্কটা সিন্ধু ( চুক্তির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা ) । ২৫। প্রশ্ন : ২০১৯ সালে ভারতের কোন শহরে নবম ‘ সিনিয়র উওমেনস হকি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ’ অনুষ্ঠিত হয়েছে ? উত্তর : হরিয়ানার হিসার শহরে । ২৬। প্রশ্ন : ২০১৯ সালে ‘ সিনিয়র জাতীয় পুরুষ হকিতে ’ কোন দল চ্যাম্পিয়ন হল ? উত্তর : রেলওয়ে স্পাের্টস প্রমােশন বাের্ড ( পঞ্জাবকে ৩-২ গােলে হারিয়ে ) । ২৭। প্রশ্ন : ২০১৯ সালে তাই ল্যান্ডে অনুষ্ঠিত ‘ ইগাট কাপ আন্তর্জাতিক ভারােত্তোলক চ্যাম্পিয়নশিপ ’এ ৬৭ কেজি বিভাগে কে রুপপার পদক পেলেন ? উত্তর : ভারতের জেরেমি লালরিননুঙ্গা । ২৮। প্রশ্ন : ইংল্যান্ডের কোন প্রাক্তন মিডফিল্ডারের মূর্তি বসতে চলেছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির স্টেডিয়ামে ? উত্তর : ডেভিড রবার্ট জোসেফ বেকহ্যাম ( মেজর সকার লিগ’এ খেলা প্রথম কোনাে ফুটবলারের মূর্তি বসতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ) । ২৯। প্রশ্ন : অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সেরা পারফরমার হিসাবে ২০১৯ সালে ‘ অ্যালান বর্ডার ’ পুরস্কার পেলেন কে ? উত্তর : প্যাট জেমস কামিন্স । ৩০। প্রশ্ন : ইংল্যান্ডের সর্বকালের সেরা গােলরক্ষক গর্ডন ব্যাঙ্কস ( ৮১ বছর ) কবে মারা যান ? উত্তর : ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি । ৩১। প্রশ্ন : বনস্পতি তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয় ? উত্তর : হাইড্রোজেন । ৩২। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কী ? উত্তর : বক্সাইট । ৩৩। ‘ ক্লোরােফর্ম ’এর রাসায়নিক নাম কী ? উত্তর : ট্রাইক্লোরােমিথেন । ৩৪। প্রশ্ন : ‘ ডি.এন.এ ’এর গঠন কারা আবিষ্কার করেন ? উত্তর : জেমস ডেওয়ে ওয়াটসন ও ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক । ৩৫। প্রশ্ন : মানব হৃদপিণ্ডে ক’টি চেম্বার বা , প্রকোষ্ঠ থাকে ? উত্তর : ৪ টি । ৩৬। প্রশ্ন : মানবদেহের একক বৃহত্তম অঙ্গের নাম কী ? উত্তর : ত্বক । ৩৭ । মানবদেহে কতগুলি ক্রোমােজোম থাকে ? উত্তর : ৪৬ টি । ৩৮। প্রশ্ন : রক্ততঞ্চনের জন্য কোন প্রােটিন দায়ী ? উত্তর : ফাইব্রিনােজেন । ৩৯। প্রশ্ন : প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কী মিশানাে হয় ? উত্তর : সালফার । ৪০। প্রশ্ন : নক্ষত্রের আলাে মিটমিট করে কেন ? উত্তর : অপবর্তন । ৪১। প্রশ্ন : বন্ধ ঘরে কাঠকয়লা বা , গ্যাসস্টোভ ব্যবহার করতে নিষেধ করার কারণ কী ? উত্তর : কার্বন ডাই অক্সাইডের বিষক্রিয়া হতে পারে । ৪২। প্রশ্ন : কোনাে সাঁতারু সাধারণ জলের থেকে সমুদ্র জলে সাঁতার কাটতে সুবিধাজনক মনে করেন কেন ? উত্তর : সমুদ্রের জলের ঘনত্ব বেশি । ৪৩। প্রশ্ন : দুধের বিশুদ্ধতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ? উত্তর : ল্যাকটোমিটার । ৪৪। প্রশ্ন : ‘ ত্বরণ ’ বলতে কী বােঝায় ? উত্তর : গতি পরিবর্তনের হার । ৪৫। প্রশ্ন : পেট্রোলের প্রধান উপাদান কী ? উত্তর : অক্টেন । ৪৬। প্রশ্ন : ওজন গ্যাসের অণুতে ক’টি পরমাণু থাকে ? উত্তর : ৩ টি । ৪৭। প্রশ্ন : কোন ধাতু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন অপসারিত করে ? উত্তর : তামা । ৪৮। প্রশ্ন : ভারতের প্রথম ভাইসরয়ের নাম কী ? উত্তর : লর্ড ক্যানিং । ৪৯। প্রশ্ন : ভারতে কে প্রথম সংবাদপত্র চালু করেন ? উত্তর : জেমস হিকি । ৫০। প্রশ্ন : সিন্ধু সভ্যতার লােকেরা কোন ধাতুর ব্যবহার জানতাে না ? উত্তর : লােহা । আরও পড়ুন ………………➤ দাদা সাহেব ফালকে পুরস্কার ২০২১ পিডিএফ – Dadasaheb Phalke Award 2021 In Bengali
➤ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
➤ পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
➤ বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf ৫১। প্রশ্ন : কার সময়ে ‘ রাওলাট আইন ’ পাশ হয়েছিল ? উত্তর : লর্ড চেমসফোর্ড । ৫২। প্রশ্ন : বাণভট্ট কার সভাকবি ছিলেন ? উত্তর : হর্ষবর্ধন । ৫৩। কোন গুপ্ত সম্রাটের উপাধি ছিল বিক্রমাদিত্য ? উত্তর : দ্বিতীয় চন্দ্রগুপ্ত । ৫৪। প্রশ্ন : হর্ষবর্ধন কোন রাজবংশের রাজা ছিলেন ? উত্তর : পুষ্যভূতি । ৫৫। প্রশ্ন : সিন্ধুর কোন হিন্দু সম্রাট আরব আক্রমণকারীদের মাধ্যমে পরাজিত ও নিহত হয়েছিলেন ? উত্তর : দাহির । ৫৬। প্রশ্ন : কোন ভারতীয় শাসক সর্বপ্রথম মহম্মদ ঘােরীকে পরাজিত করেছিলেন ? উত্তর : পৃথ্বীরাজ চৌহান । ৫৭। প্রশ্ন : মহম্মদ ঘােরীর কোন সেনাপতি বাংলা ও বিহারকে মুসলিম শাসনের অন্তর্ভুক্ত করেছিলেন ? উত্তর : বখতিয়ার খিলজী । ৫৮। প্রশ্ন : ফ্রান্সের প্রথম কনসাল কে ছিলেন ? উত্তর : নেপােলিয়ন বােনাপার্ট । ৫৯। প্রশ্ন : লােদী রাজবংশের প্রতিষ্ঠাতা কে ? উত্তর : বহলুল লােদী । ৬০। প্রশ্ন : কোন গির্জাকে কেন্দ্র করে ‘ ক্রিমিয়ার যুদ্ধ ’ হয়েছিল ? উত্তর : জেরুজালেমের গ্রোটোর গির্জা । ৬১। প্রশ্ন : স্বাধীন গ্রিসের প্রথম রাজা কে ছিলেন ? উত্তর : ব্যাভেরিয়া রাজবংশের প্রথম অটো । ৬২। প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া কোম্পানি দক্ষিণ ভারতের কোথায় তাদের প্রথম ঘাঁটি স্থাপন করে ? উত্তর : মসুলিপত্তন । ৬৩। প্রশ্ন : ১৯৩৭ সালে কংগ্রেস মন্ত্রিসভা গঠনের পর কখন তারা পদত্যাগ করে ? উত্তর : ১৯৩৯ । ৬৪। প্রশ্ন : ‘ পূর্ণ মানবতাবাদ ’এর সঙ্গে কে জড়িত ছিলেন ? উত্তর : মানবেন্দ্রনাথ রায় । ৬৫। প্রশ্ন : ‘ নাট্যাভিনয় আইন ’ কে পাশ করেছিলেন ? উত্তর : লিটন । ৬৬। প্রশ্ন : মােহনদাস করমচাদ গান্ধী তার ‘ কাইজার – ই – হিন্দ ’ পদক ফিরিয়ে দিয়েছিলেন কেন ? তুরস্কের প্রতি সুবিচার না করতে চাওয়া । ৬৭। প্রশ্ন : ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তেল পাওয়া যায় ? উত্তর : উত্তর পূর্ব অসমে । ৬৮। প্রশ্ন : গ্রানাইট শিলা গঠিত অঞ্চলের ভূমিরূপ কেমন হয় ? উত্তর : গােলাকার । ৬৯। প্রশ্ন : মের প্রদেশের কাছাকাছি স্থানসমূহের অক্ষাংশকে কী বলে ? উত্তর : উচ্চ অক্ষাংশ । ৭০। প্রশ্ন : ভাবরের দক্ষিণে জঙ্গলে ঢাকা জলাভূমিকে কী বলে ? তউত্তর : রাই । ৭১। প্রশ্ন : স্টিভেনসন স্ক্রিনের সাহায্যে কী করা হয় ? উত্তর : বায়ুর উষ্ণতা পরিমাপ করা হয় । ৭২। প্রশ্ন : তির্যক বালিয়াড়ির আরেক নাম কী ? উত্তর : বারখন । ৭৩। প্রশ্ন : বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ , ঝড় – ঝঞ্জা ইত্যাদি সৃষ্টি হয় ? উত্তর : ট্রপপাস্ফিয়ার । ৭৪। প্রশ্ন : শাল , সেগুন , চন্দন ইত্যাদি গাছ কী জাতীয় বনভূমির অন্তর্গত ? উত্তর : পর্ণমােচী বনভূমি । ৭৫। প্রশ্ন : কালবৈশাখীর সময় উত্তর – পশ্চিম আকাশে কী মেঘ দেখা যায় ? উত্তর : কিউমুলাে – নিম্বাস । আরও পড়ুন ……………… Current Affairs In Hindi ( 02 February 2022 ) Current Affairs In Hindi ( 03 February 2022 ) Current Affairs In Hindi ( 04 February 2022 ) Current Affairs In Hindi (05 February 2022) Class 9 Physical Science Model Activity Task January 2022 SSC GD Question Paper 2021 In Hindi केन्द्र सरकार द्वारा घोषित कुछ योजनाएँ २०१४-२०१६ ৭৬। প্রশ্ন : জার্মানির ‘ ব্ল্যাক ফরেস্ট ’ কী জাতীয় পর্বত ? উত্তর : ধ্রুপ পর্বত । ৭৭। প্রশ্ন : কোন মৃত্তিকায় ধাতব উপাদান বেশি থাকে ? উত্তর : পার্বত্য মৃত্তিকায় । ৭৮। প্রশ্ন : দক্ষিণ ভারতের সর্বোচচ পর্বতশৃঙ্গটির নাম কী ? উত্তর : আনাইমুদি । ৭৯। প্রশ্ন : ভারতের দীর্ঘতম খাল কোনটি ? উত্তর : ইন্দিরা গান্ধী খাল ( রাজস্থানে আছে ) । ৮০। প্রশ্ন : ভারতের পূর্ব উপকূলের একটি উপহ্রদের নাম কী ? উত্তর : চিল্কা । ৮১. ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যাবুদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে । ( A ) ভারতের রাষ্ট্র পতি ( B ) লােকসভা ( C ) ভারতের প্রধান বিচারপতি ( D ) আইন কমিশন । ৮২. Hausla 2018 সম্পকীয় নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করাে – 1. It is an initiative of Ministry of Minority Affairs 2. It provides a platform to children living in Child Care Institutions ( CCls ) to showcase their skills . এই বিবৃতিগুলির মধ্যে কোনটি / কোনগুলি সঠিক ? ( A ) কেবলমাত্র 1 ( B ) কেবলমাত্র 2 ( C ) 1 ও 2 উভয়ই ( D ) 1 বা 2 কোনােটিই নয় , ৮৩. অতি সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক প্রকাশিত ‘ Ease of Doing Business Report 2019 ‘ অনুযায়ী ভারতের স্থান । ( A ) 67 তম ( B ) 77 তম ( C ) 87 তম ( D ) 100 তম ৮৪. PCA শব্দসংক্ষেপটি কী- মূল শব্দ বােঝায় ? ( A ) Public Current Account ( B ) Principles of Corporate Accounting ( C ) Prompt Corrective Action ( D ) Public Channel Agency ৮৫. Regional Comprehensive Economic Programme ( RCEP ) সম্পর্কিত বিবৃতিগুলি বিচার করাে । 1. It is an economic cooperation for the Chinaled free trade 2. It is a counter cooperation for the America led trans- Pacific partnership 3. In the countries involved in this cooperation Indian Professionals will have job market . E নিম্নলিখিত code ব্যবহার করে সঠিক উত্তর নির্দেশ করাে । ( A ) কেবলমাত্র 1 ও 2 ( B ) কেবলমাত্র 1 ও 3 ( C ) কেবলমাত্র 2 ও 3 ( D ) উপরের সবগুলি ৮৬. সঠিক তারিখ ও বছর চিহ্নিত করুন , যখন থেকে ভারতীয় সংবিধান আরােপিত কার্যকর হয়েছিল ? ( A ) 15th August , 1947 ( B ) 24th July , 1948 ( C ) 20th January , 1951 ( D ) 26th January , 1950 ৮৭. ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির কর্তব্য হল পার্লামেন্টের ডেস্কে ( লােকসভার টেবিলে ) উপস্থাপন করা নিম্নলিখিতগুলি – 1. Recommendations of Union Finance Commission ( কেন্দ্রীয় ফিনান্স কমিশনের সুপারিশগুলি ) 2. Public Accounts Committee – 47 Report 3. Comptroller and Auditor General 43 report 4. National Scheduled Caste Commission – 45 Report Which of the statements given above is / are correct ? ( A ) কেবলমাত্র 1 ( B ) 2 ও 4 ( C ) 1 , 3 ও 4 ( D ) 1 , 2 , 3 ও 4 ৮৮. নিম্নলিখিত সংস্থা বা সংগঠনগুলির মধ্যে কোনটি প্রকাশিত করে – 63 – ‘ Agricultural Marketing and Farm Friendly Reforms Index ‘ ? ( A ) NITI Aayog ( B ) Ministry of Agriculture ( C ) Commission for Agricultural Costs and Prices ( CACP ) ( D ) কোনটিই নয় ৮৯. ‘ United Sovereign Bengal ‘ -97 advocate ( 75 CU একজন ছিলেন । ( A ) H.S. Surhawardi ( B ) Shyamaprasad Mukherjee ( C ) Maulana Abdul Kalam Azad- ( D ) উপরের কেউই নন । ৯০. সকল নাগরিকের কথা বলাও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন Article এ নিশ্চিত করা হয়েছে ? ( A ) Article 16 ( B ) Article 17 ( C ) Article 18 ( D ) Article 19 ৯১. ECF কী ? ( A ) Economic Capital Framework ( B ) Equity Cash Flow ( C ) Entity Concept Fund ( D ) উপরের কোনটিই নয় ৯২. ভারতীয় সংবিধানের কোন তালিকায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টন করেছে ? ( A ) First Schedule ( B ) Second Schedule ( C ) Sixth Schedule ( D ) Seventh Schedule ৯৩. ভারতীয় সংবিধানের ৪6 নং সংশােধনে Directive Principle -এ পরিবর্তন করা হয়েছে । কোনটির জন্য ? ( A ) early childhood care and education for all children until they complete the age of six years ( B ) the state to provide free legal aid ( C ) encouraging village panchayats ( D ) prohibiting intoxicating drinks and drugs injurious to health ৯৪. কোন রাজ্যে- District Judge নিযুক্ত হন ? ( A ) Governor দ্বারা ( B ) High Court – এর প্রধান বিচারক দ্বারা । ( C ) রাজ্যের কাউন্সিল অব মিনিস্টারস দ্বারা ( D ) রাজ্যের Advocate General দ্বারা । ৯৫. ভারতের রাষ্ট্র পতির ক্ষেত্রে অভিযােগ যায় । ( A ) পালামেন্টের উভয় কক্ষের যেকোনটিতে ( B ) পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ যৌথ অধিবেশনে । ( C ) লােকসভায় এককভাবে ( D ) রাজ্যসভায় এককভাবে ৯৬. নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার কর : Public Accounts এর উপর Parliamentary Committee 1. লােকসভায় 25 জন সদস্য -এর অধিক গঠিত হয় । 2. কেবলমাত্র আইনি ও বৈধতার নিরিখে public expenditure পরীক্ষা করে না । কোনরকম technical অনিয়ম আছে কিনা । জানার জন্য , উপরন্ত অথনৈতিক , স্বচ্ছতা , জ্ঞান ও যথার্থতা দেখার জন্যও পরীক্ষিত হয় 3. ভারতের Comptroller এবং Auditor General – এর রিপাের্ট পরীক্ষার জন্য উপরিউল্লিখিত কোন উত্তর বা উত্তরগুলি সঠিক ? ( A ) কেবলমাত্র 1 ( B ) 2 ও 3 ( C ) কেবলমাত্র 3 ( D ) 1 , 2 ও 3 ৯৭. নিম্মলিখিত কোন সংবিধানিক আধিকারিকের ক্ষমা করার ক্ষমতা আছে ? ( A ) রাষ্ট্রপতি ( B ) রাষ্ট্রপতির এবং কোন রাজ্যের রাজ্যপালের ( C ) রাজ্যপালের ( D ) ভারতীয় সুপ্রিম কোর্টের মুখ্য বা প্রধান বিচারকের ৯৮. ভারতীয় সংবিধানে আর্টিকেল 280 -তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে ? ( A ) পরিকল্পনা কমিশন ( B ) আন্তঃরাজ্য কাউন্সিল ( C ) নদীর জলসংক্রান্ত ট্রাইব্যুনাল ( D ) অর্থ কমিশন । ৯৯. ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রকার- ( A ) একস্তরে ( B ) দ্বিস্তরে ( C ) তিনস্তরে ( D ) চারস্তরে । ১০০. ভারতীয় , সংবিধানের সংশােধনগুলির মধ্যে কোন সংশােধন লােকসভা ও রাজ্যে বিধানসভায় SC ও ST -র জন্য সংরক্ষণ সম্পর্কিত আর অ্যাংলাে ভারতীয়দের প্রতিনিধি লােকসভায় ও রাজ্যে বিধানসভায় থাকার ব্যাপারে সম্পর্কিত ? ( A ) 54 তম সংশােধন ( B ) 63 তম সংশােধন ( C ) 111 তম সংশােধন ( D ) 79 তম সংশােধন আশা করি এই ( GK PDF In Bengali ) GK DOSE টি থেকে আপনারা খুব ভালো একটা Result পাবেন । যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই ( GK PDF In Bengali ) GK DOSE টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে ( GK PDF In Bengali ) এই PDF টির লিংক । তাই বেশি দেরি না করে PDF ( GK PDF In Bengali ) টি Download করে নিন। File Details : Name : Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali Language : Bengali Size : 225.4KB No of Page : 10/10 Download Link : Click Here For Download