Skip to content

FST 2nd Year Question Answer

FST 2nd Year Question Answer

FST 2nd Year Question Answer

নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি হুবহু কমনযোগ্য BDP FST LIVE EXAM এর প্রশ্ন উত্তর অর্থাৎ FST 2nd Year Question Answer। এই প্রশ্ন গুলি ভালো করে করলেই 20 টি প্রশ্নের মধ্য়ে 20 টিই common পাবেন ।

1 ) সিন্ধু সভ্যতার বিকাশ কবে ঘটেছিল
A ) 600-300 খ্রিস্টপূর্বাব্দে
B ) 2700-1750 খ্রিস্টপূর্বাব্দে ( ans )
C ) 1000-600 খ্রিস্টপূর্বাব্দে
D ) 3000-2000 খ্রিস্টপূর্বাব্দে

2 ) রক্তের ক্যান্সার রোগের প্রতিষেধক ঔষধ ‘ ভিনক্রিস্টিন ‘ পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে ?
A ) সিনকোনা
B ) সর্পগন্ধা
C ) জবা
D ) নয়ন তারা ( ans )

3 ) গ্যালিলিয়ান উপগ্রহের সংখ্যা কয়টি ?
A ) 10
B ) 1
C ) 4 ( ans )
D ) 8

4 ) নিউটনের মহাকর্ষ বাঁধ কোন গ্রন্থে লিপিবদ্ধ আছে ?
A ) De Philosophiae Naturalis Principia Mathematica ( ans )
B ) Origin Of Species
C ) Dialogues Concerning Two New Sciences
D ) Sidereus Nuncius

5 ) পোলিও কি ঘটিত রোগ ?
A ) ভাইরাস ( ans )
B ) ব্যাকটেরিয়া
C ) প্রোটোজোয়া
D ) ছত্রাক

6 ) একাধিক পৌষ্টিক স্তরে থাকে এমন এক জীবের উদাহরণ দিন হার
A ) মানুষ ( ans )
B ) গরু
C ) মাছ
D ) বটগাছ

7 ) কেন্দ্রীয় সরকারের পরিবেশ দপ্তর স্থাপিত হয় কত সালে ?
A ) 1986
B ) 1972
C ) 1980 ( ans )
D ) 1981

৪ ) লেন্সের সাহায্যে প্রথম ব্যাকটেরিয়া দেখেছিলেন কে ?
A ) জে সি বোস
B ) গ্যালিলিও
C ) লিউয়েন হোয়েক ( ans )
D ) রবার্ট হুক

9 ) একটি নির্দিষ্ট ধরনের খাদ্য গ্রহণকারী মানুষেরা নিজেদের পরস্পরের আত্মীয় এবং একই জনগোষ্ঠীর সদস্য বলে চিহ্নিত করতে শুরু করে এই বিশেষ খাদ্যটি কে কি বলা হয় ?
A ) শস্য
B ) ট্যাবু
C ) টোটেম ( ans )
D ) সটেম

10 ) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
A ) ভিটামিন A
B ) ভিটামিন C ( ans )
C ) ভিটামিন D
D ) ভিটামিন E

11 ) বাস্তু বিদ্যার দিক থেকে বলতে গেলে পৃথিবীর প্রাচীনতম বৃহত্তম বাস্তু তন্ত্রের উদাহরণ কোনটি ?
A ) পুকুর
B ) জলাভূমি
C ) সমুদ্র ( ans )
D ) মরুভূমি

12 ) মঙ্গল আর বৃহস্পতির কক্ষ দুটির মধ্যে ব্যবধান কত ?
A ) 70 কোটি কিমি
B ) 21 কোটি কিমি
C ) 11 কোটি কিমি
D ) 55 কোটি কিমি ( ans )

13 ) ‘ পৃথিবী সূর্যকে পরিক্রমা করে ‘ কার প্রস্তাব ছিল ?
A ) গ্যালিলিও ( ans )
B ) ল্যামার্ক
C ) ডারউইন
D ) টলেমি

14 ) অন্তর্দেশীয় মৎস্য চাষ কে কয় ভাগে ভাগ করা যায় ?
A ) 8
B ) 2 ( ans )
C ) 10 }
D ) 7

আরও পড়ুন……..

Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
MCQ Questions and Answers
ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF – Folk dances of different states
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
ভারতের খনিজ তেল শোধনাগার – List of Oil Refineries in India

15 ) ভিটামিন A কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে কোন ভিটামিন ?
A ) ভিটামিন E
B ) ভিটামিন C ( ans )
C ) ভিটামিন D
D ) ভিটামিন B

16 ) পৃথিবীতে প্রতি বর্গ সেন্টিমিটার এ সূর্যের বিকিরিত আলোক শক্তির পরিমাণ কত ?
A ) 10 ক্যালোরি
B ) 20000 কিলোক্যালরি
C ) 300 কিলোক্যালরি
D ) 500 কিলো ক্যালোরি ( ans )

17 ) ট্রপোস্ফিয়ারের অক্সিজেনের পরিমাণ কত শতাংশ ?
A ) 71 %
B ) 21 % ( ans )
C ) 18 %
D ) 3 %

18 ) জৈব প্রভা আছে এমন একটি জীবের উদাহরণ দিন |
A ) হাঙ্গর
B ) তিমি মাছ
C ) স্টারফিশ
D ) জেলিফিশ ( ans )

19 ) চিকিৎসা ক্ষেত্রে নাড়ির স্পন্দনের ব্যবহার কে চালু করেন ?
A ) ইরাসিসট্রেটিকস
B ) হিপোক্রেটিস
C ) হিরোফিলাস ( ans )
D ) গ্যালেন

20 ) ভাস্কো – ডা – গামা আফ্রিকার উত্তমাশা অন্তরীপ – এর পথে কত সালে ভারতে পৌঁছান ?
A ) 1550 সালে
B ) 1497 সালে ( ans )
C ) 1597 সালে
D ) 1488 সালে

21 ) গোলাকার গম্বুজের প্রথম উদাহরণ ‘ আলাই দরওয়াজা ‘ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
A ) 1457 সালে
B ) 1301 সালে
C ) 1497 সালে
D ) 1305 সালে ( ans )

22 ) জোয়ার , বাজরা রাগি এইসব উদ্ভিদ প্রজাতি কোথা থেকে আমাদের দেশে আনা হয়েছিল ?
A ) আফ্রিকা ( ans )
B ) ইউরোপ
C ) আমেরিকা
D ) অস্ট্রেলিয়া

23 ) চিপকো আন্দোলন কোথায় সংঘটিত হয় ?
A ) গুজরাট
B ) উত্তর প্রদেশ ( ans )
C ) কেরালা
D ) রাজস্থান

24 ) প্রকৃতির প্রোটিন কারখানা বলা হয় কোন প্রাণীকে ?
A ) হরিণ
B ) মুরগি
C ) শুয়োর
D ) গরু ( ans )

25 ) দেহের ইন্দ্রিয় স্থানগুলির গ্রাহক কোষ থেকে নার্ভতন্ত্রের সংকেত বহন করে কোন নিউরন ?
A ) চেষ্টীয় নিউরন
B ) অন্তর নিউরন
C ) A ও B কোনোটিই নয়
D ) সংজ্ঞাবহ নিউরন ( ans )

26 ) কসমস পুস্তকটি কার লেখা ?
A ) এডউইন হাবল
B ) কার্ল সাগান ( ans )
C ) কোপার্নিকাস
D ) গ্যালিলিও

27 ) গাঙ্গেয় সমতলে প্রাপ্ত খ্রিস্টপূর্ব 1000-600 সময়কার মৃৎপাত্র গুলি কে কি বলা হয় ?
A ) প্রাচীন মৃৎপাত্র
B ) আধুনিক মৃৎপাত্র
C ) চিত্রিত মৃৎপাত্র ( ans )
D ) গাঙ্গেয় মৃৎপাত্র

28 ) আর্যরা পূর্ব দিকে অগ্রসর হবার সময় নতুন একশ্রেণীর সৃষ্টি হয় তাদেরকে কি বলে ?
A ) মহাজন
B ) দাস
C ) ব্রাহ্মণ ( ans )
D ) শূদ্র

29 ) গ্রহদের প্রকৃত গতিবেগ জানার জন্য ‘ চক্রের মধ্যে চক্র ‘ পদ্ধতিটি কার আবিষ্কার ?
A ) হিপ্পার্কাস
B ) গ্যালিলিও
C ) ল্যামার্ক
D ) টলেমি ( ans )

covered topic- FST 2nd Year Question Answer, BDP 2nd YEAR FST Question Answer, nsou fst suggestion 2nd year, 2021 NSOU 2ND YEAR COMPULSORY PAPER

Share this

Related Posts

Comment us

2 thoughts on “FST 2nd Year Question Answer”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page