নমস্কার প্রিয় পাঠকেরা, আজ আমরা আপনাদের কাছে শেয়ার করছি India First Chief Minister Name List অর্থাৎ ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম এর তালিকা pdf। এই বিষয় থেকে প্রতি সরকারী পরীক্ষায় সাধারনত একটি প্রশ্ন এসেই থাকে । সমস্ত রকম সরকারী চাকরির পরীক্ষার Syllabus কে অনুসরণ করে তথ্য টি বানানো হয়েছে। আশা করি এই রকম গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন আর এই নোটসটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে । এটিকে অফলাইন এ পড়ার জন্য ডাউনলোড করে নিন।
ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম এর তালিকা pdf (First Chief Ministers of Indian States)
রাজ্যের নাম | মুখ্যমন্ত্রীর নাম |
---|---|
অন্ধ্রপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | নিলম সঞ্জীব রেডিড |
অরুণাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | প্রেমখান্দু তুঙ্গন |
আসামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | গােপীনাথ বরদোলৈ |
বিহারের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | কৃষ্ণ সিং |
ছত্রিশগড় এর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | অজিত যােগী |
গােয়ার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | দয়ানন্দ শ্রী বন্দোদকর |
গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | জে এন মেহতা |
হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | বি ডি শর্মা |
হিমাচল প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | ওয়াই এস পরমার |
ঝাড়খন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | বাবুলাল মারান্ডি |
কর্ণাটকের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | কে সি রেডিড |
কেরালার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | ই এম এস নাম্বুদিরিপাদ |
মধ্যপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | বরিশংকর শুক্লা |
মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | ওয়াই চৌহান |
মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | মাইরেম্বাম কোইরেঙ্গসিং |
মেঘালয়ের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | ডাব্ল এ সাংমা |
মিজোরামের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | সি চুঙ্গা |
নাগাল্যান্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | পি সিলুয়াও |
ওড়িশার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | কৃষ্ণচন্দ্র গজপতি |
পাঞ্জাবের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | জি সি ভারগব |
রাজস্থানের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | এইচ এল শাস্ত্রী |
সিকিমের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | কে এল দর্জি |
তামিলনাড়ুর প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | সি এন আন্নাদুরাই |
তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | কে চন্দ্রশেখর রাও |
ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | শচীন্দ্রলাল সিং |
উত্তরপ্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | গােবিন্দবল্লভ পন্থ |
উত্তরাখন্ডের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | নিত্যানন্দ স্বামী |
পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | প্রফুল্লচন্দ্র ঘােষ |
জম্মু কাশ্মীরের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি ? | জি এম সাদিক |
আরও পড়ুন:
♦ ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ
♦ ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
♦ ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
♦ ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
♦ Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
♦ ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf
Related Questions
প্রশ্ন: গোয়ার রাজধানীর নাম কি ?
উত্তর: পানাজি
প্রশ্ন: ভারতে সবচেয়ে ছোট রাজ্যের নাম কি ?
বা ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কী ?
উত্তর: গোয়া
প্রশ্ন: ত্রিপুরার প্রথম রাজা কে ছিলেন ?
উত্তর: রাজা ঝুজারোফা
প্রশ্ন: ত্রিপুরার শেষ রাজা কে ছিলেন ?
উত্তর: কৃষ্ণ মানিক্য
প্রশ্ন: ত্রিপুরা মোট কয়টি জেলা আছে ?
উত্তর: ত্রিপুরা বর্তমানে আটটি জেলায় বিভক্ত।
প্রশ্ন: ত্রিপুরার কয়টি ব্লক আছে ?
উত্তর: 7 টি ব্লক আছে ।
প্রশ্ন: মধ্যপ্রদেশের কয়টি জেলা আছে ?
উত্তর: মধ্যপ্রদেশের মোট ৫২ টি জেলা দশটি বিভাগে বিভক্ত।
প্রশ্ন: নাগাল্যান্ডের কয়টি জেলা আছে ?
উত্তর: নাগাল্যান্ডের ১২টি জেলা রয়েছে ।
প্রশ্ন: বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?
উত্তর: কোশি নদীকে ‘বিহারের দুঃখ’ বলা হয়।
প্রশ্ন: বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় ?
উত্তর: দামোদর নদকে বাংলার দুঃখের নদী বলা হয়।
File Details :
Name : ভারতের প্রথম মুখ্যমন্ত্রীর নাম এর তালিকা pdf
Language : Bengali
Size : 147 KB
No of Page : 1 /1
Download Link : Click Here For Download