নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো Centre-State Relations In Indian constitution ( 245-300A ) যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই Centre-State Relations In Indian constitution ( 245-300A ) সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন।
• 245 : সংসদ ও রাজ্য আইনসভার আইন প্রণয়ন করার ক্ষমতা ।
• 246 : সংসদ ও রাজ্য আইনসভার আইন প্রণয়নের বিষয়সমূহ ।
• 247 : সংসদের ‘ অতিরিক্ত আদালত ‘ গঠনের এক্তিয়ার ।
• 248 : অবশিষ্ট ক্ষমতা সংসদকে প্রদান করা হয়েছে ।
• 249 : প্রয়োজনে সংসদের রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে ।
• 250 : জরুরি অবস্থাকালীন সময়ে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে সংসদের ভূমিকা ।
• 251 : জাতীয় স্বার্থের পরিপন্থী রাজ্য আইন বাতিল সংক্রান্ত বিষয় ।
• 252 : একাধিক রাজ্যের অনুরোধে রাজ্যতালিকাভুক্ত বিষয়ে সংসদের হস্তক্ষেপ ।
• 253 : আন্তর্জাতিক বিষয়ে রাজ্যকে এড়িয়ে আইন করতে পারে ।
• 254 : সংসদের আইনের সঙ্গে রাজ্যের আইনের সামঞ্জস্য
• 255 : কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য ।
• 256 : কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক এক্তিয়ার ।
• 257 : নির্দিষ্টক্ষেত্রে কেন্দ্র রাজ্যগুলিকে যে যে বিষয়ে নির্দেশ দিতে পারে ।
• 258 : কেন্দ্র প্রয়োজনে রাজ্যগুলিকে ক্ষমতা প্রদান করতে পারে ।
• 259 : বর্তমানে এই ধারা লুপ্ত ।
• 260 : দেশের বাইরে কোন অঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারের ক্ষমতা ।
• 261 : কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্কিত বিষয় ।
• 262 : আন্তঃরাজ্য নদী সম্পর্কিত বিষয়ে বিরোধ মীমাংসা ।
• 263 : আন্তঃরাজ্য পরিষদ গঠন ।
• 264 : কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের ব্যাখ্যা ।
• 265 : কর ( Tax ) সংক্রান্ত বিষয় ।
• 266 : কেন্দ্র ও রাজ্যের মধ্যে সঞ্চিত ব্যয় তহবিল সংক্রান্ত ।
• 267 : ভারত সরকারের আপাৎকালীন ব্যয় তহবিল সম্পর্কিত ।
• 268 : স্ট্যাম্প , ওষুধপত্রের উপর কর সংক্রান্ত বিষয়ে কেন্দ্র রাজ্যের সম্পর্ক ।
• 269 : সংগৃহীত কর রাজ্যগুলিকে বণ্টন বিষয়ে কেন্দ্রের ভূমিকা ।
• 270 : আয়কর , উৎপাদন প্রভৃতি কর কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টন ।
• 271 : কিছু ক্ষেত্রে কেন্দ্র অতিরিক্ত কর আরোপ করতে পারে ।
• 272 : বর্তমানে এই ধারা লুপ্ত ।
• 273 : পাট ও পাটজাত দ্রব্যের ওপর রপ্তানি শুল্ক বিষয়ক ।
• 274 : যে সমস্ত করের বিষয়ে রাজ্যের স্বার্থ জড়িয়ে সে বিষয়ক ।
• 275 : রাজ্যকে কেন্দ্রের আর্থিক প্যাকেজ সংক্রান্ত বিষয় ।
• 276 : পেশা , ব্যবস্থা ও চাকুরির ওপর রাজ্য সরকার আরোপিত কর ।
• 277 : সঞ্চয় সম্পর্কিত বিষয় ।
• 278 : বর্তমানে এই ধারা লুপ্ত ।
• 279 : জরুরি অবস্থার সময়ে কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্ক ।
• 280 : অর্থকমিশন গঠন ও কাজ ।
• 281 : অর্থকমিশনের সুপারিশ রাষ্ট্রপতিকে ।
• 282 : কেন্দ্র ও রাজ্যের সংগৃহীত রাজস্বের খরচ সংক্রান্ত বিষয় ।
• 283 : সঞ্চিত তহবিল , আপাৎকালীন তহবিল সহ অন্যান্য তহবিলের অর্থ জোগান ।
• 284 : আদালত ও সরকারি কর্মচারী কর্তৃক গৃহীত অর্থ ।
• 285 : রাজ্যের করের আওতা থেকে কেন্দ্র সরকারের সম্পত্তি অব্যাহতি ৷
• 286 : আমদানি ও রপ্তানির ওপর রাজ্য কর আরোপের এক্তিয়ার ।
• 287 : ভারত সরকারের কোন সংস্থা বিদ্যুৎ ব্যবহার করলে রাজ্যগুলি বিদ্যুৎ কর নেবে না ।
• 288 : রাষ্ট্রপতির পূর্ব অনুমতি ভিন্ন কোন রাজ্য জল বা বিদ্যুৎ উৎপাদনের ওপর কর নেবে না ।
• 289 : কেন্দ্রীয় করের আওতা থেকে রাজ্যকে অব্যাহতি ।
• 290 : পেনসনের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমঝোতা ।
• 291 : বর্তমানে এই ধারা লুপ্ত ।
• 292 : কেন্দ্র সরকার ঋণ ( দেশ / বিদেশ ) নিতে পারে ।
• 293 : অঙ্গারাজ্যগুলি কেবল দেশের মধ্য থেকে নিতে পারে ।
• 294 : কেন্দ্র ও রাজ্যের সম্পত্তি , অধিকার সম্পর্কিত বিষয় ।
• 295 : অন্যান্য ক্ষেত্রেও কেন্দ্র ও রাজ্যের সম্পদ অর্জনের ক্ষমতা ।
• 296-300 : কেন্দ্র ও রাজ্য সরকার কর্তৃক দায়িত্ব পালন ও কর্তব্য ।
• 300A : সাধারণভাবে ( জাতীয় স্বার্থ ছাড়া ) ব্যক্তিগত সম্পত্তির অধিকার ।
FILE DETAILS
Name : Centre-State Relations In Indian constitution ( 245-300A )
Language : Bengali
Size : 557KB
No of Page : 02
Download Link : Click Here For Download
Pingback: মৌলিক কর্তব্য - Fundamental duties of Indian Citizen – Studious
Very interesting