Skip to content

ভারতের প্রথম পুরুষ পিডিএফ

ভারতের প্রথম পুরুষ পিডিএফ-india first man list

নমস্কার বন্ধুরা ,আজ আপনাদের কাছে শেয়ার করবো ভারতের প্রথম পুরুষ পিডিএফ যেগুলি সমস্ত সরকারি ( রাজ্য ও সর্বভারতীয় ) চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে বা আসে। তাই আপনাদের সুবিধার্তে এই ভারতের প্রথম পুরুষ পিডিএফ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সারিবদ্ধ ভাবে দিলাম। এবং নীচে রয়েছে এই পি ডি এফ টির Download লিঙ্ক । তবে আর বেশি দেরি না করে যথশীঘ্রই পি ডি এফ টি সংগ্রহ করে রাখুন। 

ভারতের প্রথম পুরুষ পিডিএফ

প্রথম ( পুরুষ )নাম
1. গভর্নর জেনারেলওয়ারেন হেস্টিংস
2. ভাইসরয়লর্ড ক্যানিং
3. জাতীয় কংগ্রেসের সভাপতিউমেশচন্দ্র ব্যানার্জি
4. জাতীয় কংগ্রেসের মুসলিম সভাপতিবদরুদ্দিন তৈয়াবজি
5. স্বাধীন ভারতের গভর্নর জেনারেললর্ড মাউন্টব্যাটেন
6. স্বাধীন ভারতের গভর্নর জেনারেল ( ভারতীয় )চক্রবর্তী রাজাগোপালাচারি
7. আই সি এস উত্তীর্ণসুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
8. আই সি এস অফিসারসত্যেন্দ্রনাথ ঠাকুর
9. ভারতীয় প্রজাতন্ত্রের রাষ্ট্রপতিড . রাজেন্দ্রপ্রসাদ
10. স্বাধীন ভারতের প্রধানমন্ত্রীপণ্ডিত জওহরলাল নেহরু
11. নোবেল পুরস্কার প্রাপক রবীন্দ্রনাথ ঠাকুর ( 1913 )
12.মুসলিম রাষ্ট্রপতিড . জাকির হুসেন
13. শিখ রাষ্ট্রপতিজ্ঞানি জৈল সিং
14. মহাকাশচারীরাকেশ শর্মা ( 1984 )
15. আন্তর্জাতিক আদালতের বিচারপতিবেনেগাল নরসিং রাও ( 1952 )
16. ভারতরত্ন পুরস্কার প্রাপকড . সর্বপল্লী রাধাকৃষ্ণণ, সি রাজাগোপালাচারি ও
ড . সি ভি রমন ( 1954 )
17. অকংগ্রেসি প্রধানমন্ত্রী / পুরো মেয়াদ শেষ
করার আগেই পদত্যাগী প্রধানমন্ত্রী
মোরারজি দেশাই
18. স্বাধীন ভারতের ভারতীয় কম্যান্ডার – ইন – চিফজেনারেল কে এম কারিয়াপ্পা
19. ফিল্ড মার্শালজেনারেল স্যাম মানেক্‌শ
20. রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যুড . জাকির হুসেন
21. প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মৃত্যুসি এন আন্নাদুরাই
22. সংসদে অংশগ্রহণ না করা প্রধানমন্ত্রীচরণ সিং
23. ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারুমিহির সেন ( 1958 )
24. জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকজি শঙ্কর কুরুপ ( 1965 )
25. লোকসভার অধ্যক্ষজি ভি মাভলাঙ্কার
26. লোকসভার বিরোধী দলনেতাএ কে গোপালন
27. উপরাষ্ট্রপতিড . সর্বপল্লী রাধাকৃষ্ণণ
28. শিক্ষামন্ত্রীমৌলানা আবুল কালাম আজাদ
29. উপপ্রধানমন্ত্রী / স্বরাষ্ট্রমন্ত্রীসর্দার বল্লভভাই প্যাটেল
30. চিফ অব্ দ্য আর্মি স্টাফজেনারেল মহারাজ শ্রী রাজেন্দ্রসিংজি জাডেজা
31. ভারতীয় এয়ার চিফ মার্শালএয়ার মার্শাল সুব্রত মুখার্জী
32. চিফ অব্ দ্য নাভাল স্টাফভাইস অ্যাডমিরাল রাম দাস কাটারি
33. পরমবীর চক্র প্রাপকমেজর সোমনাথ শর্মা
34. নোবেল পুরস্কার প্রাপক বিজ্ঞানীড . সি ভি রমন ( পদার্থবিদ্যায়,1930 সালে )
35. মুখ্য নির্বাচন কমিশনারসুকুমার সেন
36. ম্যাগসেসে পুরস্কার বিজেতাআচার্য বিনোবা ভাবে ( 1958 )
37. চৈনিক পরিব্রাজকফা হিয়েন
38. প্রধান বিচারপতিহরিলাল জে কানিয়া
39. কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে পদত্যাগ করা মন্ত্রীশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়
40. ভারতরত্ন প্রাপক বিদেশি ব্যক্তিখান আবদুল গফ্ফর খান ( 1987 )
41. অক্সিজেন সিলিন্ডার ছাড়া মাউন্ট এভারেস্ট
আরোহণকারী
শেরপা ফু দোরজি
42. অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রাপকঅমর্ত্য সেন ( 1998 )
43. ভারতীয় বংশোদ্ভূত নোবেল শান্তি পুরস্কার প্রাপককৈলাশ সত্যর্থী
44. ভারতীয় পাইলটজে আর ডি টাটা ( 1929 )
45. অ্যান্টার্কটিকা বিজয়ীলেফটেন্যান্ট রামচরণ ( 1960 )
46. দু – বার মাউন্ট এভারেস্ট আরোহণকারীনওয়াং গোমবু
47. দক্ষিণ মেরু বিজয়ীকর্নেল জে কে বাজাজ
48. উত্তর মেরু বিজয়ীজগন্নাথন শ্রীনিবাসারাঘবন
49. ভারতে আসা আমেরিকার রাষ্ট্রপতিডোয়াইট ডি আইসেনহাওয়ার ( 1959 )
50. ভারতে আসা ব্রিটিশ প্রধানমন্ত্রীহ্যারল্ড ম্যাকমিলান
51. ভারতের প্রথম দলিত রাষ্ট্রপতিকে আর নারায়ণন ( 10 তম )
52. বিশ্ব বিলিয়ার্ডস ট্রফি বিজেতাউইলসন জোনস্
53. মহাকাশ পর্যটকসন্তোষ জর্জ কুলাঙ্গারা
54. অস্কার পুরস্কার প্রাপক ( লাইফটাইম অ্যাচিভমেন্ট ) /
ভারতরত্ন প্রাপক চলচ্চিত্র পরিচালক
সত্যজিৎ রায়
55. অস্কার মনোনীত বিদেশি ভাষার ছবির পরিচালকমেহবুব খান ( 1957 , মাদার ইন্ডিয়া চলচ্চিত্রের জন্য )
56. অস্কার পুরস্কার প্রাপক সুরকার ( দুটি অস্কার )এ আর রহমান ( 2009 , স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য )
57. অস্কার পুরস্কার প্রাপক সাউন্ড ইঞ্জিনিয়াররাসুল পুকুটি ( 2009, ‘ স্লামডগ মিলিয়নিয়ার ’ চলচ্চিত্রের জন্য )
58. ফর্মুলা ওয়ান গাড়িচালকনারায়ণ কার্তিকেয়ন
59. মিস্টার ইউনিভার্সমনোতোষ রায়
60. মিস্টার ওয়ার্ল্ডরোহিত খাণ্ডেলওয়াল
61. অলিম্পিক পদক জয়ী ( ব্রোঞ্জ )কে ডি যাদব ( 1952 , কুস্তি )
62. অলিম্পিক পদক জয়ী ( রুপো )রাজ্যবর্ধন সিং রাঠোর ( 2004 , ডাবল ট্র্যাপ শুটিং )
63. অলিম্পিক পদক জয়ী ( সোনা )অভিনব বিন্দ্রা ( 2008 , 10 মি এয়ার রাইফেল শুটিং )
64. টেস্ট ক্রিকেট অধিনায়কসি কে নাইডু ( 1932 )
65. ওয়ান ডে ক্রিকেট অধিনায়কঅজিত ওয়াদেকর
66. টেস্ট ক্রিকেটে শতরানকারীলালা অমরনাথ
67. ওয়ান ডে ক্রিকেটে শতরানকারীকপিল দেব
68. ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরানকারীসচিন তেন্ডুলকর
69. টেস্ট ক্রিকেটে ত্রি – শতরানকারীবীরেন্দ্র সহবাগ
70. টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিককারীহরভজন সিং
71. ওয়ান ডে ক্রিকেটে হ্যাটট্রিককারীচেতন শৰ্মা
ভারতের প্রথম পুরুষ পিডিএফ

Related Questions

প্রশ্ন: ভারতের প্রথম পুরুষ শহীদ কে ?
উঃ ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম ফাঁসির সাজা কার্যকারী হয় ১৯৪৯ সালের ১৫ই নভেম্বর এবং নভেম্বরের ১৫ তারিখে ফাঁসি দেওয়া হয়েছিল একসঙ্গে দু’জনকে। এই দু’জন হলেন- নাথুরাম গডসে ও নারায়ন আপ্তে।

প্রশ্ন: ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উঃ চার্লস জন ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন

প্রশ্ন: বাংলার প্রথম ভাইসরয় কে ছিলেন ?
উঃ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং

আরও পড়ুন………..
রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, রাসায়নিক বিক্রিয়ার কারণ ও বৈশিষ্ট্য
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য-Various Architectures of West Bengal
General Science Questions In Hindi
SSC GD GK Question In Hindi PDF

প্রশ্ন: ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ?
উঃ: ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং

প্রশ্ন: ভারতের প্রথম নীলকর কে ছিলেন ?
উঃ ভারতের প্রথম নীলকর সাহেব -লুই বোন্ন

প্রশ্ন: ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি ?
উঃ আধুনিক ভারতের প্রথম রাজনৈতিক সমিতি বা সংগঠন ছিল জমিদারি অ্যাসোসিয়েশন যা ভারতে 1838 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর প্রধান সদস্য ছিলেন রাজকমল সেন, ভবানীচরণ মিত্র এবং প্রসন্ন কুমার ঠাকুর।

প্রশ্ন: ভারতের প্রথম মহিলা শহীদ কে ?
উঃ ভারতের মুক্তিসংগ্রামে প্রীতিলতা অগ্নিযুগের প্রথম মহিলা শহীদ। 

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ?
উঃ তিনি স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন।

প্রশ্ন: পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি ?
উঃ পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী।

প্রশ্ন: ভারতের প্রথম শিক্ষা মন্ত্রীর নাম কী ?
উঃ ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী হন মৌলানা আবুল কালাম আজাদ ( ১৯৪৭ থেকে ১৯৫৮ ) 

FILE DETAILS :
NAME : ভারতের প্রথম পুরুষ পিডিএফ
LANGUAGE : BENGALI
SIZE : 755 KB
NO OF PAGE : 04
DOWNLOAD LINK : CLICK HERE FOR DOWNLOAD

Share this

Related Posts

Comment us

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page