Skip to content

ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)

ভারতের বিভিন্ন নদ নদীর তীরবর্তী শহর

ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর

নদনদী আমাদের জীবনের সঙ্গে কোন না কোন ভাবে জড়িয়ে আছে। আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। আর এই নদনদী গুলিকে কেন্দ্র করে গড়ে ওঠেছে বড় বড় শহর। আজ আপনাদের আলোচ্য বিষয় “নদ-নদীর তীরবর্তী শহর”। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ।

ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহরের গুলির তালিকা-

শহর নদ-নদী রাজ্য
আগ্রাযমুনা উত্তরপ্রদেশ
দিল্লীযমুনাদিল্লী
মথুরাযমুনাউত্তরপ্রদেশ
আহমেদাবাদসবরমতি গুজরাট
গান্ধীনগর সবরমতিগুজরাট
এলাহাবাদগঙ্গা-যমুনা-সরস্বতী সঙ্গমস্থলউত্তরপ্রদেশ
ভাগলপুরগঙ্গাবিহার
কানপুর গঙ্গা উত্তরপ্রদেশ
হরিদ্বারগঙ্গাউত্তরাখণ্ড
মুঙ্গেরগঙ্গাবিহার
বারানসী গঙ্গাউত্তরপ্রদেশ
অযোধ্যাসরযূউত্তরপ্রদেশ
কটক মহানদীউড়িষ্যা
সম্বলপুর মহানদীউড়িষ্যা
ডিব্রুগড়ব্রহ্মপুত্রআসাম
তেজপুর ব্রহ্মপুত্রআসাম
গুয়াহাটি ব্রহ্মপুত্রআসাম
হায়দ্রাবাদমুসি তেলেঙ্গনা
জামশেদপুরসুবর্ণরেখা ঝাড়খন্ড
লুধিয়ানা সুটলেজ/শতদ্রু পাঞ্জাব
নাসিক গোদাবরী মহারাষ্ট্র
শ্রীনগর ঝিলম /বিতস্তা জম্মু ও কাশ্মীর
মোনালি বিপাশা হিমাচলপ্রদেশ
সুরাট তাপ্তী গুজরাট
তিরুচিরাপল্লী কাবেরীতামিলনাড়ু
মহীশূর কাবেরীকর্নাটক
শ্রীরঙ্গপত্তনম কাবেরীকর্নাটক
উজ্জয়নী শিপ্রা মধ্যপ্রদেশ
পানাজি মান্ডবি গোয়া

ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর গুলি মনে রাখার সহজ উপায় ( বাক্যের মাধ্যমে)

গঙ্গা নদী= গঙ্গা হরির সাথে ভাট না বকে মুখে
হরি- হরিদ্দার, ভাট না- পাটনা, ভাগলপুর, ব – বারানসী।

ব্রহ্মপুত্র নদ= ব্রাহ্মণের ছেলে ডিগবাজিতে ধলসে গেল।
ডি – ডিব্রুগড়, গ- গুয়াহাটি, গোয়ালপাড়া, ধ – ধুবরি।

যমুনা নদী= যমুনা আমাদের মেয়ে।
আ- আগ্রা, মা – মথুরা, দ- দিল্লি।

গোদাবরী নদী= গোদা (মোটা) নানির আবদার বেশি।
না – নাসিক, নি – নিজামাবাদ, আবদার – আব্দা।

কৃষ্ণা নদী= কৃষ্ণর সাথে অর্জুন বিজয় লাভ করে।   
সাথে- সাতরা, বীজয়- বিজয়ওয়াড়া।

কাবেরী নদী=কাবেরী এক শ্রীমতীর নাম
শ্রী – শ্রীরঙ্গপত্তম,ম- মহীশূর, তি – তিরুচিরাপল্লী, থাঞ্জাভুর।

নর্মদা নদী= নম্র হলেও জব্দ ভালই করতে পারে
জব্দ- জব্বলপুর।

তাপ্তী নদী= তাপে শরীরের জল শুকিয়ে গেলো।
শরীর – সুরাট, জল – জলগাও

মহানদী= মহান ব্যক্তির একমাত্র কথাই সম্বল।
সম্বল – সম্বলপূর, কথা – কটক।

চম্পল নদী= কাটা চপ্পল পরা যাই না।
কাটা – কোটা, কোওহ।

সুবর্ণরেখা নদী= জামের রং সুন্দর অর্থ্যৎ সুবর্ণ।
জাম – জামশেদপুর।

সবরমতী নদী= সবরমতী আশ্রম থেকে ডান্ডি অভিযানের আহ্বান জানান।
গান্ধীজী – গান্ধিনগর, আহ্বান – আহমেদাবাদ, ডান্ডি।

মাহী নদী= মাহি (Ms Dhoni) ভদ্র প্লেয়ার।
ভদ্র – ভোদদরা।

সরযূ= সূর্য ভালো যোদ্ধা নয় না বা অযোদ্ধা
অযোদ্ধা – অযোধ্যা।

ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর এর PDF FILE টি ডাউনলোড করার জন্য নিচে click করুন।

File- ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর.pdf
Size- 182kb
To get this file click here

আশা করি বন্ধুরা এই post টি আপনাদের খুবই ভালো লাগবে। ভবিষ্যতে এরকম POST পাওয়ার জন্য আমাদের WHATSAPP GROUP এর যোগ যুক্ত হন।

Share this

Related Posts

Comment us

13 thoughts on “ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)”

  1. Pingback: বাংলা সাহিত্যে সাহিত্যিক ও তাঁদের ছদ্মনামের তালিকা PDF – Studious

  2. Pingback: ভারতের সমস্ত রাজ্যের রাজধানীর নাম এর তালিকা পিডিএফ – Studious

  3. Pingback: ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ  – Studious

  4. Pingback: ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ  – Studious

  5. Pingback: সিন্ধু সভ্যতার নগরগুলির বৈশিষ্ট্য - Indus Civilization – Studious

  6. Pingback: ভারতের ঐতিহাসিক সন্ধি/চুক্তি - Historic treaty / agreement of India – Studious

  7. Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য PDF - Folk dances of different states – Studious

  8. Pingback: বিভিন্ন ধাতুর আকরিকের নাম - List of Metals and Their Ores – Studious

  9. Pingback: সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম - CM List of India 2021 PDF – Studious

  10. Pingback: ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা – Studious

  11. Pingback: ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব - Festivals of different states of India – Studious

  12. Pingback: বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর সমূহ- List Of Internationals Organization And Their Headquarters – Studious

  13. Pingback: পশ্চিমবঙ্গের বিমানবন্দরের তালিকা PDF – Studious

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page