প্রিয় ছাত্র ছাত্রী আজ আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া অষ্টম শ্রেণীর জন্য মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট 5 (new class 8 science model activity task 2021)। আশা করি ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। তো শুরু করা যাক class 8 model activity task 2021 part 5 er কোয়েশ্চন গুলো
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে –
(ক) পরিবহণ ও পরিচলন পদ্ধতিতে।
(খ) পরিবহণ ও বিকিরণ পদ্ধতিতে
(গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে
(ঘ) বিকিরণ পদ্ধতিতে
উত্তর : (ঘ) বিকিরণ পদ্ধতিতে
১.২ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলাে :
( ক ) সােডিয়াম ক্লোরাইড
( খ ) অ্যামােনিয়াম সালফেট
( গ ) গুকোজ
( ঘ ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তর : ( গ ) গ্লুকোজ
১.৩ ডিম পােনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলাে
( ক ) সঞ্চয়ী পুকুর হ্যাচারি
( গ ) পালন পুকুর
( ঘ ) আঁতুর পুকুর
উত্তর : : ( ঘ ) আঁতুর পুকুর
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখাে।
উত্তর : আলুর মধ্যে উপস্থিত ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে | 2H2O2 + 2H2O + 02
২.২ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য ?
উত্তর : উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে থাকা বিভব পার্থক্যের কারণেই বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব হয় | বায়ুর মধ্যে উপস্থিত বিভন্নরকম আয়ন , আধানযুক্ত সুক্ষ্ম কণা উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বায়ুর মাধ্যমে এই তড়িৎচলাচল ঘটায়।
২.৩ মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ‘ডিপ litar’। লিটার কি?
উত্তর : আধুনিক পদ্ধতিতে মুরগি প্রতিপালন করার জন্য ঘরের মেঝেতে ছােটো ছােটো করে কাটা খড় অর্থাৎ বিচালি , কাঠের গুঁড়াে , শুকনাে পাতা , ধান , তুলােবীজ এবং যবের তুষ , ভুট্টা , আমের খােসা ইত্যাদি দিয়ে যে শয্যা তৈরী করা হয় , তাকেই লিটার বলে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন ?
উত্তর : বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক অণুগুলির সক্রিয়করণ শক্তির ( Activation Energy ) মান খুব বেশি হওয়ায় বিক্রিয়ক অণুগুলির বিক্রিয়া করার হার খুব কম হয়| সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলি সেই সক্রিয়করণ শক্তিমাত্রায় সহজেই পৌঁছে গিয়ে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়| এই কারণেই উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার বৃদ্ধি পায়|
৩.২ ইনফ্লুয়েঞ্জা রােগে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর : ইনফ্লুয়েঞ্জা রােগের লক্ষণগুলি হলাে : ভয়াবহ জ্বর , ঘাম , কাঁপুনি , মাথার যন্ত্রণা , গাঁটে গাঁটে ব্যথা , অত্যাধিক দুর্বলতা , বমি , ডায়ারিয়া প্রভৃতি |
৪. তিনটি – চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g °C | 70 গ্রাম ভরের তামার টুকরাের 20 ° C উষ্ণতা বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করাে ।
উত্তর : প্রদত্ত , তামার আপেক্ষিক তাপ ( s ) = 0.09 cal / g ° C ,
তামার টুকরাের ভর ( m ) = 70 গ্রাম
উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ( t ) = 20 ° C
আমরা জানি , কোনাে বস্তু কর্তৃক গৃহীত তাপ
Q = m × s × t
Q = 70 × 0.09 × 20 ক্যালােরি
= 126 ক্যালােরি
৪.২ ” জৈব সার অজৈব সারের চেয়ে ভাললা ” -বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে ।
উত্তর : জৈব সার অজৈব সারের তুলনায় অনেক ভালাে ।
1) জৈব সার মাটিতে জলশোষণ ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
2) জৈবসার মাটিকে রন্ধ্র যুক্ত করে । ফলে মাটির গভীরে সহজেই আলাে , বায়ু প্রভৃতি প্রবেশ করে ও মাটি উর্বর হয়ে ওঠে ।
3) জৈবসার মাটিতে থাকা অণুজীবের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
4) জৈবসার মাটিতে দ্রুত মিশে যায় ফলে , এটি কখনােই মাটির স্বাভাবিক গঠন ও কার্যক্ষমতা নষ্ট করে না ।
5) জৈবসার পরিবেশবান্ধব হওয়ায় কখনােই বায়ুদূষণ বা জলদূষণ ঘটায় না।
আশা করি class 8 science model activity task গুলির উত্তর তোমাদের ভালো লেগেছে। কোনো অসুবিধার জন্য আমাদের comment box a লিখতে ভুলবেন না।
Topic covered: new class 8 model activity task, class 8 science and environment model activity task 2021, class 8 new science model activity task, part 5 model activity task of class 8 science, science model activity task class 8, science and environment class 8 new model activity task 2021, August science model activity task