প্রিয় ছাত্র ছাত্রী আজ আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে দেওয়া অষ্টম শ্রেণীর জন্য মডেল অ্যাকটিভিটি টাস্ক পার্ট 5 (new class 8 science model activity task 2021)। আশা করি ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। তো শুরু করা যাক class 8 model activity task 2021 part 5 er কোয়েশ্চন গুলো
১. ঠিক উত্তর নির্বাচন করাে :
১.১ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে –
(ক) পরিবহণ ও পরিচলন পদ্ধতিতে।
(খ) পরিবহণ ও বিকিরণ পদ্ধতিতে
(গ) পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে
(ঘ) বিকিরণ পদ্ধতিতে
উত্তর : (ঘ) বিকিরণ পদ্ধতিতে
১.২ যেটি তড়িৎবিশ্লেষ্য নয় সেটি হলাে :
( ক ) সােডিয়াম ক্লোরাইড
( খ ) অ্যামােনিয়াম সালফেট
( গ ) গুকোজ
( ঘ ) অ্যাসেটিক অ্যাসিড
উত্তর : ( গ ) গ্লুকোজ
১.৩ ডিম পােনা প্রতিপালন করা হয় যেখানে সেটি হলাে
( ক ) সঞ্চয়ী পুকুর হ্যাচারি
( গ ) পালন পুকুর
( ঘ ) আঁতুর পুকুর
উত্তর : : ( ঘ ) আঁতুর পুকুর
২. সংক্ষিপ্ত উত্তর দাও :
২.১ আলুর যে এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে তার নাম লেখাে।
উত্তর : আলুর মধ্যে উপস্থিত ক্যাটালেজ এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে জল ও অক্সিজেনে ভেঙে ফেলে | 2H2O2 + 2H2O + 02
২.২ বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব কীসের জন্য ?
উত্তর : উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে থাকা বিভব পার্থক্যের কারণেই বায়ুর মধ্যে দিয়ে তড়িৎচলাচল ঘটা সম্ভব হয় | বায়ুর মধ্যে উপস্থিত বিভন্নরকম আয়ন , আধানযুক্ত সুক্ষ্ম কণা উপরের আকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বায়ুর মাধ্যমে এই তড়িৎচলাচল ঘটায়।
২.৩ মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ‘ডিপ litar’। লিটার কি?
উত্তর : আধুনিক পদ্ধতিতে মুরগি প্রতিপালন করার জন্য ঘরের মেঝেতে ছােটো ছােটো করে কাটা খড় অর্থাৎ বিচালি , কাঠের গুঁড়াে , শুকনাে পাতা , ধান , তুলােবীজ এবং যবের তুষ , ভুট্টা , আমের খােসা ইত্যাদি দিয়ে যে শয্যা তৈরী করা হয় , তাকেই লিটার বলে।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার হার বৃদ্ধি পায় কেন ?
উত্তর : বেশিরভাগ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক অণুগুলির সক্রিয়করণ শক্তির ( Activation Energy ) মান খুব বেশি হওয়ায় বিক্রিয়ক অণুগুলির বিক্রিয়া করার হার খুব কম হয়| সেই সমস্ত বিক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ক অণুগুলি সেই সক্রিয়করণ শক্তিমাত্রায় সহজেই পৌঁছে গিয়ে বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়| এই কারণেই উষ্ণতা বৃদ্ধিতে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ার বৃদ্ধি পায়|
৩.২ ইনফ্লুয়েঞ্জা রােগে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর : ইনফ্লুয়েঞ্জা রােগের লক্ষণগুলি হলাে : ভয়াবহ জ্বর , ঘাম , কাঁপুনি , মাথার যন্ত্রণা , গাঁটে গাঁটে ব্যথা , অত্যাধিক দুর্বলতা , বমি , ডায়ারিয়া প্রভৃতি |
৪. তিনটি – চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ তামার আপেক্ষিক তাপ 0.09 cal / g °C | 70 গ্রাম ভরের তামার টুকরাের 20 ° C উষ্ণতা বৃদ্ধি করতে হলে কত পরিমাণ তাপ লাগবে তা নির্ণয় করাে ।
উত্তর : প্রদত্ত , তামার আপেক্ষিক তাপ ( s ) = 0.09 cal / g ° C ,
তামার টুকরাের ভর ( m ) = 70 গ্রাম
উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ( t ) = 20 ° C
আমরা জানি , কোনাে বস্তু কর্তৃক গৃহীত তাপ
Q = m × s × t
Q = 70 × 0.09 × 20 ক্যালােরি
= 126 ক্যালােরি
৪.২ ” জৈব সার অজৈব সারের চেয়ে ভাললা ” -বক্তব্যটির যথার্থতা ব্যাখ্যা করাে ।
উত্তর : জৈব সার অজৈব সারের তুলনায় অনেক ভালাে ।
1) জৈব সার মাটিতে জলশোষণ ও জলধারণ ক্ষমতা বৃদ্ধি করে।
2) জৈবসার মাটিকে রন্ধ্র যুক্ত করে । ফলে মাটির গভীরে সহজেই আলাে , বায়ু প্রভৃতি প্রবেশ করে ও মাটি উর্বর হয়ে ওঠে ।
3) জৈবসার মাটিতে থাকা অণুজীবের সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয়।
4) জৈবসার মাটিতে দ্রুত মিশে যায় ফলে , এটি কখনােই মাটির স্বাভাবিক গঠন ও কার্যক্ষমতা নষ্ট করে না ।
5) জৈবসার পরিবেশবান্ধব হওয়ায় কখনােই বায়ুদূষণ বা জলদূষণ ঘটায় না।
আশা করি class 8 science model activity task গুলির উত্তর তোমাদের ভালো লেগেছে। কোনো অসুবিধার জন্য আমাদের comment box a লিখতে ভুলবেন না।
Topic covered: new class 8 model activity task, class 8 science and environment model activity task 2021, class 8 new science model activity task, part 5 model activity task of class 8 science, science model activity task class 8, science and environment class 8 new model activity task 2021, August science model activity task
3 er question gulo each 3 Mark’s er but ek theke dui line er moddhe likhte boleche tai eto boro likhle number ki katbe.
3 er question gulo each 3 Mark’s er but ek theke dui line er moddhe likhte boleche tai eto boro likhle number ki katbe. Baki gulo thikache
na na number katbe na but kheyal rakhben beshie boro jno na hoy thank you
thank you sir