WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali

নমস্কার বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পুলিশ কনষ্টেবল পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আজ আমি আপনাদের কাছে শেয়ার করছি WBP Math Practice Set pdf Math Practice Set pdf in Bengali যেটির মধ্যে পশ্চিমবঙ্গ পুলিশের Syllabus কে অনুসরণ করে 30 টি Math দেওয়া আছে । আশা করি এই Practice গুলির মাধ্যমে আপনাদের প্রস্তুতিটা খুব মজবুত করে তুলবেন। এই Math Practice Set টির উত্তর পত্রগুলি অপশন এর মধ্যে দেওয়া আছে।

WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali

১. একটি বৃত্তের ব্যাসার্ধ 10 % হ্রাস পেলে বৃত্তটির ক্ষেত্রফল কত হ্রাস পাবে ?

( a ) 10 %

( b ) 15 %

( c ) 19 %

( d ) 29 %

২. তিনটি সংখ্যার সমষ্টি 183 , প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2 : 5 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 3 : 8 হলে , দ্বিতীয় সংখ্যা :

( a ) 30

( b ) 60

( c ) 75

( d ) 45

৩. 24 জন শ্রমিক 30 দিনে 600 টি জামা সেলাই করতে পারেন । 12 দিনে 210 টি জামা সেলাই করতে শ্রমিকের সংখ্যা :

( a ) 14

( b ) 21

( c ) 16

( d ) 18

৪. লবণ ও জলের দ্রবণে 12 % লবণ আছে । এরূপ ৪ লিটার দ্রবণ থেকে 2 লিটার বাষ্পীভূত হলে অবশিষ্ট দ্রবণে লবণের শতকরা হার :

( a ) 20 %

( b ) 18 %

( c ) 16 %

( d ) 14 %

৫. 30 টাকা কিলােগ্রাম দরের চালের সঙ্গে 25 টাকা কিলােগ্রাম দরের চাল কী অনুপাতে মেশালে মিশ্র চালের দাম প্রতি কিলােগ্রাম 27 টাকা হবে ?

( a ) 2:3

( b ) 3:4

( c ) 4:5

( d ) 5:6

৬. একজন ব্যাটসম্যানের প্রথম ৪ টি ইনিংসের গড 20.5, নবম ইনিংসে কত রান । করলে তার রানের গড় বেড়ে 23 হবে ?

( a ) 41

( b ) 43

( c ) 45

( d ) 47

৭. শিবানী ও শাবানা একটি যৌথ ব্যবসায় 5 : 6 অনুপাতে মূলধন বিনিয়ােগ করল । ৪ মাস পরে শিবানী ব্যবসা থেকে মূলধন তুলে নেওয়ায় তাদের লভ্যাংশের অনুপাত 5 : 9 হল । শাবানার মূলধন কত সময়ের জন্য বিনিয়ােগ হয়েছিল ?

( a ) 10 মাস

( b ) 12 মাস

( c ) 14 মাস

( d ) 16 মাস

৮. একটি বৃত্তাকার চাকার ব্যাস 7/2মিটার । 6600 মিটার যেতে চাকাটির সম্পূর্ণ আবর্তনের সংখ্যা :

( a ) 660

( b ) 630

( c ) 600

( d ) 550

৯. একটি যন্ত্রের অবচয় ঘটে প্রতি বছরের প্রারম্ভিক মূল্যের 10 % হারে । যন্ত্রটির বর্তমান মূল্য 8000 টাকা হলে 3 বছর পরে তার মূল্য :

( a ) 5852 টাকা

( b ) 5832 টাকা

( c ) 5812 টাকা

( d ) 6002 টাকা

১০. বিদ্যালয়ের নবম শ্রেণির বাৎসরিক পরীক্ষায় ইতিহাসে 24 % , ভূগােলে 43 % , এবং 13 % ছাত্রী অকৃতকার্য হয়েছে । উভয় বিষয়ে কৃতকার্য ছাত্রীর সংখ্যা 115 হলে , পরীক্ষার মােট পরীক্ষার্থীর সংখ্যা :

( a ) 150

( b ) 200

( c ) 250

( d ) 300

১১. একজন টিভি বিক্রেতা টিভির লিখিত মূল্যের ওপর 5 % ছাড় দেন । টিভির লিখিত মূল্যের ওপর শতকরা কত বেশি চিহ্নিত করলে তার 14 % লাভ হবে ?

( a ) 20 %

( b ) 17.5 %

( c ) 15 %

( d ) 12.5 %

১২. একজন ফল বিক্রেতা 100 টাকায় 5 টি করে কমলালেবু এবং অপর এক প্রকারের 100 টাকায় 4 টি করে সমসংখ্যক কমলালেবু কিনে মিশিয়ে দিলেন , পরে 200 টাকায় 9টি করে কমলালেবু বিক্রয় করায় 300 টাকা ক্ষতি হল । মােট কেনা কমলালেবুর সংখ্যা কত ?

( a ) 360

( b ) 1080

( c ) 480

( d ) 540

১৩. এক ব্যক্তি প্রতি লিটার 250 টাকা দরে কোনও রাসায়নিক কিনে জল মিশ্রিত করে প্রতি লিটার 200 টাকা দরে বিক্রয় করলেন । এতে তার লাভের শতকরা হার 25 % হলে , ভেজাল দ্রবণে রাসায়নিক জলের অনুপাত :

( a ) 16 : 9

( b ) 8 : 3

( c ) 7 : 2

( d ) 4 : 1

১৪. একটি দলে ৪ জন সদস্য আছেন । দল থেকে 56 kg ওজনের একজন সদস্যের পরিবর্তে অপর একজন সদস্য যােগ দেওয়ায় সদস্যদের গড় ওজন 1.5 kg বৃদ্ধি পেল । নতুন সদস্যের ওজন :

( a ) 62 kg

( b ) 64 kg

( c ) 66 kg

( d ) 68 kg

১৫. 2 বছর পূর্বে A ও B -এর বয়সের অনুপাত 3 : 2 ছিল । 2 বছর পরে তাদের বয়সের অনুপাত 4 : 3 হবে । তাদের বর্তমান বয়সের সমষ্টি :

( a ) 20 বছর

( b ) 22 বছর

( c ) 24 বছর

( d ) 26 বছর

আরও পড়ুন ………

১৬. বার্ষিক 5 % হারে কত বছরে কোনও টাকার সুদ আসলের 3/5 অংশ হবে ?

( a ) ৪ বছর

( b ) 10 বছর

( c ) 12 বছর

( d ) 15 বছর

১৭. আলুর দাম 25 % বৃদ্ধি পেয়েছে । কোনও পরিবারে , আলুর জন্য খরচ অপরিবর্তিত রাখতে হলে আলুর খরচ শতকরা কত কমাতে হবে ?

( a ) 22.5 %

( b ) 20 %

( c ) 17.5 %

( d ) 15 %

১৮. 500 অপেক্ষা ছােট কোন সংখ্যা 6 , 16 , 20 দ্বারা বিভাজ্য হবে ?

( a ) 480

( b ) 460

( c ) 440

( d ) 420

১৯. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 82 , 104 , 148 – কে ভাগ করলে একই ভাগশেষ থাকবে ?

( a ) 33

( b ) 44

( c ) 32

( d ) 22

২০. বাসের ভাড়া 25 % বৃদ্ধি পাওয়ায় যাত্রীসংখ্যা 25 % কমে গেল । বাসের আয়ের শতকরা হ্রাসবৃদ্ধি :

( a ) 6 পূর্ণ 1/4% বৃদ্ধি

( b ) 6পূর্ণ 1/4% হ্রাস

( c ) 4 % বৃদ্ধি

( d ) 4 % হ্রাস

২১. বিক্রয়মূল্যের ওপর 20 % লাভ হলে ক্রয়মূল্যের ওপর শতকরা লাভ হবে :

( a ) 22 পূর্ণ 1/2 %

( b ) 27 পূর্ণ 1/2 %

( C ) 25 %

( d ) 30 %

২২. ধার্যমূল্যের ওপর 25 % কমিশন দিয়ে একজন বিক্রেতা 20 % লাভ করেন । একটি সামগ্রী বিক্রয় করে 9 টাকা লাভ হলে , সামগ্রীর ধার্যমূল্য :

( a ) 84 টাকা

( b ) 72 টাকা

( c ) 80 টাকা

( d ) 92 টাকা

২৩. পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 55 বছর । 16 বছর পরে পিতার বয়স , পুত্রের বয়সের দ্বিগুণ হবে । পিতার বর্তমান বয়স :

( a ) 42

( b ) 36

( c ) 44

( d ) 48

২৪. কিছু পরিমাণ টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়ােগ করা হল । 2 % অধিক হারে বিনিয়ােগ করলে 600 টাকা অধিক সুদ পাওয়া যেত । মােট বিনিয়ােগের পরিমাণ :

( a ) 8000 টাকা

( b ) 9000 টাকা

( c ) 10000 টাকা

( d ) 12000 টাকা

২৫. একটি নৌকা স্রোতের অনুকূলে ৪ ঘণ্টায় 12 কিলােমিটার গিয়ে ফিরে আসতে তিনগুণ সময় নিল । ( স্রোতের বেগ – কিমি / ঘণ্টা এককে ) :

( a ) 0.5 কিমি / ঘণ্টা

( b ) 3.5 কিমি / ঘণ্টা

( c ) 2 কিমি / ঘণ্টা

( d ) 1.5 কিমি / ঘণ্টা

২৬. তিনটি সংখ্যার অনুপাত 3 : 4 : 5 এবং তাদের ল.সা.গু. 2400 হলে তাদের গ.সা.গু. হবে :

( a ) 40

( b ) 80

( c ) 20

( d ) 60

২৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 43 , 91 এবং 183 – কে ভাগ করলে প্রতিক্ষেত্রে সমান ভাগশেষ থাকবে ?

( a ) 4

( 6 ) 7

( c ) 9

( d ) 13

২৮. 12 , 15 এবং 18 দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে :

( a ) 10010

( b ) 10015

( c ) 10020

( d ) 10080

২৯. 0.2 x 0.2 + 0.2 x 0.02 / 0.044 -এর সরলতম মান কী হবে ?

( a ) 0.004

( 6 ) 0.4

( c ) 1

( d ) 2

৩০. a = 38 , b = 34 , c = 28 হলে a³ + cb³ + c³-3abc / a² + b² + c² -ab – bc – ca -এর মান কত হবে ? 

( a ) 90

( b ) 100

( c ) 110

( d ) 120

আশা করি এই (WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali) প্র্যাক্টিস সেট টি থেকে আপনারা  খুব ভালো একটা Result পাবে। যা আপনাদের সরকারি পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। এই প্র্যাক্টিস সেট টি Offline এ প্র্যাক্টিস করার জন্য নীচে রয়েছে এর PDF লিংক । তাই বেশি দেরি না করে PDF টি Download করে নিন।

2 thoughts on “WBP Math Practice Set pdf – Math Practice Set pdf in Bengali”

Leave a Comment