MCQ Questions and Answers in bengali | GK Practice Set

নমস্কার প্রিয় পাঠকেরা, আজকের এই পোস্টটির মাঝে রয়েছে সামনে আসা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষার জন্য MCQ Questions and Answers যেগুলি আপনাদের পরীক্ষার জন্য খুবই সাহায্য করবে।

MCQ Questions and Answers | GK Practice Set

1. বীরবল কোন লেখকের ছদ্মনাম ?
( a ) কেদারনাথ ব্যানার্জী
( b ) নলিনীকান্ত সরকার
( c ) প্রমথ চৌধুরী
( d ) শিবরাম চক্রবর্তী

2. শক্তির একক কি ?
( a ) ওয়াট
( b ) ভােল্ট
( c ) ডাইন
( d ) জুল

3. নােবল পুরস্কার যার নামে শুরু হয়েছিল সেই আলফ্রেড নােবেল কী আবিষ্কার করেছিলেন ?
( a ) টেলিফোন
( b ) ডিনামাইট
( c ) নিরাপত্তারােধক বাতি
( d ) উড়ােজাহাজ

4. নীচের কোনটি অন্তঃস্রাবী গ্রন্থি নয় ?
( a ) থাইরয়েড গ্রন্থি
( b ) অ্যাড্রেনাল গ্রন্থি
( c ) লালাগ্রন্থি
( d ) পিটুইটারি গ্রন্থি

5. কলকাতার প্রথম স্থায়ী পেশাদারী থিয়েটার মঞ্চের নাম কি ?
( a ) কালিকা থিয়েটার
( b ) মিনার্ভা থিয়েটার
( c ) স্টার থিয়েটার
( d ) বেঙ্গল থিয়েটার

6. কানহা ন্যাশানাল পার্ক কোথায় অবস্থিত ?
( a ) রাজস্থান
( b ) হিমাচলপ্রদেশ
( c ) উত্তরপ্রদেশ
( d ) মধ্যপ্রদেশ

7. CSO- এর পুরাে নাম কি ?
( a ) চিফ স্ট্যাটিসটিক্যাল অরগান
( b ) কোল সলিউশন অর্গানাইজেশন
( c ) সেন্ট্রাল স্ট্যাটিসটিক্যাল অর্গানাইজেশন
( d ) সেন্ট্রাল স্টেট অর্গানাইজেশন

8. অঙ্গরাজ্যগুলির আইনসভা পরিচালনা করেন কে ?
( a ) মুখ্যমন্ত্রী
( b ) স্পীকার
( c ) রাজ্যপাল
( d ) উপ-মুখ্যমন্ত্রী

9. সবচেয়ে লম্বা জীবিত প্রাণী কোনটি ?
( a ) উট
( b ) অ্যান্টিলােপ
( c ) নীলগাই
( d ) জিরাফ

10. শিকারী কালকেতু এই চিত্রটির ( জলরং এর ) অঙ্কন শিল্পী কে ?
( a ) অবনীন্দ্রনাথ ঠাকুর
( b ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
( c ) গণেন্দ্রনাথ ঠাকুর
( d ) রবীন্দ্রনাথ ঠাকুর

পড়তে থাকুন………….. MCQ Questions and Answers

11. Risical এটি কী জাতীয় সফটওয়্যার ?
( a ) ডাটাবেস
( b ) স্প্রেডশিট
( c ) ক্যাড
( d ) কোনােটিই নয়

12. কুকি , আঙ্গামি ভারতের কোন অঞ্চলের উপজাতি ?
( a ) নাগাল্যান্ড
( b ) মণিপুর
( c ) মিজোরাম
( d ) আসাম

13. চারমিনার কোথায় অবস্থিত ?
( a ) দিল্লী
( b ) বিজাপুর
( c ) হায়দ্রাবাদ
( d ) কোনােটাই নয়

14. জাড্ডা লােকনৃত্যের সঙ্গে যুক্ত কোন রাজ্য ?
( a ) পাঞ্জাব
( b ) অসম
( c ) গুজরাট
( d ) হিমাচল প্রদেশ

15. ভূমিকম্পের দেশ বলা হয় কোন দেশকে ?
( a ) ইন্দোনেশিয়া
( b ) জাপান
( c ) ভুটান
( d ) থাইল্যান্ড

16. সিপাহী বিদ্রোহ হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়ে ?
( a ) এলেনবরা
( b ) হার্ডিঞ্জ
( c ) ডালহৌসি
( d ) ক্যানিং

17. ইরানের পার্লামেন্টের নাম কী ?
( a ) নেসেট
( b ) মজিলিস
( c ) ডায়েট
( d ) বােরসেট

18. বিশ্ব জল দিবস পালিত হয় কোন তারিখে ?
( a ) 25 মার্চ
( b ) 22 মার্চ
( c ) 18 এপ্রিল
( d ) 25 এপ্রিল

19. ব্রাহ্মণী জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
( a ) অসম
( b ) মণিপুর
( c ) মেঘালয়
( d ) পশ্চিমবঙ্গ

20. ভারতীয় রেলের ডিজেল লােকোমােটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ?
( a ) বারাণসী ( উত্তরপ্রদেশ )
( b ) এলাহাবাদ ( উত্তরপ্রদেশ )
( c ) চেন্নাই ( তামিলনাড়ু )
( d ) ছাপড়া ( বিহার )

21. ইন্ডিয়ান রেলওয়ে ইনস্টিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত ?
( a ) নাসিক
( b ) সেকেন্দ্রাবাদ
( c ) নাগপুর
( d ) পুণে

22. 2016 সালের জানুয়ারি মাসে সেন্ট্রাল বাের্ড অফ ডাইরেক্ট ট্যাক্স ( CBDT ) -এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ?
( a ) গুন্টার বুশেক
( b ) অতুলেশ জিন্দাল
( c ) ক্রিস্টিন ল্যাগার্দে
( d ) এদের কেউই নন

23. কে 2016 সালে সেন্ট্রাল ব্যাঙ্কার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছেন ?
( a ) R.B.I- এর গভর্নর রঘুরাম রাজন
( b ) S.B.I- এর চেয়ারম্যান মধুরিমা ভট্টাচার্য
( c ) U.B.I- এর চেয়ারম্যান এম . কে . শর্মা
( d ) এদের কেউই নন

24. 2016 সালের ২৬ শে জানুয়ারি শ্রীমতী প্রতিভা প্রহ্লাদ কোন বিভাগে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ?
( a ) লােকনৃত্য
( b ) উচ্চাঙ্গ নৃত্য
( c ) কণ্ঠসঙ্গীত
( d ) ফটোগ্রাফি

25. 2016 সালের ২৬ শে জানুয়ারি পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হলেন শ্রীরাম ভি . সুতার- তার কোন কীর্তির জন্য ?
( a ) স্থাপত্য ভাস্কর্য
( b ) থিয়েটার শিল্প
( c ) সাহিত্য ও শিক্ষা
( d ) নেপথ্য গায়ক

26. রাজ্যসভায় রাজ্যগুলির প্রতিনিধি সংখ্যা কীভাবে ধার্য করা হয় ?
( a ) জনসংখ্যা অনুসারে
( b ) আয়তন ও জনসংখ্যা অনুসারে
( c ) সব রাজ্যগুলির সমান অধিকারের ভিত্তিতে
( d ) আয়তন অনুসারে

27. নিম্নের কোন নদীটির মােহনায় ব – দ্বীপ নেই ?
( a ) মহানদী
( b ) গােদাবরী
( c ) তাপ্তী
( d ) গঙ্গা

28. ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয় ?
( a ) 1690
( b ) 1695
( c ) 1700
( d ) 1704

29. পৃথিবীর সর্ববৃহৎ ডাইনােসর প্রজাতির অস্থি কোথায় পাওয়া যায় ?
( a ) তাইপেই
( b ) ডাকোটা
( c ) সিঙ্গাপুর
( d ) পটগােনিয়া

30. পরমশূন্য তাপমাত্রায় গ্যাসের অণুর বেগ হবে কত ?
( a ) 100 cm / s
( b ) 32.4 cm / s
( c ) 100 m / s
( d ) শূন্য

31. ভারী জলের সংকেত কত ?
( a ) H2O
( b ) H2O2
( c ) (H2O)2
( d ) D2O

32. পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম বন্দরটি হল—
( a ) লন্ডন
( b ) নিউইয়র্ক
( c ) শিকাগাে
( d ) সাঙ্গহাই

33. কৃষ্ণ গহ্বর কাকে বলে ?
( a ) এক প্রকার উল্কা
( b ) মহাকাশের শূন্যস্থান
( c ) মুমূর্য নক্ষত্র
( d ) সূর্যের কলঙ্ক

34. বিরসা মুণ্ডা বিমানবন্দরটি কোথায় অবস্থিত ?
( a ) রাঁচী
( b ) হায়দরাবাদ
( c ) গুজরাট
( d ) কেরালা

35. ‘ আঙ্কল টমস কেবিন ’ পুস্তকের রচয়িতা কে ?
( a ) জর্জ ইলিয়ট
( b ) এইচ বি মেটা
( c ) হ্যারিয়েট স্টো
( d ) আপ্টন সিনক্লেয়ার

36. বাস্তুতন্ত্রে বিয়ােজক হল
( a ) ব্যাকটেরিয়া
( b ) প্রােটোজোয়া
( c ) শৈবাল
( d ) ছত্রাক

37. দিলওয়াড়া মন্দির কোথায় অবস্থিত ?
( a ) ওড়িশায়
( b ) রাজস্থানে
( c ) মহারাষ্ট্রে
( d ) কর্নাটকে

38. The Dying Swan কীসের নাম ?
( a ) ব্যালে নাচ
( b ) তৈলচিত্র
( c ) উপন্যাস
( d ) কোনােটিই নয়

39. সপুষ্পক উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে সৃষ্টি হয়, সেটি হল
( a ) অস্থানিক মুকুল
( b ) কাণ্ড
( c ) মূল
( d ) কোনােটিই নয়

40. সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কী ?
( a ) প্রমিলা দেবী
( b ) মহসীনা কিদোয়াই
( c ) ফতেমা বিবি
( d ) রুমা পাল

পড়তে থাকুন…………..

MCQ Questions and Answers
বিভিন্ন ক্রিয়া ক্ষেত্রের নামের তালিকা PDF – List of names in different verb cases pdf
ভারতীয় বিখ্যাত ব্যক্তিদের ঐতিহাসিক উক্তি তালিকা PDF – Famous Slogans of India in Bengali PDF
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF – List of Famous Indian Burial Grounds in Bengali PDF
বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত ট্রফি ও কাপের তালিকা PDF – Cups and Trophies Related to Sports in Bengali PDF
পশ্চিমবঙ্গের সমস্ত বিমানবন্দরের তালিকা PDF – list of Major Airport In West Bengal
আন্তর্জাতিক সংস্থা ও তাদের সদর দপ্তরের তালিকা PDF – List Of Internationals Organization And Their Headquarters In Bengali
ভারতের বিভিন্ন বিষয়ের জনক ও জননীদের তালিকা PDF
ভারতের বিভিন্ন গবেষণাগারের তালিকা PDF- List Of Research Institutes In India PDF In Bengali

41. রাজ্যসভার স্পীকার তার পদত্যাগ পত্র কাকে জমা দেবেন ?
( a ) রাজ্যসভার চেয়ারম্যান
( b ) ডেপুটি স্পীকার
( c ) প্রধানমন্ত্রী
( d ) ক্যাবিনেট সচিব

42. Three – D ছবি আসে কার দ্বারা ?
( a ) স্টিরিওস্কোপ
( b ) বাইনােকুলার
( c ) পিনহােল ক্যামেরা
( d ) কোনােটিই নয়

43. E = mc2 কাজে লাগিয়ে কী আবিষ্কৃত হয়েছে ?
( a ) গ্যাস বেলুন
( b ) পারমাণবিক বােমা
( c ) গ্যাসের সূত্র
( d ) পদার্থের জাড্য ধর্ম

44. ওস্তাদ আল্লারাখা কোন ঘরানার শিল্পী ?
( a ) পাঞ্জাব ঘরানা
( b ) আগ্রা ঘরানা
( c ) পাতিয়ালা ঘরানা
( d ) লখনউ ঘরানা

45. রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন ?
( a ) পাঁচ বছরের জন্য
( b ) ছয় বছরের জন্য
( c ) সাত বছরের জন্য
( d ) চার বছরের জন্য

46. লেবুতে কী ধরনের অ্যাসিড থাকে ?
( a ) ম্যালিক অ্যাসিড
( b ) সাইট্রিক অ্যাসিড
( c ) ল্যাকটিক অ্যাসিড
( d ) টারটারিক অ্যাসিড

47. হীরকের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ—
( a ) অতিরিক্ত স্বচ্ছতা
( b ) অধিক প্রতিসরাঙ্ক
( c ) অভ্যন্তরীণ গঠন
( d ) অত্যধিক কাঠিন্য

48. একটি পেণ্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকালের কী পরিবর্তন হয় ?
( a ) বেড়ে যায়
( b ) অর্ধেক হয়
( c ) দ্বিগুণ হয়
( d ) কমে যায়

49. সবচেয়ে বেশি ক্যালরি পাওয়া যায় কোন খাদ্যে ?
( a ) স্নেহজাতীয়
( b ) কার্বোহাইড্রেট
( c ) লবণ
( d ) প্রােটিন

50. ‘ হরিজন ’ পত্রিকার প্রকাশক কে ?
( a ) মহাত্মা গান্ধী
( b ) বি আর আম্বেদকর
( c ) বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
( d ) এদের কেউ নন

আরও পড়ুন:

আন্তর্জাতিক সীমারেখার তালিকা pdf – important Boundaries Lines
ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের নাম এর তালিকা পিডিএফ 
ভারতের প্রতিবেশী দেশ সমূহ একনজরে-Neighbouring countries of India
ভারতের বিভিন্ন সংবাদপত্র ও তাদের প্রতিষ্ঠাতা তালিকা পিডিএফ
ভারতের বিভিন্ন নদ-নদীর তীরবর্তী শহর (PDF)
Most 100 Important GK PDF In Bengali-GK PDF In Bengali
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল pdf

51. কোন কমিটির সুপারিশে ভারত সরকার কৃষিপণ্য মূল্য কমিশন নিয়ােগ করে ?
( a ) চেলিয়া কমিটি
( b ) রাজ কমিটি
( c ) ঝা কমিটি
( d ) চক্রবর্তী কমিটি

52. ‘ ফলকেটিং ’ কোন দেশের পার্লামেন্টের নাম ?
( a ) সুইজারল্যান্ড
( b ) ডেনমার্ক
( c ) ইথিওপিয়া
( d ) ইজরায়েল

53. রাষ্ট্রে জরুরী অবস্থা সংক্রান্ত আইন সংবিধানের কোন অনুচ্ছেদে আছে ?
( a ) 352
( b ) 360
( c ) 352-360
( d ) 356

54. জাপানের মুদ্রার নাম কী ?
( a ) দিনার
( b ) ডলার
( c ) ইয়েন
( d ) পাউন্ড

55. ‘ ডেথ অফ এ সিটি ’- কার লেখা ?
( a ) অমৃতা প্রিতম
( b ) নীরদ সি চৌধুরী
( c ) এডওয়ার্ড গিবন
( d ) উইলিয়াম শেক্সপীয়র

56. রােধ থার্মোমিটারে কী ব্যবহৃত হয় ?
( a ) লৌহ
( b ) তামা
( c ) রূপা
( d ) প্লাটিনাম

57. যে নদীর ওপর , পাঞ্চেত বাঁধ আছে, তার নাম কী /—
( a ) কাবেরী
( b ) দামােদর
( c ) মহানদী
( d ) গঙ্গা

58. কিলােওয়াট আওয়ার কীসের একক ?
( a ) পাওয়ার
( b ) মােমেন্টাম
( c ) ফোর্স
( d ) এনার্জি

59. পিকনােমিটর কী মাপক যন্ত্র ?
( a ) তড়িৎশক্তি মাপক যন্ত্র
( b ) রক্তচাপ মাপক যন্ত্র
( c ) তরলের ঘনত্ব নির্ণায়ক
( d ) কোনােটিই নয়

60. কোন ধাতর মৌলটি উদ্ভিদের ক্লোরােফিল অণু গঠনে প্রয়ােজন ?
( a ) লােহা
( b ) ক্যালশিয়াম
( c ) তামা
( d ) ম্যাগনেশিয়াম

61. লেন্সের পাওয়ারের এস .আই. একক কী ?
( a ) মিটার
( b ) ডায়প্টার
( c ) মিটার / সেকেন্ড
( d ) কোনােটিই নয়

62. নীচের কোনটি অবিভাজ্য ?
( a ) ফোটন
( b ) নিউক্লিয়াস
( c ) এটম
( d ) প্রােটন

63. ফিতাকৃমির রেচন অঙ্গের নাম কী ?
( a ) সবুজ গ্রন্থি
( b ) কঙ্কাল গ্রন্থি
( c ) নেফ্রিডিয়া
( d ) ফ্লেম কোষ

64. ফোটন অ্যাসবেসটস – এর একটি উপাদানের নাম লেখ ?
( a ) আয়রন
( b ) অ্যান্টিমনি
( c ) সিলিকন
( d ) অ্যালুমিনিয়াম

65. আইনস্টাইনের E = MC2 সমীকরণে ‘ C ‘ বলতে কাকে বােঝাচ্ছে ?
( a ) ধ্রুবক
( b ) শব্দের গতি
( c ) আলােক রশ্মির দৈর্ঘ্য
( d ) আলাের গতি

66. বানান সম্পর্কিত বিদ্যাটি কী নামে পরিচিত ?
( a ) অর্থোগ্রাফি
( b ) মর্ফোলজি
( c ) সেলিটোলজি
( d ) ফিলােলজি

67. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন ছদ্মনামে সাহিত্য রচনা করেছিলেন ?
( a ) অনিলা দেবী
( b ) পরশুরাম
( c ) ভানুসিংহ
( d ) কোনােটিই নয়

68. 2016 সালের জানুয়ারি মাসে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ ( SAFF ) চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ ?
( a ) ভারত
( b ) নেপাল
( c ) শ্রীলঙ্কা
( d ) মালদ্বীপ

69. গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলার রেলওয়ে ভারতের কোন শহরে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে ?
( a ) নাগপুর
( b ) এলাহাবাদ
( c ) বােম্বে
( d ) জয়পুর

70. ভারতীয় রেলে প্রথম কম্পিউটারের সূচনা হয় কোন শহরে ?
( a ) নতুন দিল্লি
( b ) কলকাতা
( c ) পাতিয়ালা
( d ) চেন্নাই

71. বন্দিপুর ন্যাশনাল পার্ক ’ কোন রাজ্যে অবস্থিত ?
( a ) কেরালা
( b ) কর্ণাটক
( c ) গুজরাট
( d ) মধ্যপ্রদেশ

72. 15 জানুয়ারি 2016 চেন্নাইয়ে অনুষ্ঠিত ভারত ও জাপানের যৌথ নৌ – মহড়ার নাম কী ?
( a ) সহযােগ কাইজিন- 2016
( b ) স্কিল ট্রেইনিং প্রােগ্রাম অফ ইয়ুথ
( c ) অ্যাসট্রোনমিক্যাল ট্রেনি
( d ) কোনােটিই নয়

73. বিশ্ব বিজ্ঞান দিবস কবে পালিত হয় ?
( a ) 10 অক্টোবর
( b ) 10 নভেম্বর
( c ) ৪ নভেম্বর
( d ) 12 ডিসেম্বর

74. 2015 বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জয়লাভ করেছে ?
( a ) হান্স ভেস্টবার্গ
( b ) স্টুয়ার্ট বিংহাম
( c ) ঝুয়া জিনটা
( d ) ইগাের ইভানভ

75. 2018 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
( a ) রাশিয়া
( b ) কানাডা
( c ) দক্ষিণ কোরিয়া
( d ) ব্রাজিল

76. ‘ কাদম্বরী ’ – র রচয়িতা হলেন
( a ) ক্ষেমেন্দ্র
( b ) কলহন
( c ) ভবভূতি
( d ) বাণভট্ট

77. বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন
( a ) কৌটিল্য
( b ) নচিকেতা
( c ) চরক
( d ) জীবক

78 , রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি ?
( a ) মহেঞ্জোদরাে
( b ) সুকতাজেনদোর
( c ) কালিবঙ্গান
( d ) লােথাল

79. মগধের কোন্ শাসক ‘ সেনিয়া ‘ নামে পরিচিত ছিলেন ?
( a ) বিম্বিসার
( b ) অজাতশত্রু
( c ) মহাপদ্ম নন্দ
( d ) চন্দ্রগুপ্ত মৌর্য

80. কে ‘ অষ্টাদিগ্গজ ’ গােষ্ঠীর পৃষ্ঠপােষক ছিলেন ?
( a ) প্রথম দেবরায়
( b ) দ্বিতীয় দেবরায়
( c ) বীর নরসিংহ
( d ) কৃষ্ণদেব রায়

81. মৌর্যশাসক , যিনি তাঁর আদেশলিপিগুলিতে ‘ পিয়দসি ’ নামের ব্যবহার করতেন তার নাম কী ?
( a ) বিম্বিসার
( b ) অশােক
( c ) চন্দ্রগুপ্ত
( d ) বৃহদ্রথ

82. চিনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন যাঁর শাসনকালে ; তিনি হলেন
( a ) সমুদ্রগুপ্ত
( b ) অশােক
( c ) হর্ষবর্ধন
( d ) প্রথম কুলােতুঙ্গ করতেন

83. ‘ সুল – ই – কুল ’ নীতিটি কে প্রবর্তন করেন ?
( a ) আকবর
( b ) ঔরঙ্গজেব
( c ) জাহান্দার শাহ
( d ) মহম্মদ শাহ

84. কে রাণা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল ?
( a ) কাছােয়া
( b ) শিশােদিয়া
( c ) সােলাঙ্কি
( d ) পরামর

85. ‘ রজমনামা ’ যে গ্রন্থটির ফারসি অনুবাদ , সেটি ছিল —
( a ) উপনিষদ
( b ) রামায়ণ
( c ) গীতা
( d ) মহাভারত

86. ‘ নীলদর্পণ ’ – এর রচয়িতা হলেন —
( a ) রবীন্দ্রনাথ ঠাকুর
( b ) দীনবন্ধু মিত্র
( c ) গিরিশ চন্দ্র ঘােষ
( d ) বিপিন চন্দ্র পাল

87. মুন্ডা বিদ্রোহ ( উলগুলান ) -এর নেতৃত্ব দেন কে ?
( a ) সিধাে
( b ) বিরসা
( c ) বাপট
( d ) কোরা মাল্লা

88. ‘ সতী ’ প্রথা আইনত নিষিদ্ধ করার বছর ছিল —
( a ) 1795
( b ) 1800
( c ) 1829
( d ) 1858

89. জাতীয়তাবাদী সংগঠন ‘ পুনা সার্বজনিক সভা ’ প্রতিষ্ঠিত হয় যে বছরে , সেটি হল —
( a ) 1870
( b ) 1885
( c ) 1890
( d ) 1900

90. ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন ১৮৮৫ সালে যে শহরে অনুষ্ঠিত হয় , সেটি হল —
( a ) কলকাতা
( b ) বােম্বাই
( c ) মাদ্রাজ
( d ) এলাহাবাদ

91. যে ভাইসরয় তিব্বতে ইয়াংহাসব্যান্ড মিশন পাঠান , তিনি হলেন —
( a ) রিপন
( b ) লিটন
( c ) মেয়য়া
( d ) কার্জন

92. হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ?
( a ) বি জি তিলক
( b ) এন এম লােখান্ডি
( c ) এম কে গান্ধি
( d ) বি আর আম্বেদকর

93. ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে , সেটি ছিল —
( a ) অযােধ্যা
( b ) কাশ্মীর
( c ) ত্রিবাঙ্কুর
( d ) মহীশূর

94. কোন্ ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত ?
( a ) সুমিত সরকার
( b ) যদুনাথ সরকার
( c ) সুশােভন চন্দ্র সরকার
( d ) এস গােপাল

95. কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেছেন ?
( a ) বাবর
( b ) আকবর
( c ) শাহজাহান
( d ) ঔরঙ্গজের

96. সৎনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় , তিনি ছিলেন —
( a ) আকবর
( b ) জাহাঙ্গীর
( c ) শাহাজাহান
( d ) ঔরঙ্গজেব

97. রামমােহন রায় – কে ‘ রাজা ’ উপাধি প্রদান করেন মুঘল সম্রাট
( a ) জাহান্দার শাহ
( b ) মহম্মদ শাহ
( c ) দ্বিতীয় আকবর
( d ) বাহাদুর শাহ জাফর

98. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদে ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন , তিনি ছিলেন —
( a ) কুতুবুদ্দিন আইবক
( b ) ইলতুৎমিস
( c ) মহম্মদ – বিন – তুঘলক
( d ) ফিরােজ – শাহ – তুঘলক

99. ‘ আইন – ই – আকবরি ’ গ্রন্থের লেখক হলেন
( a ) বাউনি
( b ) আবুল ফজল
( c ) শেখ মুবারক
( d ) ফৈজি

100. মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখগুরুকে মৃত্যুদণ্ড দেন , তিনি ছিলেন
( a ) তেগবাহাদুর
( b ) নানক
( c ) গােবিন্দ সিংহ
( d ) অর্জুন দেব

আশা করি বন্ধুরা, MCQ Questions and Answers | GK Practice Set post টি ভালো লেগেছে। ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি পোস্ট টি ভাল লেগে থাকলে বন্ধুদের সাথে share করতে ভুলবেন না। ভবিষ্যতে MCQ Questions and Answers এর মতো আরও পোস্ট পেতে join করুন আমাদের whatsapp/telegram channel এ

File Details :

Name : MCQ Questions and Answers | GK Practice Set
Language : Bengali
Download Link : Click Here For Download

2 thoughts on “MCQ Questions and Answers in bengali | GK Practice Set”

Leave a Comment